ETV Bharat / state

Jagatdal Gang Rape : জগদ্দলে ছাত্রীকে গণধর্ষণের পর ভিডিয়ো, গ্রেফতার 3 - 3 arrested in Jagatdal for Gang Rape a school student

জগদ্দলে ছাত্রীকে গণধর্ষণ ও ভিডিয়ো বানানোর অভিযোগ (Jagatdal Gang Rape) ৷ পরে প্রতিবাদ করতে গেলে আক্রান্ত নাবালিকার কাকা ৷ দুটি ঘটনায় গ্রেফতার 3 জন ৷

Jagatdal Gang Rape news
জগদ্দলে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ
author img

By

Published : Jun 6, 2022, 11:47 AM IST

Updated : Jun 6, 2022, 1:29 PM IST

জগদ্দল, 6 জুন : স্কুল ছাত্রীকে গণধর্ষণ করে তার ভিডিয়ো বানানো এবং ছাত্রীর পরিবারের লোকজনকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে (3 arrested in Jagatdal for Gang Rape a school student) । ঘটনাটি ঘটেছে জগদ্দলে ৷ আফতার আলম মণ্ডল ও আরাফত মণ্ডল নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

জানা গিয়েছে, রবিবার মায়ের সঙ্গে ওই নাবালিকা সোনার দোকান থেকে হেঁটে বাড়ি ফিরছিল । সেই সময় ছাত্রীর মা একটু আগে হেঁটে যাওয়ায় পিছনে একা পড়ে যায় নাবালিকা ৷ অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় আলম মণ্ডল এবং খুরশিদ মণ্ডল নামে দুই দুষ্কৃতী মেয়েটিকে মুখে ওড়না বেঁধে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণ করে । অভিযোগ, মোবাইলে ধর্ষণের ভিডিয়োও রেকর্ড করে ৷ এদিকে মেয়ে অনেকক্ষণ বাড়ি ফিরছে না দেখে খুঁজতে বের হন পরিবারের লোকজন ।

জগদ্দলে স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট তিনজনকে

আরও পড়ুন : নাবালিকাকে গণধর্ষণ কাণ্ডে এখনও পর্যন্ত ধৃত পাঁচ, তুঙ্গে রাজনৈতিক তরজা

পরিবারের লোকজন কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মেয়েটি বাড়ি ফিরে আসে এবং বাড়িতে সব সব কথা খুলে বলে ৷ এরপরই দুষ্কৃতীদের খুঁজতে বের হয় বাড়ির লোকজন । দুষ্কৃতীদের খোঁজে গেলে মূল অভিযুক্তর ভাই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় । ঘটনায় জখম হন নাবালিকার কাকা । নাবালিকার পরিবারের লোকজন বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন । কোপ মারা এবং গণধর্ষণ- এই দুটি ঘটনায় রবিবার রাতে বাসুদেবপুর থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে । এই ঘটনায় আর কারা কারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাসুদেবপুর থানার পুলিশ । সোমবার ধৃতদের বিচারের জন্য ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয় ।

জগদ্দল, 6 জুন : স্কুল ছাত্রীকে গণধর্ষণ করে তার ভিডিয়ো বানানো এবং ছাত্রীর পরিবারের লোকজনকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে (3 arrested in Jagatdal for Gang Rape a school student) । ঘটনাটি ঘটেছে জগদ্দলে ৷ আফতার আলম মণ্ডল ও আরাফত মণ্ডল নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

জানা গিয়েছে, রবিবার মায়ের সঙ্গে ওই নাবালিকা সোনার দোকান থেকে হেঁটে বাড়ি ফিরছিল । সেই সময় ছাত্রীর মা একটু আগে হেঁটে যাওয়ায় পিছনে একা পড়ে যায় নাবালিকা ৷ অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় আলম মণ্ডল এবং খুরশিদ মণ্ডল নামে দুই দুষ্কৃতী মেয়েটিকে মুখে ওড়না বেঁধে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণ করে । অভিযোগ, মোবাইলে ধর্ষণের ভিডিয়োও রেকর্ড করে ৷ এদিকে মেয়ে অনেকক্ষণ বাড়ি ফিরছে না দেখে খুঁজতে বের হন পরিবারের লোকজন ।

জগদ্দলে স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট তিনজনকে

আরও পড়ুন : নাবালিকাকে গণধর্ষণ কাণ্ডে এখনও পর্যন্ত ধৃত পাঁচ, তুঙ্গে রাজনৈতিক তরজা

পরিবারের লোকজন কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মেয়েটি বাড়ি ফিরে আসে এবং বাড়িতে সব সব কথা খুলে বলে ৷ এরপরই দুষ্কৃতীদের খুঁজতে বের হয় বাড়ির লোকজন । দুষ্কৃতীদের খোঁজে গেলে মূল অভিযুক্তর ভাই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় । ঘটনায় জখম হন নাবালিকার কাকা । নাবালিকার পরিবারের লোকজন বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন । কোপ মারা এবং গণধর্ষণ- এই দুটি ঘটনায় রবিবার রাতে বাসুদেবপুর থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে । এই ঘটনায় আর কারা কারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাসুদেবপুর থানার পুলিশ । সোমবার ধৃতদের বিচারের জন্য ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয় ।

Last Updated : Jun 6, 2022, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.