ETV Bharat / international

মার্কিন মুলুকে স্কুলে চলল গুলি, মৃত 3; নিন্দা প্রেসিডেন্ট বাইডেনের - WISCONSIN SCHOOL SHOOTING

উইসকনসিনের একটি খ্রিস্টান স্কুলে সোমবার এক ছাত্র একটি হ্যান্ডগান দিয়ে গুলি চালায় ৷ এই ঘটনায় একজন শিক্ষক এবং এক ছাত্রের মৃত্যু হয়েছে ।

Wisconsin school shooting
স্কুলে গুলি চলার পর ছাত্রদের নিরাপদে নিয়ে যাওয়া হচ্ছে (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 1 hours ago

ম্যাডিসন, 17 ডিসেম্বর: মার্কিন মুলুকের স্কুলে ফের বন্দুকবাজের হামলা ৷ ফের চলল গুলি ৷ উইসকনসিনের একটি খ্রিস্টান স্কুলে সোমবার এক ছাত্র একটি হ্যান্ডগান দিয়ে গুলি চালায় ৷ ক্রিসমাসের ছুটির ঠিক আগে এই ঘটনায় একজন শিক্ষক এবং অন্য ছাত্রের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন 6 জন ৷ বন্দুকধারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ । এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

হোয়াইট হাউসের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে ঘটনাটিকে 'মর্মান্তিক এবং অকল্পনীয়' অভিহিত করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, "এই ধরনের ঘটনা কখনও গ্রহণযোগ্য নয় ৷ আমরা আমাদের শিশুদের এই বন্দুক সহিংসতার আঘাত থেকে রক্ষা করতে অক্ষম । আজ, ম্যাডিসন, উইসকনসিনের পরিবারগুলি, অ্যাবন্ডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে নিহত ও আহতদের হারিয়ে শোকাহত । এটা মর্মান্তিক এবং অসংবেদনশীল । আমাদের কংগ্রেসকে এখনই পদক্ষেপ করতে হবে ৷"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "নিউটাউন থেকে উভালদে, পার্কল্যান্ড থেকে ম্যাডিসন, এমন আরও অনেক গুলি চালানোর ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি ৷ এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় যে, আমরা আমাদের শিশুদের এই বন্দুক সহিংসতার হাত থেকে রক্ষা করতে পারছি না । আমরা এটিকে স্বাভাবিক হিসাবে মেনে নিতে পারি না । প্রতিটি শিশুটি তাদের শ্রেণিকক্ষে নিরাপদবোধ করার অধিকার রয়েছে ৷"

ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস জানিয়েছেন, কিশোর সন্দেহভাজনকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে । সন্দেহভাজন ওই স্কুলের ছাত্র বলে মনে করা হচ্ছে ৷ ফায়ার চিফ ক্রিস কার্বন জানিয়েছেন, সোমবার উইসকনসিনের ম্যাডিসন স্কুলে এই গুলির ঘটনায় অন্তত 7 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

শোন বার্নস জানান, বন্দুকধারী অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে আরও 6 জনকে আহত করেছে, যার মধ্যে দু'জন ছাত্রের আঘাত গুরুতর ছিল । একজন শিক্ষক এবং তিন জন ছাত্রের অপেক্ষাকৃত কম আহত হয়েছিল ৷ এদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাদের মধ্যে দু'জনকে সোমবার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে ।

বন্দুকধারী ছিল একজন 17 বছর বয়সি ছাত্রী । পুলিশ জানিয়েছে, অফিসাররা যখন স্কুলে পৌঁছয়, তখন বন্দুকধারী নিজেকে শেষ করে দিয়েছিল ৷ তবে শোন বার্নস বন্দুকধারী সম্পর্কে বিশদ বিবরণ দিতে অস্বীকার করেছেন ৷ তদন্তকারীদের কাছে বন্দুকধারীর সম্পর্কে আরও বিশদ তথ্য থাকতে পারে ৷ তা পরবর্তী সাংবাদিক সংম্মেলন করে জানানো হবে ৷ শুধু তাই নয়, তিনি বন্দুকধারীর পরিচয় সম্পর্কে সোশাল মিডিয়ায় অসমর্থিত প্রতিবেদন শেয়ার করার বিরুদ্ধে সবাইকে সতর্ক করেছেন ।

উইসকনসিনের অ্যাবন্ড্যান্ট লাইফ খ্রিস্টান স্কুলটিতে প্রায় 420 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে । স্কুলে মেটাল ডিটেক্টর নেই ৷ তবে ক্যামেরা-সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে । প্রায় এক মাইল দূরে একটি মেডিক্যাল ভবনে শিশু ও তাদের পরিবার জড়ো হয়েছিল ৷ বাবা-মায়েরা তাদের ছেলেদের নিয়ে যখন হাঁটছিলেন, তখন একটি মেয়ে পুলিশের গাড়ি পার্কিং লটের দিকে যাচ্ছিল ৷ তারপরই সে এই কাণ্ড ঘটায় ৷ তবে গুলি চালানোর উদ্দেশ্য এখনও জানা যায়নি ৷ বার্নস জানান,তাঁরা সন্দেহভাজন বন্দুকধারীর বাবা-মায়ের সঙ্গে কথা বলছেন ৷ তাঁরা সহযোগিতা করছেন । তবে গুলিবিদ্ধ ব্যক্তিদের লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল কি না, তা এখনও জানা সম্ভব হয়নি ।

সাংবাদিকদের তিনি বলেন, "সোমবার একটি ম্যাডিসনের একটি বাড়িতে সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল ৷ স্কুল থেকে কেউ সকাল 11টার কিছু আগে 911 নম্বরে ফোন করে একজন শুটারের কথা জানিয়েছিল । তখনই মাত্র 3 মাইল (5 কিলোমিটার) দূরে প্রশিক্ষণরত পুলিশকর্মীরা জরুরি অবস্থার স্কুলে ছুটে গিয়েছিল ৷

এর আগে 2023 সালের 25 অক্টোবর আমেরিকার ছোট্ট শহর লেউইস্টনে বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রায় 20 জন ৷ ওই বছরই ফেব্রুয়ারি মাসে মিসিসিপি প্রদেশের আরকাবুতলা এলাকায় বন্দুকবাজের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে 6 জন। এছাড়াও 2023 সালের 23 জানুয়ারি, মার্কিন মুলুকে তিনটি পৃথক শহরে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল 8 জনের ।

ম্যাডিসন, 17 ডিসেম্বর: মার্কিন মুলুকের স্কুলে ফের বন্দুকবাজের হামলা ৷ ফের চলল গুলি ৷ উইসকনসিনের একটি খ্রিস্টান স্কুলে সোমবার এক ছাত্র একটি হ্যান্ডগান দিয়ে গুলি চালায় ৷ ক্রিসমাসের ছুটির ঠিক আগে এই ঘটনায় একজন শিক্ষক এবং অন্য ছাত্রের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন 6 জন ৷ বন্দুকধারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ । এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

হোয়াইট হাউসের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে ঘটনাটিকে 'মর্মান্তিক এবং অকল্পনীয়' অভিহিত করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, "এই ধরনের ঘটনা কখনও গ্রহণযোগ্য নয় ৷ আমরা আমাদের শিশুদের এই বন্দুক সহিংসতার আঘাত থেকে রক্ষা করতে অক্ষম । আজ, ম্যাডিসন, উইসকনসিনের পরিবারগুলি, অ্যাবন্ডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে নিহত ও আহতদের হারিয়ে শোকাহত । এটা মর্মান্তিক এবং অসংবেদনশীল । আমাদের কংগ্রেসকে এখনই পদক্ষেপ করতে হবে ৷"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "নিউটাউন থেকে উভালদে, পার্কল্যান্ড থেকে ম্যাডিসন, এমন আরও অনেক গুলি চালানোর ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি ৷ এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় যে, আমরা আমাদের শিশুদের এই বন্দুক সহিংসতার হাত থেকে রক্ষা করতে পারছি না । আমরা এটিকে স্বাভাবিক হিসাবে মেনে নিতে পারি না । প্রতিটি শিশুটি তাদের শ্রেণিকক্ষে নিরাপদবোধ করার অধিকার রয়েছে ৷"

ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস জানিয়েছেন, কিশোর সন্দেহভাজনকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে । সন্দেহভাজন ওই স্কুলের ছাত্র বলে মনে করা হচ্ছে ৷ ফায়ার চিফ ক্রিস কার্বন জানিয়েছেন, সোমবার উইসকনসিনের ম্যাডিসন স্কুলে এই গুলির ঘটনায় অন্তত 7 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

শোন বার্নস জানান, বন্দুকধারী অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে আরও 6 জনকে আহত করেছে, যার মধ্যে দু'জন ছাত্রের আঘাত গুরুতর ছিল । একজন শিক্ষক এবং তিন জন ছাত্রের অপেক্ষাকৃত কম আহত হয়েছিল ৷ এদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাদের মধ্যে দু'জনকে সোমবার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে ।

বন্দুকধারী ছিল একজন 17 বছর বয়সি ছাত্রী । পুলিশ জানিয়েছে, অফিসাররা যখন স্কুলে পৌঁছয়, তখন বন্দুকধারী নিজেকে শেষ করে দিয়েছিল ৷ তবে শোন বার্নস বন্দুকধারী সম্পর্কে বিশদ বিবরণ দিতে অস্বীকার করেছেন ৷ তদন্তকারীদের কাছে বন্দুকধারীর সম্পর্কে আরও বিশদ তথ্য থাকতে পারে ৷ তা পরবর্তী সাংবাদিক সংম্মেলন করে জানানো হবে ৷ শুধু তাই নয়, তিনি বন্দুকধারীর পরিচয় সম্পর্কে সোশাল মিডিয়ায় অসমর্থিত প্রতিবেদন শেয়ার করার বিরুদ্ধে সবাইকে সতর্ক করেছেন ।

উইসকনসিনের অ্যাবন্ড্যান্ট লাইফ খ্রিস্টান স্কুলটিতে প্রায় 420 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে । স্কুলে মেটাল ডিটেক্টর নেই ৷ তবে ক্যামেরা-সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে । প্রায় এক মাইল দূরে একটি মেডিক্যাল ভবনে শিশু ও তাদের পরিবার জড়ো হয়েছিল ৷ বাবা-মায়েরা তাদের ছেলেদের নিয়ে যখন হাঁটছিলেন, তখন একটি মেয়ে পুলিশের গাড়ি পার্কিং লটের দিকে যাচ্ছিল ৷ তারপরই সে এই কাণ্ড ঘটায় ৷ তবে গুলি চালানোর উদ্দেশ্য এখনও জানা যায়নি ৷ বার্নস জানান,তাঁরা সন্দেহভাজন বন্দুকধারীর বাবা-মায়ের সঙ্গে কথা বলছেন ৷ তাঁরা সহযোগিতা করছেন । তবে গুলিবিদ্ধ ব্যক্তিদের লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল কি না, তা এখনও জানা সম্ভব হয়নি ।

সাংবাদিকদের তিনি বলেন, "সোমবার একটি ম্যাডিসনের একটি বাড়িতে সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল ৷ স্কুল থেকে কেউ সকাল 11টার কিছু আগে 911 নম্বরে ফোন করে একজন শুটারের কথা জানিয়েছিল । তখনই মাত্র 3 মাইল (5 কিলোমিটার) দূরে প্রশিক্ষণরত পুলিশকর্মীরা জরুরি অবস্থার স্কুলে ছুটে গিয়েছিল ৷

এর আগে 2023 সালের 25 অক্টোবর আমেরিকার ছোট্ট শহর লেউইস্টনে বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রায় 20 জন ৷ ওই বছরই ফেব্রুয়ারি মাসে মিসিসিপি প্রদেশের আরকাবুতলা এলাকায় বন্দুকবাজের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে 6 জন। এছাড়াও 2023 সালের 23 জানুয়ারি, মার্কিন মুলুকে তিনটি পৃথক শহরে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল 8 জনের ।

Last Updated : 1 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.