ETV Bharat / state

আইআইটি খড়গপুরের 70তম সমাবর্তন, প্রধান অতিথি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য - IIT KHARAGPUR CONVOCATION

480 জন রিসার্চ স্কলারকে এবছর শংসাপত্র দিল আইআইটি খড়গপুর ৷ সাড়ে তিন হাজারেরও বেশি পড়ুয়াকে শংসাপত্র দিল দেশের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ ৷

IIT KHARAGPUR CONVOCATION
আইআইটি খড়গপুরের 70 তম সমাবর্তন ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 8:11 PM IST

খড়গপুর, 30 ডিসেম্বর: সোমবার আইআইটি খড়গপুরে অনুষ্ঠিত হল 70তম সমাবর্তন অনুষ্ঠান ৷ ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের মোট 3 হাজার 456 জন শিক্ষার্থীকে শংসাপত্র দেওয়া হল ৷ আইআইটি খড়গপুরের এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর প্রদীপ কুমার খোসলা ৷ 480 জন রিসার্চ স্কলারের হাতে শংসাপত্র তুলে দিলেন তিনি ৷

আইআইটি খড়গপুরের সমাবর্তনে অতিথি তালিকায় ছিলেন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ, ইউজিসির ভাইস চেয়ারম্যান ভূষণ পট্টবর্ধন ৷ এ দিন মোট 13 জন প্রাক্তনীকে বিজ্ঞান গবেষণা, ইঞ্জিনিয়ারিং-সহ নানা ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ সম্মান প্রদান করা হয় ৷ সেই সঙ্গে বিজ্ঞান, অ্যাকডেমিক, শিক্ষা, গবেষণা এবং সমাজে অসামান্য অবদানের জন্য 7 জন প্রাক্তনীকে 'লাইফ ফেলো' সম্মানে সম্মানিত করেছে আইআইটি খড়গপুর ৷

IIT KHARAGPUR CONVOCATION
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর প্রদীপ কুমার খোসলার হাতে সম্মান প্রদান ৷ (ইটিভি ভারত)

এ বছর একটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হয়েছে ৷ এ বছর মোট 480 জন স্কলার পিএইচডি ডিগ্রি লাভ করলেন ৷ তাঁদের হাতে শংসাপত্র তুলে দেন স্যান ডিয়াগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রদীপ কুমার খোসলা ৷ শংসাপত্র প্রাপকদের মধ্যে 448 জন পিএইচডি, 22 জন জয়েন্ট এম.টেক/এমসিপি-পিএইডি এবং 10 জন জয়েন্ট এম.এসসি পিএইচডি ৷

এছাড়াও, 27 জন এমএস, তিনজন ডুয়াল ডক্টরাল ডিগ্রি প্রোগ্রাম, একজন গবেষণায় শ্রেষ্ঠত্বের জন্য শংসাপত্র পেয়েছেন ৷ 822 জন এমটেক, 44 জন এমসিপি, 123 জন এমবিএ, 20 জন ইএমবিএ, 2 জন এমএইচআরএম, 34 জন এলএলএম, 36 জন এলএলবি, 661 জন ডুয়াল ডিগ্রি, 700 জন বিটেক (অনার্স), 39 জন বিআর্ক (অনার্স) বা আর্কিটেকচারে স্নাতক-সহ অন্যান্য ক্ষেত্রে উত্তীর্ণদের শংসাপত্র দেওয়া হয় ৷

IIT KHARAGPUR CONVOCATION
আইআইটি খড়গপুরের 70 তম সমাবর্তনে প্রধান অতিথি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর প্রদীপ কুমার খোসলা ৷ (ইটিভি ভারত)

সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ডক্টর প্রদীপ কুমার খোসলা আইআইটি খড়গপুরের ভূয়সী প্রশংসা করেন ৷ সেই সঙ্গে প্রাক্তনীদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের প্রশংসাও শোনা গেল তাঁর মুখে ৷ আর যাঁরা এবছর আইআইটি-তে উত্তীর্ণ হলেন, তাঁদের জন্য ভারতীয় বংশোদ্ভূত ডক্টর প্রদীপ কুমার খোসলার বার্তা, দেশের হয়ে কাজ করতে হবে ৷ তাঁদের কাজ দেশের নাম উজ্জ্বল করবে এবং প্রাক্তনীদের সাফল্য থেকে উদ্বুদ্ধ হতে পরামর্শ দিলেন তিনি ৷

খড়গপুর, 30 ডিসেম্বর: সোমবার আইআইটি খড়গপুরে অনুষ্ঠিত হল 70তম সমাবর্তন অনুষ্ঠান ৷ ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের মোট 3 হাজার 456 জন শিক্ষার্থীকে শংসাপত্র দেওয়া হল ৷ আইআইটি খড়গপুরের এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর প্রদীপ কুমার খোসলা ৷ 480 জন রিসার্চ স্কলারের হাতে শংসাপত্র তুলে দিলেন তিনি ৷

আইআইটি খড়গপুরের সমাবর্তনে অতিথি তালিকায় ছিলেন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ, ইউজিসির ভাইস চেয়ারম্যান ভূষণ পট্টবর্ধন ৷ এ দিন মোট 13 জন প্রাক্তনীকে বিজ্ঞান গবেষণা, ইঞ্জিনিয়ারিং-সহ নানা ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ সম্মান প্রদান করা হয় ৷ সেই সঙ্গে বিজ্ঞান, অ্যাকডেমিক, শিক্ষা, গবেষণা এবং সমাজে অসামান্য অবদানের জন্য 7 জন প্রাক্তনীকে 'লাইফ ফেলো' সম্মানে সম্মানিত করেছে আইআইটি খড়গপুর ৷

IIT KHARAGPUR CONVOCATION
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর প্রদীপ কুমার খোসলার হাতে সম্মান প্রদান ৷ (ইটিভি ভারত)

এ বছর একটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হয়েছে ৷ এ বছর মোট 480 জন স্কলার পিএইচডি ডিগ্রি লাভ করলেন ৷ তাঁদের হাতে শংসাপত্র তুলে দেন স্যান ডিয়াগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রদীপ কুমার খোসলা ৷ শংসাপত্র প্রাপকদের মধ্যে 448 জন পিএইচডি, 22 জন জয়েন্ট এম.টেক/এমসিপি-পিএইডি এবং 10 জন জয়েন্ট এম.এসসি পিএইচডি ৷

এছাড়াও, 27 জন এমএস, তিনজন ডুয়াল ডক্টরাল ডিগ্রি প্রোগ্রাম, একজন গবেষণায় শ্রেষ্ঠত্বের জন্য শংসাপত্র পেয়েছেন ৷ 822 জন এমটেক, 44 জন এমসিপি, 123 জন এমবিএ, 20 জন ইএমবিএ, 2 জন এমএইচআরএম, 34 জন এলএলএম, 36 জন এলএলবি, 661 জন ডুয়াল ডিগ্রি, 700 জন বিটেক (অনার্স), 39 জন বিআর্ক (অনার্স) বা আর্কিটেকচারে স্নাতক-সহ অন্যান্য ক্ষেত্রে উত্তীর্ণদের শংসাপত্র দেওয়া হয় ৷

IIT KHARAGPUR CONVOCATION
আইআইটি খড়গপুরের 70 তম সমাবর্তনে প্রধান অতিথি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর প্রদীপ কুমার খোসলা ৷ (ইটিভি ভারত)

সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ডক্টর প্রদীপ কুমার খোসলা আইআইটি খড়গপুরের ভূয়সী প্রশংসা করেন ৷ সেই সঙ্গে প্রাক্তনীদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের প্রশংসাও শোনা গেল তাঁর মুখে ৷ আর যাঁরা এবছর আইআইটি-তে উত্তীর্ণ হলেন, তাঁদের জন্য ভারতীয় বংশোদ্ভূত ডক্টর প্রদীপ কুমার খোসলার বার্তা, দেশের হয়ে কাজ করতে হবে ৷ তাঁদের কাজ দেশের নাম উজ্জ্বল করবে এবং প্রাক্তনীদের সাফল্য থেকে উদ্বুদ্ধ হতে পরামর্শ দিলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.