ETV Bharat / state

দ্বিতীয় বিয়ে স্বামীর, বাংলাদেশ থেকে এসে পুলিশে দিল যুবতি - স্বামীর দ্বিতীয় বিয়ে গাইঘাটা

স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন । সেই খবর পেয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে স্বামীর বাড়িতে তালা ঝুলিয়ে দিলেন স্ত্রী । চড়-থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দিলেন । ঘটনাটি উত্তর 24 পরগনার গাইঘাটা গ্রামের । ধৃতের নাম হরিচাঁদ মণ্ডল ৷

তহমিনা ও হরিচাঁদ
author img

By

Published : Nov 7, 2019, 9:54 AM IST

Updated : Nov 7, 2019, 10:31 AM IST

গাইঘাটা , 7 নভেম্বর : স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন । সেই খবর পেয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে স্বামীর বাড়িতে তালা ঝুলিয়ে দিলেন তহমিনা নামে এক যুবতি । চড়-থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দিলেন । ঘটনাটি উত্তর 24 পরগনার গাইঘাটা গ্রামের । ধৃতের নাম হরিচাঁদ মণ্ডল ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , হরিচাঁদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় । গাইঘাটার মোড়লডাঙাতেও তাঁর বাড়ি রয়েছে । হরিচাঁদের দুই দেশের নাগরিকত্ব রয়েছে বলেও অভিযোগ উঠেছে ।

হরিচাঁদ ও তহমিনা দু'জনেরই বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায় । তহমিনা বাংলাদেশের একটা স্কুলের শিক্ষিকা । বছর খানেক আগে তাঁদের বিয়ে হয় গাইঘাটায় । এ প্রসঙ্গে তহমিনা বলেন , "সাতক্ষীরায় আমরা একসঙ্গে পড়াশোনা করতাম । গতবছর হরিচাঁদ আমাকে এখানে নিয়ে এসে বিয়ে করেছিল । সামাজিকভাবেই আমাদের বিয়ে হয়েছিল । বিয়ের পর স্কুলের কাজের জন্য আমাকে বাংলাদেশে চলে যেতে হয়েছিল ।"


তহমিনার অভিযোগ, হরিচাঁদ অন্য একটা মেয়েকে বিয়ে করেছে । সেকথা জানার পর বুধবার সকালে গাইঘাটার বাড়িতে চলে আসেন তহমিনা । হরিচাঁদের বাড়িতে এসেই তহমিনা তালা লাগিয়ে দেন । গ্রামের মানুষ ভিড় করেন । খবর পেয়ে পুলিশ আসে । হরিচাঁদকে থানায় নিয়ে যাওয়ার সময় তহমিনা কয়েক ঘা চড়-থাপ্পড় বসিয়ে দেন । পরে তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ হরিচাঁদকে গ্রেপ্তার করেছে ।

গাইঘাটা , 7 নভেম্বর : স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন । সেই খবর পেয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে স্বামীর বাড়িতে তালা ঝুলিয়ে দিলেন তহমিনা নামে এক যুবতি । চড়-থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দিলেন । ঘটনাটি উত্তর 24 পরগনার গাইঘাটা গ্রামের । ধৃতের নাম হরিচাঁদ মণ্ডল ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , হরিচাঁদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় । গাইঘাটার মোড়লডাঙাতেও তাঁর বাড়ি রয়েছে । হরিচাঁদের দুই দেশের নাগরিকত্ব রয়েছে বলেও অভিযোগ উঠেছে ।

হরিচাঁদ ও তহমিনা দু'জনেরই বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায় । তহমিনা বাংলাদেশের একটা স্কুলের শিক্ষিকা । বছর খানেক আগে তাঁদের বিয়ে হয় গাইঘাটায় । এ প্রসঙ্গে তহমিনা বলেন , "সাতক্ষীরায় আমরা একসঙ্গে পড়াশোনা করতাম । গতবছর হরিচাঁদ আমাকে এখানে নিয়ে এসে বিয়ে করেছিল । সামাজিকভাবেই আমাদের বিয়ে হয়েছিল । বিয়ের পর স্কুলের কাজের জন্য আমাকে বাংলাদেশে চলে যেতে হয়েছিল ।"


তহমিনার অভিযোগ, হরিচাঁদ অন্য একটা মেয়েকে বিয়ে করেছে । সেকথা জানার পর বুধবার সকালে গাইঘাটার বাড়িতে চলে আসেন তহমিনা । হরিচাঁদের বাড়িতে এসেই তহমিনা তালা লাগিয়ে দেন । গ্রামের মানুষ ভিড় করেন । খবর পেয়ে পুলিশ আসে । হরিচাঁদকে থানায় নিয়ে যাওয়ার সময় তহমিনা কয়েক ঘা চড়-থাপ্পড় বসিয়ে দেন । পরে তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ হরিচাঁদকে গ্রেপ্তার করেছে ।

Intro:স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে কাঁটাতার পেরিয়ে ভারতে, শিক্ষিকা স্ত্রীর হাতে মার খেয়ে শ্রীঘরে কীর্তিমান

গাইঘাটাঃ স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। সেই খবর পেয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে স্বামীর বাড়িতে তালা ঝুলিয়ে দিলেন স্ত্রী। চড়-থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দিলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগমার গাইঘাটা থামার গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম হরিচাদ মণ্ডল। বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। গাইঘাটার মোড়লডাঙাতেও তার বাড়ি রয়েছে। হরিচাঁদের দুই দেশের নাগরিকত্ব রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তহমিনা খাতুন নামে কলেজের সহপাঠীকে ভারতে এসে বিয়ে করে। হরিচাঁদেরও বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। তহমিনা বাংলাদেশের একটা স্কুলের শিক্ষিকা। হরিচাঁদ বছর খানিক আগে তহমিনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসে গাইঘাটায় বিয়ে করেছিল হরিচাদ।তহমিনা বলেন, সাতক্ষীরায় তাঁরা একসঙ্গে পড়াশোনা করতাম। গতবছর হরিচাঁদ আমাকে এখানে নিয়ে এসে বিয়ে করেছিল। সামাজিকভাবেই আমাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর স্কুলের কাজের জন্য আমাকে বাংলাদেশে চলে যেতে হয়েছিল।'

তহমিনার অভিযোগ, হরিচাঁদ অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। সেকথা জানার পর বুধবার সকালে গাইঘাটার বাড়িতে চলে আসেন তহমিনা। হরিচাঁদের বাড়িতে এসেই তহমিনা তালা লাগিয়ে দেন। গ্রামের মানুষ ভিড় করেন। খবর পেয়ে পুলিশ আসে। হরিচাঁদকে থানায় নেওয়ার সময় তহমিনা কয়েক ঘা চড়-থাপ্পড় বসিয়ে দেন। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ হরিচাঁদকে গ্রেপ্তার করেছে। Body:স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে কাঁটাতার পেরিয়ে ভারতে, শিক্ষিকা স্ত্রীর হাতে মার খেয়ে শ্রীঘরে কীর্তিমান

গাইঘাটাঃ স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। সেই খবর পেয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে স্বামীর বাড়িতে তালা ঝুলিয়ে দিলেন স্ত্রী। চড়-থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দিলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগমার গাইঘাটা থামার গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম হরিচাদ মণ্ডল। বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। গাইঘাটার মোড়লডাঙাতেও তার বাড়ি রয়েছে। হরিচাঁদের দুই দেশের নাগরিকত্ব রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তহমিনা খাতুন নামে কলেজের সহপাঠীকে ভারতে এসে বিয়ে করে। হরিচাঁদেরও বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। তহমিনা বাংলাদেশের একটা স্কুলের শিক্ষিকা। হরিচাঁদ বছর খানিক আগে তহমিনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসে গাইঘাটায় বিয়ে করেছিল হরিচাদ।তহমিনা বলেন, সাতক্ষীরায় তাঁরা একসঙ্গে পড়াশোনা করতাম। গতবছর হরিচাঁদ আমাকে এখানে নিয়ে এসে বিয়ে করেছিল। সামাজিকভাবেই আমাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর স্কুলের কাজের জন্য আমাকে বাংলাদেশে চলে যেতে হয়েছিল।'

তহমিনার অভিযোগ, হরিচাঁদ অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। সেকথা জানার পর বুধবার সকালে গাইঘাটার বাড়িতে চলে আসেন তহমিনা। হরিচাঁদের বাড়িতে এসেই তহমিনা তালা লাগিয়ে দেন। গ্রামের মানুষ ভিড় করেন। খবর পেয়ে পুলিশ আসে। হরিচাঁদকে থানায় নেওয়ার সময় তহমিনা কয়েক ঘা চড়-থাপ্পড় বসিয়ে দেন। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ হরিচাঁদকে গ্রেপ্তার করেছে। Conclusion:স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে কাঁটাতার পেরিয়ে ভারতে, শিক্ষিকা স্ত্রীর হাতে মার খেয়ে শ্রীঘরে কীর্তিমান

গাইঘাটাঃ স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। সেই খবর পেয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে স্বামীর বাড়িতে তালা ঝুলিয়ে দিলেন স্ত্রী। চড়-থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দিলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগমার গাইঘাটা থামার গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম হরিচাদ মণ্ডল। বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। গাইঘাটার মোড়লডাঙাতেও তার বাড়ি রয়েছে। হরিচাঁদের দুই দেশের নাগরিকত্ব রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তহমিনা খাতুন নামে কলেজের সহপাঠীকে ভারতে এসে বিয়ে করে। হরিচাঁদেরও বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। তহমিনা বাংলাদেশের একটা স্কুলের শিক্ষিকা। হরিচাঁদ বছর খানিক আগে তহমিনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসে গাইঘাটায় বিয়ে করেছিল হরিচাদ।তহমিনা বলেন, সাতক্ষীরায় তাঁরা একসঙ্গে পড়াশোনা করতাম। গতবছর হরিচাঁদ আমাকে এখানে নিয়ে এসে বিয়ে করেছিল। সামাজিকভাবেই আমাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর স্কুলের কাজের জন্য আমাকে বাংলাদেশে চলে যেতে হয়েছিল।'

তহমিনার অভিযোগ, হরিচাঁদ অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। সেকথা জানার পর বুধবার সকালে গাইঘাটার বাড়িতে চলে আসেন তহমিনা। হরিচাঁদের বাড়িতে এসেই তহমিনা তালা লাগিয়ে দেন। গ্রামের মানুষ ভিড় করেন। খবর পেয়ে পুলিশ আসে। হরিচাঁদকে থানায় নেওয়ার সময় তহমিনা কয়েক ঘা চড়-থাপ্পড় বসিয়ে দেন। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ হরিচাঁদকে গ্রেপ্তার করেছে।
Last Updated : Nov 7, 2019, 10:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.