ETV Bharat / state

দত্তপুকুরের গোষ্ঠী সংঘর্ষে নিহতদের পরিবারকে সাহায্য তৃণমূলের - এক লাখ টাকা দিয়ে তৃণমূলের সাহায্য

জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি নারায়ণ গোস্বামী বলেন, "দত্তপুকুরে কিছু নাগরিক প্রাণ হারিয়েছিল । সেই সমস্ত পরিবারকে আমরা দলের তরফে আর্থিক সাহায্য করলাম । নিহত ৩ জনের পরিবারের লোকেরা আজ জেলা তৃণমূলের কার্যালয়ে হাজির হয়েছিলেন । সেখানেই তাদের হাতে চেক তুলে দেওয়া হয় ।"

Trinamool donates Rs 1 lakh to families of victims
নিহতদের পরিবারের হাতে এক লাখ টাকা তুলে দিচ্ছেন দীনেশ ত্রিবেদী
author img

By

Published : Jan 28, 2020, 11:58 PM IST

মধ্যমগ্রাম, 28 জানুয়ারি : দত্তপুকুরে গোষ্ঠী সংঘর্ষে নিহতদের পরিবারের পাশে দাঁড়াল শাসকদল । আজ তৃণমূলের তরফে নিহত ৩ জনের পরিবারকে সাহায্য করা হয় । তাদের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী ও জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । গোষ্ঠী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরও সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ।

এ প্রসঙ্গে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি নারায়ণ গোস্বামী বলেন, "দত্তপুকুরে কিছু নাগরিক প্রাণ হারিয়েছিল । সেই সমস্ত পরিবারকে আমরা দলের তরফে আর্থিক সাহায্য করলাম । নিহত ৩ জনের পরিবারের লোকেরা আজ জেলা তৃণমূলের কার্যালয়ে হাজির হয়েছিলেন । সেখানেই তাদের হাতে চেক তুলে দেওয়া হয় ।"

তিনি আরও বলেন,"ওই ঘটনায় অনেক ব্যবসায়ীও ক্ষতির সম্মুখীন হয়েছেন । তাদেরকেও জেলা প্রশাসনের তরফে সহযোগিতা করা হবে । ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকাও তৈরি করা হয়েছে । সেই তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে । মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানান নারায়ণ গোস্বামী । আজ দুপুরে তৃণমূলের জেলা কোর কমিটির বৈঠকে কিছু কর্মসূচিও হাতে নেওয়া হয় । এই বিষয়ে জেলা তৃনমূলের ওই নেতা বলেন," মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কোর কমিটির বৈঠকে কিছু কর্মসূচি হাতে নিয়েছি । যেমন,1ও 2 ফেব্রুয়ারি CAA বিরোধী পথসভা, মিছিল হবে । একই ইশুতে 5 ফেব্রুয়ারি মানব বন্ধন পালন করা হবে । এছাড়া,10 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে CAA বিরোধী প্রচার করা হবে । সেই সমস্ত বিষয় নিয়ে কোর কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে । "

প্রসঙ্গত,প্রায় মাস খানেক আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় । সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় । বোমাবাজি, দোকান ভাঙচুর ও আগুনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । 3 জনের মৃত্যু হয় ।

মধ্যমগ্রাম, 28 জানুয়ারি : দত্তপুকুরে গোষ্ঠী সংঘর্ষে নিহতদের পরিবারের পাশে দাঁড়াল শাসকদল । আজ তৃণমূলের তরফে নিহত ৩ জনের পরিবারকে সাহায্য করা হয় । তাদের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী ও জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । গোষ্ঠী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরও সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ।

এ প্রসঙ্গে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি নারায়ণ গোস্বামী বলেন, "দত্তপুকুরে কিছু নাগরিক প্রাণ হারিয়েছিল । সেই সমস্ত পরিবারকে আমরা দলের তরফে আর্থিক সাহায্য করলাম । নিহত ৩ জনের পরিবারের লোকেরা আজ জেলা তৃণমূলের কার্যালয়ে হাজির হয়েছিলেন । সেখানেই তাদের হাতে চেক তুলে দেওয়া হয় ।"

তিনি আরও বলেন,"ওই ঘটনায় অনেক ব্যবসায়ীও ক্ষতির সম্মুখীন হয়েছেন । তাদেরকেও জেলা প্রশাসনের তরফে সহযোগিতা করা হবে । ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকাও তৈরি করা হয়েছে । সেই তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে । মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানান নারায়ণ গোস্বামী । আজ দুপুরে তৃণমূলের জেলা কোর কমিটির বৈঠকে কিছু কর্মসূচিও হাতে নেওয়া হয় । এই বিষয়ে জেলা তৃনমূলের ওই নেতা বলেন," মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কোর কমিটির বৈঠকে কিছু কর্মসূচি হাতে নিয়েছি । যেমন,1ও 2 ফেব্রুয়ারি CAA বিরোধী পথসভা, মিছিল হবে । একই ইশুতে 5 ফেব্রুয়ারি মানব বন্ধন পালন করা হবে । এছাড়া,10 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে CAA বিরোধী প্রচার করা হবে । সেই সমস্ত বিষয় নিয়ে কোর কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে । "

প্রসঙ্গত,প্রায় মাস খানেক আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় । সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় । বোমাবাজি, দোকান ভাঙচুর ও আগুনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । 3 জনের মৃত্যু হয় ।

Intro:দত্তপুকুরের গোষ্ঠী সংঘর্ষে নিহতদের পরিবারের পাশে দাঁড়াল শাসকদল।নিহত ৩ জনের পরিবারকে সাহায্য করা হল তৃনমূলের তরফে।তুলে দেওয়া হল ১ লাখ টাকার চেক।তাদের হাতে এই চেক তুলে দেন তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী,জেলা তৃনমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।গোষ্ঠী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরও সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা তৃনমূল নেতৃত্ব। Body:মধ্যমগ্রামঃদত্তপুকুরে গোষ্ঠী সংঘর্ষে নিহতদের পরিবারের পাশে দাঁড়াল শাসকদল।নিহত ৩ জনের পরিবারকে সাহায্য করা হল তৃণমূলের তরফে।আজ বিকালে মধ্যমগ্রামে জেলা তৃণমূলের কার্যালয়ে নিহত ওই ৩ পরিবারের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় বলে তৃনমূল সূত্রে খবর।তাদের হাতে এই চেক তুলে দেন তৃনমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী,জেলা তৃনমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।এবিষয়ে জেলা তৃনমূলের কার্যকরী সভাপতি নারায়ন গোস্বামী বলেন,"দত্তপুকুরের উদ্ভূত পরিস্থিতিতে কিছু নাগরিকের প্রান গিয়েছিল।সেই সমস্ত পরিবারকে আমরা দলের তরফে আজ কিছু আর্থিক সাহায্য করলাম।নিহত ৩ পরিবারের লোকেরা আজ জেলা তৃনমূলের কার্যালয়ে হাজির হয়েছিলেন।সেখানেই তাদের হাতে চেক তুলে দেওয়া হয়"।তিনি আরও বলেন,"ওই ঘটনায় অনেক ব্যবসায়ীও ক্ষতির সম্মুখীন হয়েছেন।তাদেরকেও সহযোগিতা করা হবে জেলা প্রশাসনের তরফে।ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকাও তৈরি করা হয়েছে।সেই তালিকা পাঠানো হবে রাজ্য সরকারের কাছে"। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান নারায়ন গোস্বামী।আজ দুপুরে তৃনমূলের জেলা কোর কমিটির বৈঠকে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়।সে বিষয়ে জেলা তৃনমূলের ওই নেতা বলেন," মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কোর কমিটির বৈঠকে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছি।যেমন,১ ও ২ ফেব্রুয়ারি CAA বিরোধী পথসভা, মিছিল সংগঠিত করা হবে।একই ইস্যুতে ৫ ফেব্রুয়ারি মানব বন্ধন পালন করা হবে।এছাড়া,১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি CAA বিরোধী প্রচার করা হবে বাড়ি বাড়ি গিয়ে।সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কোর কমিটির বৈঠকে"।
প্রসঙ্গত,প্রায় মাস খানেক আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয়।সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়।বোমাবাজি,দোকান ভাঙচুর,আগুনে পরিস্থিতি আরও উতপ্ত হয়ে ওঠে।কয়েকজনের প্রানহানির খবরও মেলে।পরিস্থিতি আয়ত্তে আনতে আশপাশের জেলা থেকে পুলিশবাহিনীকে নিয়ে আসতে হয় ঘটনাস্থলে।এমনকি,বেশ কিছুদিন নেট পরিষেবাও বন্ধ রাখতে হয় জেলা প্রশাসনকে। Conclusion:ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে নতুনভাবে জীবিকা নির্বাহ করতে পারে,সেইজন্য তাঁদেরকেও সাহায্যের আশ্বাস দিয়েছেন জেলা তৃনমূল নেতা নারায়ন গোস্বামী।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.