ETV Bharat / state

দেওয়াল লিখনকে কেন্দ্র করে BJP-তৃণমূল সংঘর্ষ - police

ভাটপাড়ায় দেওয়াল লিখন কে কেন্দ্র করে সংঘর্ষ BJP ও তৃণমূলের মধ্যে। র‍্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেওয়াল লিখন
author img

By

Published : Apr 10, 2019, 3:06 PM IST

Updated : Apr 10, 2019, 3:14 PM IST

জগদ্দল, 10 এপ্রিল : ফের দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষ BJP ও তৃণমূলের মধ্যে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকার ঘটনা। ঘটনার জেরে দু'পক্ষে হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায়। পরে র‍্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। কাঁকিনাড়া রামনগর কলোনি এলাকায় বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লেখার জন্য সাদা চুন করেছিল BJP। সেই দেওয়ালের পাশেই একটি তৃণমূলের কার্যালয়। তৃণমূলের কার্যালয়ের পাশেই BJP-র চুন করা দেওয়ালে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে দুটি ফ্লেক্স ব্যানার ঝোলানো হয়। আজ ওই দেওয়ালে BJP কর্মীরা প্রার্থী অর্জুন সিং-এর সমর্থনে দেওয়াল লিখতে আসেন। তখন ওই ফ্লেক্স দেখে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ জানান। নির্বাচন কমিশন অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থানে এসে BJP-র দেওয়াল লেখার অনুমতিপত্র দেখে ওই ফ্লেক্সগুলি সরিয়ে দেয়। ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ করা হয় যে তাদের না জানিয়ে এই ফ্লেক্স খোলা হয়েছে। এরপর বচসা তীব্র আকার নেয়। নির্বাচন কমিশনের লোকজনের সামনেই দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

শুনুন মনোজ গুহ ও সোহান প্রসাদ চৌধুরির বক্তব্য

পরে ভাটপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা মণ্ডলের বাড়িতেও BJP কর্মী-সমর্থকরা চড়াও হয়ে ইট পাটকেল ছোড়ে বলে অভিযোগ। অন্যদিকে BJP-র অভিযোগ, তৃণমূল কাউন্সিলর সীমা মণ্ডল ও তাঁর স্বামী দেবু মণ্ডল BJP-র এক মহিলা কর্মীকে বেধড়ক মারধর করেছেন। এরপর পুলিশ ও র‍্যাফ এসে দু'পক্ষকে দু'দিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

জগদ্দল, 10 এপ্রিল : ফের দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষ BJP ও তৃণমূলের মধ্যে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকার ঘটনা। ঘটনার জেরে দু'পক্ষে হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায়। পরে র‍্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। কাঁকিনাড়া রামনগর কলোনি এলাকায় বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লেখার জন্য সাদা চুন করেছিল BJP। সেই দেওয়ালের পাশেই একটি তৃণমূলের কার্যালয়। তৃণমূলের কার্যালয়ের পাশেই BJP-র চুন করা দেওয়ালে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে দুটি ফ্লেক্স ব্যানার ঝোলানো হয়। আজ ওই দেওয়ালে BJP কর্মীরা প্রার্থী অর্জুন সিং-এর সমর্থনে দেওয়াল লিখতে আসেন। তখন ওই ফ্লেক্স দেখে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ জানান। নির্বাচন কমিশন অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থানে এসে BJP-র দেওয়াল লেখার অনুমতিপত্র দেখে ওই ফ্লেক্সগুলি সরিয়ে দেয়। ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ করা হয় যে তাদের না জানিয়ে এই ফ্লেক্স খোলা হয়েছে। এরপর বচসা তীব্র আকার নেয়। নির্বাচন কমিশনের লোকজনের সামনেই দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

শুনুন মনোজ গুহ ও সোহান প্রসাদ চৌধুরির বক্তব্য

পরে ভাটপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা মণ্ডলের বাড়িতেও BJP কর্মী-সমর্থকরা চড়াও হয়ে ইট পাটকেল ছোড়ে বলে অভিযোগ। অন্যদিকে BJP-র অভিযোগ, তৃণমূল কাউন্সিলর সীমা মণ্ডল ও তাঁর স্বামী দেবু মণ্ডল BJP-র এক মহিলা কর্মীকে বেধড়ক মারধর করেছেন। এরপর পুলিশ ও র‍্যাফ এসে দু'পক্ষকে দু'দিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

রাজুবিশ্বাস,বারাসতঃ-স্বামী বিজেপি করলেও তিনি বরাবরই তৃনমূলের সঙ্গে যুক্ত৷অথচ,স্বামীর ভিন্ন রাজনীতির মাশুল গুনতে হল মহিলা তৃণমূল কমী' মাসকুরা খাতুনকেও৷প্রাননাশের হুমকি ও হামলার ভয়ে তিনি ও তাঁর বিজেপি স্বামী মিজানুর রহমান এলাকাছাড়া৷দু-জনেরই এখন ঠাঁই হয়েছে বারাসত টালিখোলার এক আত্মীয়ের বাড়িতে৷তবে,এই ঘটনায় কোনও বিরোধীদল জড়িত নয়,নাম জড়িয়েছে শাসকদলের৷ঘটনার পর দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ৷ফলে,আইনজীবী মারফত বারাসত আদালতে মামলা করার চিন্তাভাবনা শুরু করেছেন ঘরছাড়া তৃণমূল কমী' মাসকুরা খাতুন৷দেগঙ্গার চাকলায় তাঁর বাড়ি৷এলাকায় বরাবরই মাসকুরা তৃনমূলের সক্রিয় কমী' হিসাবে পরিচিত৷হরিনখোলা ডার উল আলাম মাদ্রাসায় শিক্ষকতাও করে সে৷তাঁর স্বামী মিজানুর রহমান বিজেপির চাকলা মন্ডল সভাপতি৷গতকাল চাকলা লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় প্রচার করেন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক মৃণাল কান্তি দেবনাথ৷অন্যান্য কমী'দের সাথে সেই প্রচারে সামিল হন মিজানুরও৷আচমকাই সেই প্রচারে বাধা ও হামলার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে৷মাটিতে ফেলে মারধর করা হয় বিজেপি নেতা মিজানুর রহমানকে৷পাল্টা মিজানুরের বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগ তোলে শাসকদল৷এনিয়ে চাপানউতোর চলছিল দু-পক্ষের মধ্যে৷তারই মধ্যে ওই মহিলা তৃনমূল কমী'র বাড়ি ও স্কুলে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে৷হুমকির জেরে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে মাসকুরা খাতুনের৷হতে হয়েছে ঘরছাড়াও৷স্বামীকে নিয়ে বারাসতে এক আত্মীয়ের বাড়িতে এখন ঠাঁই হয়েছে ওই মহিলা তৃনমূল কমী'র৷নিজের দলের এই আচরনে যথেষ্ট ক্ষুদ্ধ ও বিপর্যস্ত মাসকুরা খাতুন৷তিনি বলেন,গতবার ভোটের সময়ও আমি দলের হয়ে কাজ করেছি৷এখনও তৃনমূল দল ছাড়া ভাবতে পারিনা৷কিন্তু,তা সত্বেও স্বামীর বিজেপি করার অপরাধে আমাকেও প্রাননাশের হুমকি দেওয়া হল৷এলাকার তৃনমূলের কয়েকজন স্কুলে গিয়ে হুমকি দিয়ে বলে এসেছে,স্কুলে আসলে ফল মারাত্মক হবে৷আমি স্কুলের সেক্রেটারিকে বিষয়টি জানালেও কোনও সহযোগিতা পায়নি৷আমার ভাসুর সহ তৃনমূলের একাংশ স্কুলে গিয়ে আমার পাঁচদিন ছুটি করিয়ে এনেছে৷আমি আর তৃনমূল করবো কিনা ভাবছি৷কারন,আমি একজন দলের সৈনিক হয়েও যদি আমাকে হুমকির মুখে পড়তে হয়,তাহলে এই দল করবো কেন?প্রশ্ন মাসকুরা খাতুনের৷এই দলে কোনও গনতন্ত্র নেই৷তাঁর অভিযোগ,আমার স্বামীর ওপর ওরা(তৃনমূল)গতকাল হামলা চালাল৷মারধর করল৷আমি স্কুল থেকে স্বামীকে ফোন করে বিষয়টি জানতে পারি৷অথচ,আমার স্বামীর বিরুদ্ধেই ওরা(তৃনমূল) মিথ্যা বদনাম দিয়ে বলছে,ও নাকি গালিগালাজ করেছে৷এদিকে,আজ দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে গোটা ঘটনাটি বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ ব্যানার্জীকে জানান মিজানুর রহমান৷প্রদীপ বাবু বলেন,এর থেকে লজ্জার আর কিছু হতে পারেনা৷মিজানুরের স্ত্রী তৃনমূল করার পরেও তাকে ঘরছাড়া হতে হল তৃনমূলের মস্তানদের হুমকির জেরে৷ওই দলে মহিলা কমী'রাও সুরক্ষিত নয়৷রাজ্যে গনতন্ত্র যে নেই তা এই ঘটনাতেই আবার প্রমানিত৷যদিও,সমস্ত অভিযোগ অস্বীকার করে গোটাতাই বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছেন দেগঙ্গা যুব তৃনমূলের সভাপতি আনিসুর রহমান৷
Last Updated : Apr 10, 2019, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.