ETV Bharat / state

রোগীর আত্মীয়ের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এসএসকেএম থেকে গ্রেফতার 2 'দালাল' - SSKM HOSPITAL

এসএসকেএম হাসপাতাল দালালরাজ ৷ বেড পাইয়ে দেওয়ার নাম করে রোগীর আত্মীয়দের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার দুই ৷

SSKM Hospital in Kolkata
এসএসকেএম হাসপাতাল (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 17 ডিসেম্বর: ফের সরকারি হাসপাতালে দালাল রাজের ঘটনা সামনে এল ৷ শহরের মাল্টিসুপার স্প্যেশালিটি সরকারি হাসপাতাল এসএসকেএম থেকে সোমবার দুই 'দালাল'-কে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷

বেড পাইয়ে দেওয়ার নাম করে রোগীর আত্মীয়দের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ এদের বিরুদ্ধে । আজ তাদের হাতেনাতে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ । এই বিষয় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, আমরা আজ দুই দালালকে হাতেনাতে ধরেছি । সরকারি হাসপাতালে দালালরাজ বন্ধ করতে তৎপর লালবাজার । ধৃতদের নাম আনোয়ার শেখ ও আশিস সাহা । দু'জনেই কলকাতার কালীঘাট এলাকায় থাকে বলে জানা গিয়েছে । মঙ্গলবার এদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে লালবাজার ।

তবে এদের সঙ্গে কোনও সক্রিয় দালালচক্র জরিত রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । পাশাপাশি ভবানীপুর থানার পুলিশ খতিয়ে দেখছে, এই দুই ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালের কোনও ব্যক্তি যুক্ত আছেন কি না ! ইতিমধ্যেই হাসপাতালে দালালরাজ বন্ধের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছে লালবাজার । তবে এই প্রথম নয়, এর আগেও এসএসকেএম-সহ শহরের একাধিক সরকারি হাসপাতাল থেকে একাধিক দালালকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

আরজি কর কাণ্ডের পর সরকারি হাসপাতাগুলিতে দালাল চক্রের ঘটনা সামনে আসে ৷ তারপর নড়েচড়ে বসে প্রশাসন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুষ্টচক্র ভাঙতে পুলিশতে কড়া ব্যবস্থা নিয়ে বলেন ৷ তারপরই গোপনে অভিযান শুরু করে লালবাজার ৷ খবর পেয়ে সোমবার এসএসকেএম হাসপাতাল থেকে দু'জনকে গ্রেফতার করা হয় ৷

কলকাতা, 17 ডিসেম্বর: ফের সরকারি হাসপাতালে দালাল রাজের ঘটনা সামনে এল ৷ শহরের মাল্টিসুপার স্প্যেশালিটি সরকারি হাসপাতাল এসএসকেএম থেকে সোমবার দুই 'দালাল'-কে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷

বেড পাইয়ে দেওয়ার নাম করে রোগীর আত্মীয়দের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ এদের বিরুদ্ধে । আজ তাদের হাতেনাতে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ । এই বিষয় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, আমরা আজ দুই দালালকে হাতেনাতে ধরেছি । সরকারি হাসপাতালে দালালরাজ বন্ধ করতে তৎপর লালবাজার । ধৃতদের নাম আনোয়ার শেখ ও আশিস সাহা । দু'জনেই কলকাতার কালীঘাট এলাকায় থাকে বলে জানা গিয়েছে । মঙ্গলবার এদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে লালবাজার ।

তবে এদের সঙ্গে কোনও সক্রিয় দালালচক্র জরিত রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । পাশাপাশি ভবানীপুর থানার পুলিশ খতিয়ে দেখছে, এই দুই ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালের কোনও ব্যক্তি যুক্ত আছেন কি না ! ইতিমধ্যেই হাসপাতালে দালালরাজ বন্ধের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছে লালবাজার । তবে এই প্রথম নয়, এর আগেও এসএসকেএম-সহ শহরের একাধিক সরকারি হাসপাতাল থেকে একাধিক দালালকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

আরজি কর কাণ্ডের পর সরকারি হাসপাতাগুলিতে দালাল চক্রের ঘটনা সামনে আসে ৷ তারপর নড়েচড়ে বসে প্রশাসন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুষ্টচক্র ভাঙতে পুলিশতে কড়া ব্যবস্থা নিয়ে বলেন ৷ তারপরই গোপনে অভিযান শুরু করে লালবাজার ৷ খবর পেয়ে সোমবার এসএসকেএম হাসপাতাল থেকে দু'জনকে গ্রেফতার করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.