হাবরা ও বিধাননগর, ১০ মার্চ : বিধাননগরের মেয়র পদ থেকে সরানো হতে পারে সব্যসাচী দত্তকে। পরবর্তী মেয়র কে হবেন, তা দল ঠিক করবে। সাংবাদিকদের আজ এমনটাই জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক।
সব্যসাচীর সঙ্গে মুকুল রায়ের "সৌজন্য সাক্ষাতের" পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। সব্যসাচী নাকি তৃণমূল ছেড়ে BJP- তে যোগ দিচ্ছেন। এমনই গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। জল্পনা উসকে দেয় গত ২৪ ঘণ্টায় ঘটা কয়েকটি ঘটনা। গতকাল মধ্যমগ্রামে তৃণমূলের জেলা কমিটির কার্যালয়ে লোকসভা ভোট নিয়ে তৃণমূলের কোর কমিটির বৈঠকে গরহাজির ছিলেন সব্যসাচী। বৈঠকে যোগ না দেওয়ার কারণ নিয়ে সব্যসাচী ও জ্যোতিপ্রিয়র সম্পূর্ণ বিপরীতমুখী বক্তব্য নিয়েও ওঠে প্রশ্ন।
দেখে নেওয়া যাক সব্যসাচী ইশুতে কী বলছেন জ্যোতিপ্রিয় -
সব্যসাচীকে কি বিধাননগরের মেয়র পদ থেকে সরানো হবে ?
জ্যোতিপ্রিয় : আজ সব্যসাচী দত্তের বিষয়টি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানে আমি ও ফিরহাদ হাকিম উপস্থিত থাকব। বিধাননগরের ৪১ জন কাউন্সিলরের মধ্যে আমাদের দলের ৩৯ জন কাউন্সিলর থাকবেন। সবার মতামত নেওয়া হবে। সব্যসাচী দত্তকে সরানো হতে পারে।
পরবর্তী মেয়র কে হবেন ?
জ্যোতিপ্রিয় : পরবর্তী মেয়র কে হবেন, তা দল ঠিক করবে।
এদিকে, নিজের ঘনিষ্ঠ কাউন্সিলরদের আজ বাড়িতে বৈঠকে ডাকেন সব্যসাচী দত্ত। বৈঠক শুরুর আগে তাঁর বাড়িতে যান তৃণমূল সাংসদ দোলা সেন। তবে সূত্রের খবর, দু'জনের বেশি কাউন্সিলরকে পাশে পাননি বিধাননগরের মেয়র। সব্যসাচীর সবথেকে ঘনিষ্ঠ ডাম্পি মণ্ডলও অনুপস্থিত ছিলেন বৈঠকে।