জগদ্দল, 10 এপ্রিল : ফের দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষ BJP ও তৃণমূলের মধ্যে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকার ঘটনা। ঘটনার জেরে দু'পক্ষে হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায়। পরে র্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। কাঁকিনাড়া রামনগর কলোনি এলাকায় বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লেখার জন্য সাদা চুন করেছিল BJP। সেই দেওয়ালের পাশেই একটি তৃণমূলের কার্যালয়। তৃণমূলের কার্যালয়ের পাশেই BJP-র চুন করা দেওয়ালে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে দুটি ফ্লেক্স ব্যানার ঝোলানো হয়। আজ ওই দেওয়ালে BJP কর্মীরা প্রার্থী অর্জুন সিং-এর সমর্থনে দেওয়াল লিখতে আসেন। তখন ওই ফ্লেক্স দেখে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ জানান। নির্বাচন কমিশন অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থানে এসে BJP-র দেওয়াল লেখার অনুমতিপত্র দেখে ওই ফ্লেক্সগুলি সরিয়ে দেয়। ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ করা হয় যে তাদের না জানিয়ে এই ফ্লেক্স খোলা হয়েছে। এরপর বচসা তীব্র আকার নেয়। নির্বাচন কমিশনের লোকজনের সামনেই দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
পরে ভাটপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা মণ্ডলের বাড়িতেও BJP কর্মী-সমর্থকরা চড়াও হয়ে ইট পাটকেল ছোড়ে বলে অভিযোগ। অন্যদিকে BJP-র অভিযোগ, তৃণমূল কাউন্সিলর সীমা মণ্ডল ও তাঁর স্বামী দেবু মণ্ডল BJP-র এক মহিলা কর্মীকে বেধড়ক মারধর করেছেন। এরপর পুলিশ ও র্যাফ এসে দু'পক্ষকে দু'দিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।