ETV Bharat / state

স্বাস্থ্যকর্মীকে মারধরের প্রতিবাদে বনগাঁয় তৃণমূলের ধিক্কার মিছিল

হাসপাতালের অস্থায়ী কর্মীকে মারধরের ঘটনায় বনগাঁতে তৃণমূলের ধিক্কার মিছিল ।

ছবি
author img

By

Published : Jun 14, 2020, 2:06 PM IST

বনগাঁ, 14 জুন : বনগাঁ মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীকে মারধরের ঘটনায় BJP কর্মীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করল তৃণমূল । গতকাল বনগাঁ-চাকদা রোড সংলগ্ন অফিস থেকে হাজার পাঁচেক কর্মী-সমর্থকদের নিয়ে মতিগঞ্জ BSF ক্যাম্পের মোড়, বাটার মোড় ঘুরে মিছিল ফের থানার সামনে গিয়ে শেষ হয়।

বনগাঁ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শংকর আঢ্য বলেন, “বনগাঁয় BJP পথ অবরোধ করে জনজীবন বিপর্যস্ত করছে । দলীয় কর্মীকে দেখতে যাওয়ার নাম করে হাসপাতালের অস্থায়ী কর্মীকে গিয়ে BJP কর্মীরা মারধর করেছে। পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করেনি । অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে ।" পাশাপাশি BJP সাংসদ শান্তনু ঠাকুরের বনগাঁয় আগুন জ্বালানোর হুঁশিয়ারি প্রসঙ্গে শংকরবাবু বলেন, “সাংসদ শান্তনু ঠাকুর বনগাঁয় আগুন জ্বালাবেন বলেছেন। ক্ষমতা থাকলে বনগাঁয় আগুন জ্বালিয়ে দেখাক। সেই আগুনে তিনি পুড়ে ছারখার হবেন। আমরা পুলিশের কাছে আবেদন জানাচ্ছি এই অরাজকতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।"

বৃহস্পতিবার বনগাঁর BSF মোড়ে সুতনু দেবনাথ নামে এক BJP কর্মীকে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ওই দিন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল-সহ কয়েকজন হাসপাতালে দেখতে যান। দোতলায় ওঠার মুখে লিফটম্যান রাহুল মণ্ডলের সঙ্গে তাঁদের বচসা হয় । অভিযোগ, BJP কর্মীরা তাঁকে মারধর করেছেন । তিনি হাসপাতাল সুপারের কাছে অভিযোগ করেন। লিফটম্যানকে মারধরের প্রতিবাদে গতকাল বনগাঁ শহরে ধিক্কার মিছিল করে তৃণমূল। আবার BJP কর্মীকে মারধরে অভিযুক্ত দুষ্কৃতীদের না ধরলে বনগাঁয় আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন সাংসদ শান্তনু ঠাকুর । সেই আগুন জ্বালানোর হুমকি প্রসঙ্গে তৃণমূল অভিযোগ তুলেছে, BJP শান্ত বনগাঁকে অশান্ত করার চেষ্টা করছে। সব মিলিয়ে গত তিন দিনে শাসক ও বিরোধীর মিছিল ও পালটা মিছিলে সরগরম বনগাঁ।

বনগাঁ, 14 জুন : বনগাঁ মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীকে মারধরের ঘটনায় BJP কর্মীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করল তৃণমূল । গতকাল বনগাঁ-চাকদা রোড সংলগ্ন অফিস থেকে হাজার পাঁচেক কর্মী-সমর্থকদের নিয়ে মতিগঞ্জ BSF ক্যাম্পের মোড়, বাটার মোড় ঘুরে মিছিল ফের থানার সামনে গিয়ে শেষ হয়।

বনগাঁ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শংকর আঢ্য বলেন, “বনগাঁয় BJP পথ অবরোধ করে জনজীবন বিপর্যস্ত করছে । দলীয় কর্মীকে দেখতে যাওয়ার নাম করে হাসপাতালের অস্থায়ী কর্মীকে গিয়ে BJP কর্মীরা মারধর করেছে। পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করেনি । অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে ।" পাশাপাশি BJP সাংসদ শান্তনু ঠাকুরের বনগাঁয় আগুন জ্বালানোর হুঁশিয়ারি প্রসঙ্গে শংকরবাবু বলেন, “সাংসদ শান্তনু ঠাকুর বনগাঁয় আগুন জ্বালাবেন বলেছেন। ক্ষমতা থাকলে বনগাঁয় আগুন জ্বালিয়ে দেখাক। সেই আগুনে তিনি পুড়ে ছারখার হবেন। আমরা পুলিশের কাছে আবেদন জানাচ্ছি এই অরাজকতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।"

বৃহস্পতিবার বনগাঁর BSF মোড়ে সুতনু দেবনাথ নামে এক BJP কর্মীকে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ওই দিন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল-সহ কয়েকজন হাসপাতালে দেখতে যান। দোতলায় ওঠার মুখে লিফটম্যান রাহুল মণ্ডলের সঙ্গে তাঁদের বচসা হয় । অভিযোগ, BJP কর্মীরা তাঁকে মারধর করেছেন । তিনি হাসপাতাল সুপারের কাছে অভিযোগ করেন। লিফটম্যানকে মারধরের প্রতিবাদে গতকাল বনগাঁ শহরে ধিক্কার মিছিল করে তৃণমূল। আবার BJP কর্মীকে মারধরে অভিযুক্ত দুষ্কৃতীদের না ধরলে বনগাঁয় আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন সাংসদ শান্তনু ঠাকুর । সেই আগুন জ্বালানোর হুমকি প্রসঙ্গে তৃণমূল অভিযোগ তুলেছে, BJP শান্ত বনগাঁকে অশান্ত করার চেষ্টা করছে। সব মিলিয়ে গত তিন দিনে শাসক ও বিরোধীর মিছিল ও পালটা মিছিলে সরগরম বনগাঁ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.