রায়গঞ্জ, 30 সেপ্টেম্বর : বেআইনি মদ উদ্ধারে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পুলিশ । বাজেয়াপ্ত করা হল 1 লাখ 46 হাজার টাকার বেআইনি বিলিতি মদ । এই ঘটনার যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আটক করা হয়েছে বেআইনি বিলিতি মদ বহনকারী একটি নম্বর বিহীন গাড়ি । ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডালখোলা রেলগেটে পুলিশের নাকা চেকিংয়ে একটি নম্বর বিহীন গাড়ি নজরে পড়ে । এরপরেই গাড়িটিকে আটক করে তল্লাশি শুরু হয় । গাড়ি থেকে বিলিতি মদের লেবেল লাগানো মোট 624 টি ছোটো বড় বেআইনি মদের বোতল উদ্ধার করে ডালখোলা থানার ট্র্যাফিক পুলিশের একটি ইউনিট । গাড়িতে থাকা তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রীতেশ কুমার, বিট্টু কুমার ও প্রভাস কুমার । ধৃতদের বাড়ি বিহারের মাধেপুরায় ।
পুলিশের প্রাথমিক অনুমান ওই বেআইনি মদগুলো বিহারে পাচার করা হচ্ছিল । ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ।