ETV Bharat / state

কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মুকুল রায়ের নামে পোস্টার - poster at kanchrapara accusing of money laundering

টাকা আত্মসাতের অভিযোগ তুলে BJP নেতা মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের নামে পোস্টার পড়ল কাঁচরাপাড়ায় ৷ মুকুল রায়ের বাড়ির আশপাশেই দেওয়া হয়েছে এই পোস্টার ৷ যদিও BJP-র দাবি মুকুল রায়কে বদনাম করতে এই পোস্টার দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 1, 2019, 3:08 PM IST

Updated : Aug 1, 2019, 3:15 PM IST

কাঁচরাপাড়া, 1 অগাস্ট : সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে BJP নেতা মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের নামে পোস্টার পড়ল কাঁচরাপাড়ায় ৷ কাঁচরাপাড়া ঘটক রোড অঞ্চল অর্থাৎ মুকুল রায়ের বাড়ির আশপাশেই দেওয়া হয়েছে এই পোস্টার ৷ পাশাপাশি বনগাঁ পৌরসভার BJP কাউন্সিলর দীপ্তি সরকারের নামে টাকা নেওয়া ও তা ফেরতের দাবিতেও এলাকায় পোস্টার পড়েছে ৷

এই বিষয়ে ব্যারাকপুর BJP সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাঠক বলেন, "এগুলি তৃণমূলের চক্রান্ত ৷ যদি সত্যি তিনি টাকা নিয়ে থাকতেন, তাহলে যখন তৃণমূল ছিলেন তখনই দিদি টাকাগুলো ফেরত দিতে বলতেন ৷ যেহেতু এখন উনি BJP নেতা এবং অনেকে তাঁর হাত ধরে BJP-তে যোগ দিচ্ছে, তাই তাঁকে আটকাতে ও বদনাম করার জন্য এই কাজ করা হয়েছে ৷ তৃণমূলের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে৷ "

ভিডিয়োয় শুনুন BJP নেত্রী ফাল্গুনি পাঠকের বক্তব্য

এবিষয়ে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়ে ওঠেনি ।

কাঁচরাপাড়া, 1 অগাস্ট : সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে BJP নেতা মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের নামে পোস্টার পড়ল কাঁচরাপাড়ায় ৷ কাঁচরাপাড়া ঘটক রোড অঞ্চল অর্থাৎ মুকুল রায়ের বাড়ির আশপাশেই দেওয়া হয়েছে এই পোস্টার ৷ পাশাপাশি বনগাঁ পৌরসভার BJP কাউন্সিলর দীপ্তি সরকারের নামে টাকা নেওয়া ও তা ফেরতের দাবিতেও এলাকায় পোস্টার পড়েছে ৷

এই বিষয়ে ব্যারাকপুর BJP সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাঠক বলেন, "এগুলি তৃণমূলের চক্রান্ত ৷ যদি সত্যি তিনি টাকা নিয়ে থাকতেন, তাহলে যখন তৃণমূল ছিলেন তখনই দিদি টাকাগুলো ফেরত দিতে বলতেন ৷ যেহেতু এখন উনি BJP নেতা এবং অনেকে তাঁর হাত ধরে BJP-তে যোগ দিচ্ছে, তাই তাঁকে আটকাতে ও বদনাম করার জন্য এই কাজ করা হয়েছে ৷ তৃণমূলের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে৷ "

ভিডিয়োয় শুনুন BJP নেত্রী ফাল্গুনি পাঠকের বক্তব্য

এবিষয়ে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়ে ওঠেনি ।

Intro:nullBody:কাঁচরাপাড়া এলাকায় বিজেপি নেতা মুকুল রায় এবং তার পুত্র শুভ্রাংশু রায় এর নামে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ তুলে পোষ্টার।এছাড়াও বনগাঁ পৌরসভার বিজেপি কাউন্সিলর দীপ্তি সরকারের নামে টাকা নেওয়া ও সেই টাকা ফেরতের দাবিতে এই পোষ্টার কাঁচরাপাড়া এলাকা জুড়ে। মূলত এই পোস্টার দেওয়া হয়েছে কাঁচরাপাড়া ঘটক রোডে মুকুল রায়ের বাড়ির আশপাশ অঞ্চলে । এই পোস্টার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান সুদামা রায় জানান বিজেপি এই কাজ করেছে। তাদের একটা দল রয়েছে যারা বিভিন্ন মানুষের নামে এই ধরনের পোস্টার দিচ্ছে। কিছুদিন আগে তার নিজের নামেও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে পোষ্টার দেওয়া হয়েছিল। অভিযোগের তীর উঠেছিল বিজেপির দিকে ।এবার সেই বিজেপি নেতা খোদ মুকুল রায় এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায় তথা মুকুল পুত্রের নাম এই পোস্টার।Conclusion:null
Last Updated : Aug 1, 2019, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.