ETV Bharat / state

বাড়ির সামনে দলীয় পতাকা কেন ? BJP-র মহিলাকর্মীর শ্লীলতাহানির অভিযোগ - tmc

ভোটের প্রচারের জন্য দলীয় পতাকা লাগানো নিয়ে বচসার জেরে BJP-র মহিলাকর্মীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার।

অর্জুন সিং
author img

By

Published : Mar 25, 2019, 2:47 AM IST

জগদ্দল, ২৫ মার্চ : ভোটের প্রচারের জন্য দলীয় পতাকা লাগানো নিয়ে বচসার জেরে BJP-র মহিলাকর্মীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার।

শুনুন অর্জুন সিং-এর বক্তব্য

গতকাল রাত ১০টা নাগাদ ভাটপাড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে BJP-র কর্মী, সমর্থকরা ভোটের প্রচারের জন্য দলীয় পতাকা লাগাচ্ছিল। ওই ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গুহ। অভিযোগ কাউন্সিলর তথা তৃণমূল নেতা মনোজবাবু তাঁর বাড়ির সামনে BJP-র কর্মী, সমর্থকদের দলীয় পতাকা লাগাতে নিষেধ করেন। বিষয়টি নিয়ে দুইপক্ষের মধ্যে বচসা হয়। BJP-র অভিযোগ, বচসার সময় মনোজবাবু ও ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় BJP-র মহিলা কর্মী সাথি পাইনকে মারধর করেন ও তাঁর শ্লীলতাহানি করেন।

এরপর মনোজবাবু ও সত্যেনবাবুর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে BJP কর্মীরা জগদ্দল থানা ঘেরাও করে। থানা ঘেরাওয়ে নেতৃত্ব দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং। প্রায় দেড় ঘণ্টা থানা ঘেরাও চলে। এরপর পুলিশ মনোজবাবু ও সত্যেনবাবুর বিরুদ্ধে FIR নিলে থানা ঘেরাও উঠে যায়।

অর্জুনবাবু জানিয়েছেন, পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, তবে সোমবার থেকে BJP অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেবে। এছাড়া দলের তরফে বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে।

মনোজবাবু বলেন, "অর্জুন সিং ভিত্তিহীন অভিযোগ করছে। BJP-র লোকজন আমাদের বাড়ির চালের উপর উঠে দলীয় পতাকা লাগাচ্ছিল। আমার ভাই মৃত্যুঞ্জয় পতাকা লাগাতে নিষেধ করলে BJP-র ছেলেরা তাকে লাঠি দিয়ে বেধড়ক মারে। সে এখন হাসপাতালে ভর্তি। অর্জুন সিং ভোটে হেরে যাবে জেনে এসব করছে।"

জগদ্দল, ২৫ মার্চ : ভোটের প্রচারের জন্য দলীয় পতাকা লাগানো নিয়ে বচসার জেরে BJP-র মহিলাকর্মীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার।

শুনুন অর্জুন সিং-এর বক্তব্য

গতকাল রাত ১০টা নাগাদ ভাটপাড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে BJP-র কর্মী, সমর্থকরা ভোটের প্রচারের জন্য দলীয় পতাকা লাগাচ্ছিল। ওই ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গুহ। অভিযোগ কাউন্সিলর তথা তৃণমূল নেতা মনোজবাবু তাঁর বাড়ির সামনে BJP-র কর্মী, সমর্থকদের দলীয় পতাকা লাগাতে নিষেধ করেন। বিষয়টি নিয়ে দুইপক্ষের মধ্যে বচসা হয়। BJP-র অভিযোগ, বচসার সময় মনোজবাবু ও ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় BJP-র মহিলা কর্মী সাথি পাইনকে মারধর করেন ও তাঁর শ্লীলতাহানি করেন।

এরপর মনোজবাবু ও সত্যেনবাবুর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে BJP কর্মীরা জগদ্দল থানা ঘেরাও করে। থানা ঘেরাওয়ে নেতৃত্ব দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং। প্রায় দেড় ঘণ্টা থানা ঘেরাও চলে। এরপর পুলিশ মনোজবাবু ও সত্যেনবাবুর বিরুদ্ধে FIR নিলে থানা ঘেরাও উঠে যায়।

অর্জুনবাবু জানিয়েছেন, পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, তবে সোমবার থেকে BJP অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেবে। এছাড়া দলের তরফে বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে।

মনোজবাবু বলেন, "অর্জুন সিং ভিত্তিহীন অভিযোগ করছে। BJP-র লোকজন আমাদের বাড়ির চালের উপর উঠে দলীয় পতাকা লাগাচ্ছিল। আমার ভাই মৃত্যুঞ্জয় পতাকা লাগাতে নিষেধ করলে BJP-র ছেলেরা তাকে লাঠি দিয়ে বেধড়ক মারে। সে এখন হাসপাতালে ভর্তি। অর্জুন সিং ভোটে হেরে যাবে জেনে এসব করছে।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.