ETV Bharat / state

"ইতিহাস ওঁকে ক্ষমা করবে না", মুখ্যমন্ত্রীকে আক্রমণ BJP নেত্রীর - reaction

"যখন সারা দেশ পাকিস্তানের বিরুদ্ধে সরব তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত করতে একটি বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করতে ব্যস্ত।" বারাসতের নেতাজি পল্লিতে কেন্দ্রের "কমল জ্যোতি সংকল্প" যোজনার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বললেন BJP নেত্রী দেবশ্রী চৌধুরি।

BJP নেত্রী দেবশ্রী চৌধুরি
author img

By

Published : Feb 27, 2019, 3:16 PM IST

বারাসত, ২৭ ফেব্রুয়ারি : "যখন সারা দেশ পাকিস্তানের বিরুদ্ধে সরব তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত করতে একটি বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করতে ব্যস্ত।" বারাসতের নেতাজি পল্লিতে কেন্দ্রের "কমল জ্যোতি সংকল্প" যোজনার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বললেন BJP নেত্রী দেবশ্রী চৌধুরি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত প্রসঙ্গে তিনি বলেন,"পুলওয়ামার পর সারাদেশ ফুঁসে উঠেছিল। এর প্রতিশোধ চেয়েছিল। আজ কমল জ্যোতি সংকল্পের যে দীপ জ্বালানোর কার্যক্রম ছিল তা অকাল দীপাবলি হয়ে গেছে।"

ভিডিয়োয় শুনুন দেবশ্রী চৌধুরির বক্তব্য

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি বলেন, "নোটবন্দির সময় যখন নবান্নের সামনে সেনারা রুটিনমাফিক অভিযানে নেমেছিল তখন উনিই সেনাদের তোলাবাজ বলেছিলেন। পুলওয়ামার ঘটনার পর সারা দেশের মানুষ যেখানে জাতীয় পতাকা হাতে পথে নেমেছিলেন, চোখের জল ফেলেছিলেন, এর একটি প্রতিশোধ চেয়েছিলেন। সেখানে তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক ফায়দা লুটতেই মোদি সরকারই এই ঘটনা ঘটিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। সাধারণ মানুষ ওঁর এই আচরণ দেখছেন। ইতিহাস ওঁকে ক্ষমা করবে না।"

বারাসত, ২৭ ফেব্রুয়ারি : "যখন সারা দেশ পাকিস্তানের বিরুদ্ধে সরব তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত করতে একটি বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করতে ব্যস্ত।" বারাসতের নেতাজি পল্লিতে কেন্দ্রের "কমল জ্যোতি সংকল্প" যোজনার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বললেন BJP নেত্রী দেবশ্রী চৌধুরি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত প্রসঙ্গে তিনি বলেন,"পুলওয়ামার পর সারাদেশ ফুঁসে উঠেছিল। এর প্রতিশোধ চেয়েছিল। আজ কমল জ্যোতি সংকল্পের যে দীপ জ্বালানোর কার্যক্রম ছিল তা অকাল দীপাবলি হয়ে গেছে।"

ভিডিয়োয় শুনুন দেবশ্রী চৌধুরির বক্তব্য

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি বলেন, "নোটবন্দির সময় যখন নবান্নের সামনে সেনারা রুটিনমাফিক অভিযানে নেমেছিল তখন উনিই সেনাদের তোলাবাজ বলেছিলেন। পুলওয়ামার ঘটনার পর সারা দেশের মানুষ যেখানে জাতীয় পতাকা হাতে পথে নেমেছিলেন, চোখের জল ফেলেছিলেন, এর একটি প্রতিশোধ চেয়েছিলেন। সেখানে তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক ফায়দা লুটতেই মোদি সরকারই এই ঘটনা ঘটিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। সাধারণ মানুষ ওঁর এই আচরণ দেখছেন। ইতিহাস ওঁকে ক্ষমা করবে না।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.