মধ্যমগ্রাম, 28 জানুয়ারি : দত্তপুকুরে গোষ্ঠী সংঘর্ষে নিহতদের পরিবারের পাশে দাঁড়াল শাসকদল । আজ তৃণমূলের তরফে নিহত ৩ জনের পরিবারকে সাহায্য করা হয় । তাদের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী ও জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । গোষ্ঠী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরও সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ।
এ প্রসঙ্গে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি নারায়ণ গোস্বামী বলেন, "দত্তপুকুরে কিছু নাগরিক প্রাণ হারিয়েছিল । সেই সমস্ত পরিবারকে আমরা দলের তরফে আর্থিক সাহায্য করলাম । নিহত ৩ জনের পরিবারের লোকেরা আজ জেলা তৃণমূলের কার্যালয়ে হাজির হয়েছিলেন । সেখানেই তাদের হাতে চেক তুলে দেওয়া হয় ।"
তিনি আরও বলেন,"ওই ঘটনায় অনেক ব্যবসায়ীও ক্ষতির সম্মুখীন হয়েছেন । তাদেরকেও জেলা প্রশাসনের তরফে সহযোগিতা করা হবে । ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকাও তৈরি করা হয়েছে । সেই তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে । মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানান নারায়ণ গোস্বামী । আজ দুপুরে তৃণমূলের জেলা কোর কমিটির বৈঠকে কিছু কর্মসূচিও হাতে নেওয়া হয় । এই বিষয়ে জেলা তৃনমূলের ওই নেতা বলেন," মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কোর কমিটির বৈঠকে কিছু কর্মসূচি হাতে নিয়েছি । যেমন,1ও 2 ফেব্রুয়ারি CAA বিরোধী পথসভা, মিছিল হবে । একই ইশুতে 5 ফেব্রুয়ারি মানব বন্ধন পালন করা হবে । এছাড়া,10 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে CAA বিরোধী প্রচার করা হবে । সেই সমস্ত বিষয় নিয়ে কোর কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে । "
প্রসঙ্গত,প্রায় মাস খানেক আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় । সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় । বোমাবাজি, দোকান ভাঙচুর ও আগুনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । 3 জনের মৃত্যু হয় ।