ETV Bharat / state

তৃণমূলের জঙ্গলরাজ থেকে বাঁচতেই BJP-কে ভোট, দাবি সুশান্তর

তৃণমূলকে রাজ্য থেকে হটাতে BJP-কে ভোট দিয়েছে মানুষ । মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে CPI(M) নেতা সুশান্ত ঘোষ বলেন, "আজ তৃণমূলের মুখ্যমন্ত্রীকে নিজের বিরুদ্ধে নিজেকে ধরনায় বসতে হচ্ছে ।"

সুশান্ত ঘোষ
author img

By

Published : May 30, 2019, 7:20 PM IST

Updated : May 30, 2019, 7:25 PM IST

বারাসত, 30 মে : "মানুষের মনে হয়েছে তৃণমূলের এই জঙ্গলের রাজত্ব, তৃণমূলের এই অত্যাচার থেকে বাঁচার জন্য আগে তৃণমূলকে বিদায় করা দরকার । তাই দিল্লির শাসক দল, যে দল পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের ভরসা করে মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে সরানোর জন্য । অমুকের ভোটার, তমুকের ভোটার বলে কিছু হয় না । মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে ঠিক করে কোনটা করতে হবে । তাই তারা মনে করেছে যে তৃণমূলের এই অত্যাচার, অপশাসন, জঙ্গলরাজের আগে অবসান হোক । তারপর বাকিটা বুঝে নেওয়া যাবে ।" আজ বারাসতে বিশেষ আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে একথা বললেন CPI(M) নেতা সুশান্ত ঘোষ ।

ভোটের আগেই কি তাহলে নিচু জেলার নেতৃত্বের কাছে এই বার্তা গেছিল ? সুশান্ত বললেন, "নাস তাদের কাছে এরকম কোনও বার্তা দেওয়া হয়নি । আমি কোনও তাত্ত্বিক নেতা নই । ভোটের ফলাফল দেখে যেটা মনে হয়েছে সেটা হল এটাই । একজন সাধারণ কর্মী হিসেবে আমি বলব, আমাদের বক্তব্য মানুষ গ্রহণ করল না । BJP-র কাছ থেকে দেশকে মুক্ত করার জন্য BJP হটাও, আর রাজ্য থেকে জঙ্গলরাজের অবসানের জন্য তৃণমূলকে হটাও - এই দু'টো স্লোগানের মধ্যে একটা স্লোগান মানুষ নিল । আর একটা নিল না । তারা ভরসা করল যে তৃণমূলকে হটাতে পারবে BJP । তাই তারা BJP-র কাছে চলে গেছে । কিন্তু আজ 7 শতাংশ আছে, কাল 27 শতাংশ হতে কোনও অসুবিধা নেই ।"

ভিডিয়োয় শুনুন সুশান্ত ঘোষের বক্তব্য

সুশান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "আজ তৃণমূলের মুখ্যমন্ত্রীকে নিজের বিরুদ্ধে নিজেকে ধরনায় বসতে হচ্ছে । তাঁর সবচেয়ে যিনি ভালো অফিসার তিনি না কি ভারতবর্ষের সেরা অফিসার । সেই অফিসার (রাজীব কুমার) এখন CBI-র ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন । তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না । আমরা বাংলার মানুষ এই লজ্জা রাখব কোথায় ?"

বারাসত, 30 মে : "মানুষের মনে হয়েছে তৃণমূলের এই জঙ্গলের রাজত্ব, তৃণমূলের এই অত্যাচার থেকে বাঁচার জন্য আগে তৃণমূলকে বিদায় করা দরকার । তাই দিল্লির শাসক দল, যে দল পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের ভরসা করে মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে সরানোর জন্য । অমুকের ভোটার, তমুকের ভোটার বলে কিছু হয় না । মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে ঠিক করে কোনটা করতে হবে । তাই তারা মনে করেছে যে তৃণমূলের এই অত্যাচার, অপশাসন, জঙ্গলরাজের আগে অবসান হোক । তারপর বাকিটা বুঝে নেওয়া যাবে ।" আজ বারাসতে বিশেষ আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে একথা বললেন CPI(M) নেতা সুশান্ত ঘোষ ।

ভোটের আগেই কি তাহলে নিচু জেলার নেতৃত্বের কাছে এই বার্তা গেছিল ? সুশান্ত বললেন, "নাস তাদের কাছে এরকম কোনও বার্তা দেওয়া হয়নি । আমি কোনও তাত্ত্বিক নেতা নই । ভোটের ফলাফল দেখে যেটা মনে হয়েছে সেটা হল এটাই । একজন সাধারণ কর্মী হিসেবে আমি বলব, আমাদের বক্তব্য মানুষ গ্রহণ করল না । BJP-র কাছ থেকে দেশকে মুক্ত করার জন্য BJP হটাও, আর রাজ্য থেকে জঙ্গলরাজের অবসানের জন্য তৃণমূলকে হটাও - এই দু'টো স্লোগানের মধ্যে একটা স্লোগান মানুষ নিল । আর একটা নিল না । তারা ভরসা করল যে তৃণমূলকে হটাতে পারবে BJP । তাই তারা BJP-র কাছে চলে গেছে । কিন্তু আজ 7 শতাংশ আছে, কাল 27 শতাংশ হতে কোনও অসুবিধা নেই ।"

ভিডিয়োয় শুনুন সুশান্ত ঘোষের বক্তব্য

সুশান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "আজ তৃণমূলের মুখ্যমন্ত্রীকে নিজের বিরুদ্ধে নিজেকে ধরনায় বসতে হচ্ছে । তাঁর সবচেয়ে যিনি ভালো অফিসার তিনি না কি ভারতবর্ষের সেরা অফিসার । সেই অফিসার (রাজীব কুমার) এখন CBI-র ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন । তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না । আমরা বাংলার মানুষ এই লজ্জা রাখব কোথায় ?"

sample description
Last Updated : May 30, 2019, 7:25 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.