ETV Bharat / state

হেমতাবাদে আক্রান্ত BJP নেতা, অভিযুক্ত তৃণমূল - tmc

BJP করায় কর্মীর দোকানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

গোপাল মজুমদার
author img

By

Published : Apr 20, 2019, 3:09 AM IST

Updated : Apr 20, 2019, 3:24 AM IST

হেমতাবাদ, 20 এপ্রিল : ভোট পরবর্তী হিংসায় জড়াল তৃণমূল ও BJP। এই ঘটনায় আহত হয়েছেন উত্তর দিনাজপুরের BJP-র জেলা সহ সভাপতি গোপাল মজুমদার । গতকাল ঘটনাটি ঘটে হেমতাবাদে । অভিযোগ উঠেছে যুব তৃণমূল নেতা গৌতম পালের দিকে ।

শুনুন আবুল কালাম আজ়াদের বক্তব্য

BJP-র মাইনরিটি সেলের সভাপতি আবুল কালাম আজ়াদের অভিযোগ, BJP করায় তাঁদের এক কর্মীর দোকানে তালা লাগিয়ে দিয়েছিল গৌতম পাল ও তাঁর দলবল । গতকাল গোপাল মজুমদার ও কয়েকজন সেই দোকানে তালা খুলতে গেলে গৌতম পালের দলবল তাঁদের উপর হামলা চালায় । তিনি বলেন, "দোকানের তালা খুলতে গেলে গৌতম পাল গোপাল মজুমদারের বুকে ঘুষি মারে ।" তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন গৌতম পাল । তিনি বলেন, "গোপালবাবু নিজে এলাকায় ঝামেলা করতে এসেছিলেন । মারধরের সম্পর্কে বলতে পারব না । আমি এরসঙ্গে যুক্ত নই ।"

হেমতাবাদ, 20 এপ্রিল : ভোট পরবর্তী হিংসায় জড়াল তৃণমূল ও BJP। এই ঘটনায় আহত হয়েছেন উত্তর দিনাজপুরের BJP-র জেলা সহ সভাপতি গোপাল মজুমদার । গতকাল ঘটনাটি ঘটে হেমতাবাদে । অভিযোগ উঠেছে যুব তৃণমূল নেতা গৌতম পালের দিকে ।

শুনুন আবুল কালাম আজ়াদের বক্তব্য

BJP-র মাইনরিটি সেলের সভাপতি আবুল কালাম আজ়াদের অভিযোগ, BJP করায় তাঁদের এক কর্মীর দোকানে তালা লাগিয়ে দিয়েছিল গৌতম পাল ও তাঁর দলবল । গতকাল গোপাল মজুমদার ও কয়েকজন সেই দোকানে তালা খুলতে গেলে গৌতম পালের দলবল তাঁদের উপর হামলা চালায় । তিনি বলেন, "দোকানের তালা খুলতে গেলে গৌতম পাল গোপাল মজুমদারের বুকে ঘুষি মারে ।" তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন গৌতম পাল । তিনি বলেন, "গোপালবাবু নিজে এলাকায় ঝামেলা করতে এসেছিলেন । মারধরের সম্পর্কে বলতে পারব না । আমি এরসঙ্গে যুক্ত নই ।"

রাজু বিশ্বাস,বারাসত:-চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল বারাসতের এক নার্সিংহোমে। মৃতের নাম কমল দত্ত(63‌)।ঘটনায় ক্ষুব্ধ রোগীর পরিজনেরা চিকিৎসকদের ঘিরে দীর্ঘক্ষন বিক্ষোভ‌ও দেখায় সেখানে।ফলে, পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠে।খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি আয়ত্তে আসে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে বারাসত নবপল্লী এলাকার বাসিন্দা কমল দত্ত পাইসের অপারেশনের জন্য বাড়ির কাছেই কেয়ার এন্ড কিওর নার্সিং হোমে যান। বাড়ি থেকে পায়ে হেঁটে দিব‍্যি তিনি সুস্থ অবস্থায় নার্সিংহোমে ঢোকেন বলে দাবি পরিবারের। তাঁর হার্টের সমস্যার কথাও জানানো হয়েছিল নার্সিংহোমে চিকিৎসকদের। তাতে কোন‌ও সমস্যা হবে না বলে পরিবারকে দেওয়া হয়েছিল নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে।অপারেশন বাবদ 46 হাজার টাকা চাওয়া হয়। মৃতের মেয়ে অর্পিতা দত্ত বলেন,সকাল দশটা নাগাদ বাড়ি থেকে নার্সিংহোমে লিফটে হেঁটে দিব‍্যি বাবা ওটি-তে ঢোকেন। দুপুরের দিকে বাবাকে ভেল্টিনেশনে দিয়ে বলা হয় হার্ট অ্যাটাক হয়েছে। তখনও আমাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানানো হয়নি। তাঁর কথায়,যখন নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে কোন‌ও সেটাপ নেই,এরকম একজন রোগীর কিছু হলে তাকে সাহায্য করার যখন কোনও ব্যবস্থায় নেই,তখন সেটা আমাদের আগেই জানাতে পারত। তাহলে আমরা এখানে রোগীকে নিয়ে আসতাম না। আমাদের বলা হয়েছিল অপারেশনের সময় একজন কার্ডিয়লজিস্ট থাকবে। কিন্তু,তিনি ছিলেন না অপারেশনের সময়। বাবাকে ওটি থেকে যখন বের করে,তখন বুকে কষ্ট হচ্ছিল। শরীরের চারদিকে নল ঢোকানো। অর্পিতা দেবী বলেন, আমরা দোষী চিকিৎসকদের উপযুক্ত শাস্তি চাই। সেই সঙ্গে এই নার্সিংহোমের লাইসেন্স যাতে বাতিল হয়,তার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। যাতে আর কোন‌ও মানুষের জীবন নিয়ে এরা ছিনিমিনি না করতে পারে।আমরা পুলিশের কাছেও অভিযোগ জানাব। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে চাননি ওই নার্সিংহোমের চিকিৎসক তপন জ্যোতি ব্যানার্জি। তিনি বলেন,রোগীর অপারেশন খুব ভালো ভাবেই হয়েছিল। কিন্তু তারপর‌ই মেজর হার্ট অ্যাটাক হয়। আমাদের দিক থেকে সবরকমের চেষ্টা করা হয়েছিল।যে কোন‌ও মৃত্যু‌ই বেদনাদায়ক।
Last Updated : Apr 20, 2019, 3:24 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.