ETV Bharat / state

সোনাচোর অভিষেক লিখে পোস্টার দিলে কি কোনও মূল্য আছে ? প্রশ্ন সায়ন্তনের

প্রার্থী ঘোষণার পর থেকে বেশ কয়েকটি আসনে প্রার্থী নিয়ে BJP-র অন্দরে অসন্তোষ প্রকাশ পায়। বহিরাগত তকমা দিয়ে সায়ন্তন বসুর বিরুদ্ধে বসিরহাটে পোস্টার পড়ে। এইসব পোস্টারকে যে তিনি একেবারেই পাত্তা দিচ্ছেন না, তা জানিয়ে দিলেন সায়ন্তন বসু।

সায়ন্তন বসু
author img

By

Published : Apr 7, 2019, 4:03 AM IST

Updated : Apr 7, 2019, 7:06 AM IST

বসিরহাট, 7 এপ্রিল : প্রার্থী ঘোষণার পর থেকে বেশ কয়েকটি আসনে প্রার্থী নিয়ে BJP-র অন্দরে অসন্তোষ প্রকাশ পায়। বহিরাগত তকমা দিয়ে সায়ন্তন বসুর বিরুদ্ধে বসিরহাটে পোস্টার পড়ে। পোস্টারে স্থানীয় কাউকে প্রার্থী করার দাবি জানানো হয়। প্রচারে বেরিয়ে এইসব পোস্টারকে যে তিনি একেবারেই পাত্তা দিচ্ছেন না, তা জানিয়ে দিলেন সায়ন্তন বসু।

শুনুন বক্তব্য

গতকাল দুপুরে বসিরহাটের সাইপালা, SN মজুমদার রোডে প্রচার করেন সায়ন্তন বসু। প্রচারের ফাঁকেই তিনি পোস্টার বিতর্কে বলেন, "আমি কাল বসিরহাটজুড়ে 5000 পোস্টার মেরে দেব। তাতে লেখা থাকবে সোনাচোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেক বের করে দিতে হবে। ওই সব পোস্টারের কোনও মূল্য আছে?"

দলীয় কোন্দল নিয়ে তিনি বলেন, "কিছু পোস্টার ছাপল বা কয়েকজন বিরোধিতা করল, সেটা গোষ্ঠীদ্বন্দ্ব হয় না। যারা করছে, তাদের আমি চিনি না।"

---

বসিরহাট, 7 এপ্রিল : প্রার্থী ঘোষণার পর থেকে বেশ কয়েকটি আসনে প্রার্থী নিয়ে BJP-র অন্দরে অসন্তোষ প্রকাশ পায়। বহিরাগত তকমা দিয়ে সায়ন্তন বসুর বিরুদ্ধে বসিরহাটে পোস্টার পড়ে। পোস্টারে স্থানীয় কাউকে প্রার্থী করার দাবি জানানো হয়। প্রচারে বেরিয়ে এইসব পোস্টারকে যে তিনি একেবারেই পাত্তা দিচ্ছেন না, তা জানিয়ে দিলেন সায়ন্তন বসু।

শুনুন বক্তব্য

গতকাল দুপুরে বসিরহাটের সাইপালা, SN মজুমদার রোডে প্রচার করেন সায়ন্তন বসু। প্রচারের ফাঁকেই তিনি পোস্টার বিতর্কে বলেন, "আমি কাল বসিরহাটজুড়ে 5000 পোস্টার মেরে দেব। তাতে লেখা থাকবে সোনাচোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেক বের করে দিতে হবে। ওই সব পোস্টারের কোনও মূল্য আছে?"

দলীয় কোন্দল নিয়ে তিনি বলেন, "কিছু পোস্টার ছাপল বা কয়েকজন বিরোধিতা করল, সেটা গোষ্ঠীদ্বন্দ্ব হয় না। যারা করছে, তাদের আমি চিনি না।"

---

দামি ক্যামেরা চুরির অভিনব চক্র, গ্রেপ্তার পান্ডা। বারাসাতঃ বারাসতে ক্যামেরা কেলেঙ্কারির পান্ডা ধৃত। গতকাল রাতে পুলিশ তাকে পাকড়াও করেছে। অনেকের কাছ থেকে বিপুল সংখ্যক দামি ক্যামেরা কয়েকদিনের জন্য ভাড়া নিয়ে সেই ক্যামেরাগুলো অনলাইনে বিক্রি করে দেওয়ার অভিনব কারবার ফেঁদে অবশেষে পাকড়াও জালিয়াত। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অভীক বন্দ্যোপাধ্যায় (২৮)। তার বাড়ি বারাসতের হৃদয়পুরে। ধৃতকে আজ বারাসাত আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়ি বিক্রি করার চক্র ধরা পড়েছে। পেশাদার ফোটোগ্রাফারদের ক্যামেরা লুঠ করার চক্র উত্তর ২৪ পরগনা জেলায় এই প্রথম। অভিযোগ, অন্তত ৪০ লাখ টাকা বাজার মূল্যের বেশ কিছু দামি ক্যামেরা ও লেন্স পেশাদার চিত্রগ্রাহক ও তাঁদের সংস্থা থেকে ভাড়া নিয়ে সেগুলোকে অনলাইনের মাধ্যমে বিক্রি করার ছক কষেছিল অভীক। বিক্রির কাজও শুরু হয়ে গিয়েছিল। রাতারাতি বেশি টাকা দিয়ে গোটা চোদ্দো ক্যামেরা ভাড়া করে অভীক সেগুলো বিক্রি করে কেটে পড়ার মতলব করলেও কপাল মন্দ। তাই পড়ল কোমরে দড়ি। জানা গিয়েছে, দু'লক্ষ টাকা দামের একটি ক্যামেরা হাবড়া এলাকায় বিক্রি করবে বলে অনলাইনে কেনাবেচার সাইটে বিজ্ঞাপন দিয়েছিল অভীক। কিন্তু ক্যামেরার উপরে মালিকের ও সংস্থার চিহ্ন থাকায় খোঁজখবর নিয়ে জানা যায়, অভীক ক্যামেরাটা ভাড়া নিয়েছিল। তারপর বারাসত ফোটোগ্রাফি অ্যাসোসিয়েশন পুলিশের সঙ্গে যোগাযোগ করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে কলকাতা-সহ বিভিন্ন এলাকা থেকে অভীক মোট ১৪টা দামি ক্যামেরা ভাড়া নিয়েছিল। তার মধ্যে আটটা ক্যামেরা বিক্রিও করা হয়ে গিয়েছিল। পুলিশ গতকাল রাতে বারাসাতের চৌধুরীপাড়া রোড থেকে অভীককে গ্রেপ্তার করেছে।
Last Updated : Apr 7, 2019, 7:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.