ETV Bharat / state

ভারতীয় ভূখণ্ডে আগুন বাংলাদেশিদের, দেখুন ভিডিয়ো - FIRE IN INDIAN TERRITORY

কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে আগুন। জঙ্গলে আগুন লাগার কারণে তা ছড়িয়ে পড়েছে সীমান্তজুড়ে।

FIRE IN INDIAN TERRITORY
ভারতীয় ভূখণ্ডে আগুন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

বালুরঘাট, 17 ডিসেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্তে রয়েছে দাউদপুর এলাকা ৷ ভারতীয় ভূখণ্ডের অর্থাৎ সীমান্ত থেকে যে কিছুটা জায়গা পড়ে থাকে সেখানে সোমবার সকালে আগুন লাগিয়ে দেন বাংলাদেশিরা ৷ এমনটাই অভিযোগ গ্রামবাসীদের ৷ যদিও পুলিশ প্রশাসনের তরফেও একথা জানানো হয়েছে ৷

ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে জঙ্গলঘেরা ওই এলাকায় দ্রুত আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এদিন ৷ পরিস্থিতি বেগতিক হওয়ার আগে বিএসএফ অতি দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না-এলে পরবর্তীতে দমকলে খবর দেওয়া হয় ৷ একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের 150 মিটার ছেড়ে রয়েছে কাঁটাতারের বেড়া। স্বাভাবিকভাবেই কাঁটাতারের ওপারেও রয়েছে ভারতীয় ভূখণ্ড। ওই অঞ্চলে স্থানীয়রা চাষাবাদ করেন ৷

কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে আগুন (ইটিভি ভারত)

কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডের ওই আগুন ওপার বাংলার মানুষরাই লাগিয়েছেন বলে জানান স্থানীয়রা ৷ যদিও আজ আগুন ছড়িয়ে পড়া রুখতে, তৎপর হতে দেখা গিয়েছে বিএসএফকে। ঘটনাস্থলে পৌঁছয় কুমারগঞ্জ থানার পুলিশ ও দমকলও ৷ দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ আগুন কীভাবে লাগানো হয়েছে তা সঠিক জানা না-গেলেও, গ্রামবাসীদের অভিযোগ, একাজ বাংলাদেশিদেরই ৷

FIRE IN INDIAN TERRITORY
জঙ্গলে আগুন লাগার কারণে তা ছড়িয়ে পড়েছে সীমান্তজুড়ে (নিজস্ব ছবি)

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে রয়েছে দাউদপুর সীমান্ত। বাংলাদেশিরা আগুন লাগানোর চেষ্টা করছে ভারতীয় ভূখণ্ডে। খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছয় ৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ এলাকায় নজর রাখা হয়েছে ৷ সেই সঙ্গে বিএসএফকে নজরদারি দেওয়ার কথা বলা হয়েছে।

বালুরঘাট, 17 ডিসেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্তে রয়েছে দাউদপুর এলাকা ৷ ভারতীয় ভূখণ্ডের অর্থাৎ সীমান্ত থেকে যে কিছুটা জায়গা পড়ে থাকে সেখানে সোমবার সকালে আগুন লাগিয়ে দেন বাংলাদেশিরা ৷ এমনটাই অভিযোগ গ্রামবাসীদের ৷ যদিও পুলিশ প্রশাসনের তরফেও একথা জানানো হয়েছে ৷

ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে জঙ্গলঘেরা ওই এলাকায় দ্রুত আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এদিন ৷ পরিস্থিতি বেগতিক হওয়ার আগে বিএসএফ অতি দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না-এলে পরবর্তীতে দমকলে খবর দেওয়া হয় ৷ একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের 150 মিটার ছেড়ে রয়েছে কাঁটাতারের বেড়া। স্বাভাবিকভাবেই কাঁটাতারের ওপারেও রয়েছে ভারতীয় ভূখণ্ড। ওই অঞ্চলে স্থানীয়রা চাষাবাদ করেন ৷

কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে আগুন (ইটিভি ভারত)

কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডের ওই আগুন ওপার বাংলার মানুষরাই লাগিয়েছেন বলে জানান স্থানীয়রা ৷ যদিও আজ আগুন ছড়িয়ে পড়া রুখতে, তৎপর হতে দেখা গিয়েছে বিএসএফকে। ঘটনাস্থলে পৌঁছয় কুমারগঞ্জ থানার পুলিশ ও দমকলও ৷ দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ আগুন কীভাবে লাগানো হয়েছে তা সঠিক জানা না-গেলেও, গ্রামবাসীদের অভিযোগ, একাজ বাংলাদেশিদেরই ৷

FIRE IN INDIAN TERRITORY
জঙ্গলে আগুন লাগার কারণে তা ছড়িয়ে পড়েছে সীমান্তজুড়ে (নিজস্ব ছবি)

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে রয়েছে দাউদপুর সীমান্ত। বাংলাদেশিরা আগুন লাগানোর চেষ্টা করছে ভারতীয় ভূখণ্ডে। খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছয় ৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ এলাকায় নজর রাখা হয়েছে ৷ সেই সঙ্গে বিএসএফকে নজরদারি দেওয়ার কথা বলা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.