রায়গঞ্জ, 26 অগাস্ট : স্ত্রী-র সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন । ব্যক্তিকে খুনের ছক কষে পাঁচ হাজার টাকা দিয়ে সুপারি কিলার নিয়োগ করেন বলেও অভিযোগ । গোয়ালপোখর থানার দেনীপার গ্রামের ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
23 অগাস্ট উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গতি গ্রাম-পঞ্চায়েতের দেনীপার গ্রামে জাকির হোসেন নামে এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার হয় । তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে আতাবুল হোসেন এবং মহম্মদ কালুয়া নামে দুই ব্যক্তির হদিশ পায় গোয়ালপোখর থানার পুলিশ । সেই সূত্র ধরেই পুলিশ আতাবুল হোসেনকে আটক করে । তাকে জিজ্ঞাসাবাদ করেই মহম্মদ কালুয়ার নাম জানতে পারে পুলিশ । মহম্মদ কালুয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত আতাবুল হোসেন জেরায় জানায়, উপার্জনের জন্য সে ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিল । মৃত জাকিরের সঙ্গে তার সুসম্পর্ক ছিল । জাকির এলাকায় মজুরের কাজ করত । তার অভিযোগ, বাড়িতে যাতায়াতের কারণে জাকিরের সঙ্গে তার স্ত্রী-র সম্পর্ক গড়ে ওঠে । বিষয়টি জানতে পেরে জাকিরকে সরিয়ে দিতে মহম্মদ কালুয়াকে খুনের সুপারি দেয় আতাবুল । 22 অগাস্ট বিকেলে বকেয়া টাকা দেওয়ার কথা জানায় আতাবুল । সেই টাকা নিতে এসেছিল জাকির । জাকির এবং আতাবুল দু'জনে দেনীপার গ্রামে যায় । বাইকে করে সেখানে আসে কালুয়া । সেখানেই জাকিরের পিছন দিক থেকে এসে পকেট থেকে দড়ি বের করে গলায় পেঁচিয়ে দেয় আতাবুল । পিছন থেকে কালুয়া কুপিয়ে হত্যা করে তাকে ।
পুলিশ ধারালো অস্ত্রটি উদ্ধার করেছে । জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আতাবুলের স্ত্রী-কেও থানায় নিয়ে এসেছে । ধৃত দু'জনকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে সাতদিনের পুলিশি হেপাজতে নির্দেশ দিয়েছে ।