কলকাতা, 3 ফেব্রুয়ারি: ভোর পেরিয়ে সকাল। সকাল পেরিয়ে বেলা। রোদ যেন ছুটিতে। আংশিক মেঘলা আকাশ সঙ্গে কুয়াশা, বসন্ত পঞ্চমীতে বঙ্গের আবহাত্তয়া কেমন যেন থমকে রয়েছে। মাঘে শীতের কামড় নেই। এমনকী সরস্বতী পুজোতেও ঠান্ডা টের পাবেন না বঙ্গবাসী ৷ পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া ঠিকমতো এবার ঢুকতে পারেনি গাঙ্গেয় বঙ্গে। যার ফলে জাঁকিয়ে ঠান্ডা সেভাবে পড়েনি।
হাওয়া অফিসের পূর্বাভাস ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বাংলা থেকে বিদায় নেবে শীত। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। তবে চলতি সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে রাজ্যজুড়ে মেঘলা আকাশ ও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে।
আজ কেমন থাকবে আবহাওয়া ?
সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া থাকবে আগেই বলেছিল আলিপুর আবহাওয়া দফতর। সরস্বতী পুজোয় স্বাভাবিকের বেশ কিছুটা ওপরে রয়েছে পারদ। অসম, কেরল এবং রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। আজ, সোমবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। সেইসঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। আজ হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের পূর্বাভাস কী?
ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গেও। দৃশ্যমানতা নেমে আসবে 50 মিটারে। ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের উপরে উঠবে পারদ।
রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সকালে মাঝারি কুয়াশা ও বেলায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 22.2 যা স্বাভাবিকের থেকে 6.5 ডিগ্রি বেশি ৷ আজ, সোমবার ভোরে আকাশ কুয়াশাচ্ছন্ন, বেলায় আংশিক মেঘলা আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ, সর্বনিম্ন 81 শতাংশ।