ETV Bharat / state

জলে ডুবে মৃত্যু যমজ বোনের - pond

পুকুরে ডুবে মৃত্যু দুই বোনের। মৃতদের নাম রীতা রায়(৬) ও গীতা রায়(৬)। উত্তর 24 পরগনার স্বরূপনগরের গুণরাজপুরে ঘটনা।

রীতা
author img

By

Published : Apr 26, 2019, 9:43 PM IST

স্বরূপনগর, 26 এপ্রিল : খেলতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল যমজ দুই বোনের । উত্তর 24 পরগনার স্বরূপনগরের গুণরাজপুরে ঘটনা । মৃতদের নাম রীতা রায়(৬) ও গীতা রায়(৬) ।

আজ সকালে তারা বাড়ির সামনে খেলছিল । খেলতে গিয়ে তারা পুকুরে পড়ে যায় । দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে বাড়ির লোকজনেরা তাদের খোঁজাখুঁজি শুরু করে । পরে বাড়ির পাশের একটি পুকুরের জলে তাদের দেহ ভেসে ওঠে । দু'জনকে উদ্ধার করে স্থানীয় শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

স্বরূপনগর, 26 এপ্রিল : খেলতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল যমজ দুই বোনের । উত্তর 24 পরগনার স্বরূপনগরের গুণরাজপুরে ঘটনা । মৃতদের নাম রীতা রায়(৬) ও গীতা রায়(৬) ।

আজ সকালে তারা বাড়ির সামনে খেলছিল । খেলতে গিয়ে তারা পুকুরে পড়ে যায় । দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে বাড়ির লোকজনেরা তাদের খোঁজাখুঁজি শুরু করে । পরে বাড়ির পাশের একটি পুকুরের জলে তাদের দেহ ভেসে ওঠে । দু'জনকে উদ্ধার করে স্থানীয় শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.