হেমতাবাদ, 20 এপ্রিল : ভোট পরবর্তী হিংসায় জড়াল তৃণমূল ও BJP। এই ঘটনায় আহত হয়েছেন উত্তর দিনাজপুরের BJP-র জেলা সহ সভাপতি গোপাল মজুমদার । গতকাল ঘটনাটি ঘটে হেমতাবাদে । অভিযোগ উঠেছে যুব তৃণমূল নেতা গৌতম পালের দিকে ।
BJP-র মাইনরিটি সেলের সভাপতি আবুল কালাম আজ়াদের অভিযোগ, BJP করায় তাঁদের এক কর্মীর দোকানে তালা লাগিয়ে দিয়েছিল গৌতম পাল ও তাঁর দলবল । গতকাল গোপাল মজুমদার ও কয়েকজন সেই দোকানে তালা খুলতে গেলে গৌতম পালের দলবল তাঁদের উপর হামলা চালায় । তিনি বলেন, "দোকানের তালা খুলতে গেলে গৌতম পাল গোপাল মজুমদারের বুকে ঘুষি মারে ।" তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন গৌতম পাল । তিনি বলেন, "গোপালবাবু নিজে এলাকায় ঝামেলা করতে এসেছিলেন । মারধরের সম্পর্কে বলতে পারব না । আমি এরসঙ্গে যুক্ত নই ।"