ETV Bharat / state

ডিভোর্সের জের ! প্রাক্তন স্ত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ - MALDA BOMBING CASE

আগেও বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ৷ পুলিশে জানালেও, পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ মহিলার ৷

MALDA BOMBING CASE
প্রাক্তন স্ত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 8:09 PM IST

মালদা, 30 ডিসেম্বর: স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে বিবাহবিচ্ছেদ করেছিলেন মহিলা ৷ তা মেনে নিতে না-পেরে স্বামী গভীর রাতে প্রাক্তন স্ত্রীর বাড়িতে বোমাবাজি করেছেন বলে অভিযোগ ৷ রবিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ঝিকোডাঙা এলাকায় ৷ যদিও, ওই ব্যক্তি সমস্ত ঘটনা ভিত্তিহীন বলে দাবি করেছেন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 14 বছর আগে ঝিকোডাঙা এলাকার বাসিন্দা হালিমা পারভিনের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রামের মহম্মদ রহিমের ৷ অভিযোগ, বিয়ের পর থেকেই হালিমার উপর অত্যাচার চালাতেন রহিম ৷ অত্যাচারে অতিষ্ট হয়ে 2023 সালে বিবাহবিচ্ছেদ করেন হালিমা ৷ অভিযোগ, সেই আক্রোশেই রবিবার রাত 1টা নাগাদ দুই সঙ্গীকে নিয়ে এসে প্রাক্তন স্ত্রীর বাড়িতে বোমাবাজি করেন ৷

প্রাক্তন স্ত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ (ইটিভি ভারত)

এর আগেও তাঁর বাড়িতে আগুন ধরানোর চেষ্টা করেছিলেন রহিম, এমনই অভিযোগ করেছেন হালিমা ৷ সেবার কেরোসিন ঢেলে বাড়িঘর রহিম পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি ৷ হালিমার অভিযোগ, সেই সময় পুলিশকে জানিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু, রহিমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশের তরফে ৷

হালিমা পারভিন বলেন, "আমরা বাড়িতে বাবা-মা ও ভাই ঘুমোচ্ছিলাম ৷ প্রথম বোমা ফাটার পর সকলের ঘুম ভেঙে যায় ৷ জানালা দিয়ে দেখি দু-তিন জন রয়েছে ৷ তাঁদের মধ্যে একজনকে আমি চিনতে পারি ৷ আমার প্রাক্তন স্বামী রহিম ৷ 2010 সালে আমার সঙ্গে ওঁর বিয়ে হয়েছিল ৷ বিয়ের পর থেকে আমার ওপর অত্যাচার চালাত ৷ 2023 সালে ডিভোর্স হয়ে যায় ৷ এখন আমার সঙ্গে ওঁর কোনও সম্পর্ক নেই ৷ এখন ও বোমা ফাটিয়ে আমাদের সকলকে প্রাণে মারতে চাইছে ৷ এর আগেও বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল ৷ আমরা পুলিশেও জানিয়েছিলাম ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ আমরা আবার থানায় অভিযোগ জানাব ৷"

হালিমার ভাই গোলাম মুর্তজা বলেন, "রাত দেড়টা নাগাদ আমার প্রাক্তন জামাইবাবু দু’জনকে সঙ্গে নিয়ে এসে বোমা ছোড়ে ৷ আমার দিদির জামাইবাবুর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ কিন্তু, জামাইবাবু ওঁকে ছাড়তে চায়নি ৷ সেই রাগ থেকেই এই ঘটনা ঘটিয়েছে ৷ এর আগে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল ৷"

যদিও, রহিম সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ মহম্মদ রহিম বলেন, "পুরোপুরি মিথ্যে অভিযোগ ৷ আমার সঙ্গে বিয়ে হয়েছিল ৷ কিন্তু, পরে আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে ৷ আমি ছেলে-মেয়েকে নিয়ে একা থাকি এই কুঁড়ে ঘরে ৷ গত দু’বছর ধরে ওঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই আমাদের ৷ এখন ওঁরা মিথ্যে অভিযোগ করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন ৷"

মালদা, 30 ডিসেম্বর: স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে বিবাহবিচ্ছেদ করেছিলেন মহিলা ৷ তা মেনে নিতে না-পেরে স্বামী গভীর রাতে প্রাক্তন স্ত্রীর বাড়িতে বোমাবাজি করেছেন বলে অভিযোগ ৷ রবিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ঝিকোডাঙা এলাকায় ৷ যদিও, ওই ব্যক্তি সমস্ত ঘটনা ভিত্তিহীন বলে দাবি করেছেন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 14 বছর আগে ঝিকোডাঙা এলাকার বাসিন্দা হালিমা পারভিনের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রামের মহম্মদ রহিমের ৷ অভিযোগ, বিয়ের পর থেকেই হালিমার উপর অত্যাচার চালাতেন রহিম ৷ অত্যাচারে অতিষ্ট হয়ে 2023 সালে বিবাহবিচ্ছেদ করেন হালিমা ৷ অভিযোগ, সেই আক্রোশেই রবিবার রাত 1টা নাগাদ দুই সঙ্গীকে নিয়ে এসে প্রাক্তন স্ত্রীর বাড়িতে বোমাবাজি করেন ৷

প্রাক্তন স্ত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ (ইটিভি ভারত)

এর আগেও তাঁর বাড়িতে আগুন ধরানোর চেষ্টা করেছিলেন রহিম, এমনই অভিযোগ করেছেন হালিমা ৷ সেবার কেরোসিন ঢেলে বাড়িঘর রহিম পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি ৷ হালিমার অভিযোগ, সেই সময় পুলিশকে জানিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু, রহিমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশের তরফে ৷

হালিমা পারভিন বলেন, "আমরা বাড়িতে বাবা-মা ও ভাই ঘুমোচ্ছিলাম ৷ প্রথম বোমা ফাটার পর সকলের ঘুম ভেঙে যায় ৷ জানালা দিয়ে দেখি দু-তিন জন রয়েছে ৷ তাঁদের মধ্যে একজনকে আমি চিনতে পারি ৷ আমার প্রাক্তন স্বামী রহিম ৷ 2010 সালে আমার সঙ্গে ওঁর বিয়ে হয়েছিল ৷ বিয়ের পর থেকে আমার ওপর অত্যাচার চালাত ৷ 2023 সালে ডিভোর্স হয়ে যায় ৷ এখন আমার সঙ্গে ওঁর কোনও সম্পর্ক নেই ৷ এখন ও বোমা ফাটিয়ে আমাদের সকলকে প্রাণে মারতে চাইছে ৷ এর আগেও বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল ৷ আমরা পুলিশেও জানিয়েছিলাম ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ আমরা আবার থানায় অভিযোগ জানাব ৷"

হালিমার ভাই গোলাম মুর্তজা বলেন, "রাত দেড়টা নাগাদ আমার প্রাক্তন জামাইবাবু দু’জনকে সঙ্গে নিয়ে এসে বোমা ছোড়ে ৷ আমার দিদির জামাইবাবুর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ কিন্তু, জামাইবাবু ওঁকে ছাড়তে চায়নি ৷ সেই রাগ থেকেই এই ঘটনা ঘটিয়েছে ৷ এর আগে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল ৷"

যদিও, রহিম সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ মহম্মদ রহিম বলেন, "পুরোপুরি মিথ্যে অভিযোগ ৷ আমার সঙ্গে বিয়ে হয়েছিল ৷ কিন্তু, পরে আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে ৷ আমি ছেলে-মেয়েকে নিয়ে একা থাকি এই কুঁড়ে ঘরে ৷ গত দু’বছর ধরে ওঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই আমাদের ৷ এখন ওঁরা মিথ্যে অভিযোগ করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.