উত্তর 24 পরগনা, 25 ফেব্রুয়ারি : আজ বিকেলে ঠাকুরনগরে জনসভা করবেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই সভা থেকে অভিষেক বন্দ্য়োপাধ্যায় কী বার্তা দেন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের ৷
এর আগে ঠাকুরনগরে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ তেমন তৃণমূলের হয়ে জনসভা করেননি ৷ ফলে, আজকের সভায় মতুয়াদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই দিকেই নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷ কারণ মতুয়া সমাজে নাগরিকত্বের বিষয়টি বড় ইশু ৷ এদিকে সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়ে, মতুয়াদের বিশ্বাস অনেকটাই জিতে নিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার ৷ আর তার ফলেই লোকসভায় বনগাঁ কেন্দ্র থেকে বিজেপি জিতেছিল ৷ তবে, তারপর একাধিকবার মতুয়াদের বিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেই কাজে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তবে, তিনি মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কী বার্তা দেন সেটাই দেখার ৷
আরও পড়ুন : অমিত-সফরের আগে নাগরিকত্ব-তরজায় সরগরম ঠাকুরনগর
অভিষেকের সভাকে ঘিরে জমজমাট আয়োজন করেছে বনগাঁর তৃণমূল নেতৃত্ব ৷ সভাস্থলে তৃণমূলের পতাকা ছাড়াও এদিন মতুয়াদের পতাকায় ছেয়ে গিয়েছে ৷