ETV Bharat / state

BSF Jawan Arrested স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, বসিরহাটে গ্রেফতার বিএসএফ জওয়ান

স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার বিএসএফ জওয়ান (Police Arrests BSF Jawan for Alleged Murder of Wife) ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

police-arrests-bsf-jawan-for-alleged-murder-of-wife-in-basirhat
police-arrests-bsf-jawan-for-alleged-murder-of-wife-in-basirhat
author img

By

Published : Aug 28, 2022, 5:17 PM IST

বসিরহাট, 28 অগস্ট: স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে (Police Arrests BSF Jawan for Alleged Murder of Wife) ৷ মৃত ওই মহিলার নাম অঙ্কিতা সরকার ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটে ৷ মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হলে, ওই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বসিরহাটের ইটিন্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রূপম সরকার বিএসএফে কর্মরত ৷ বিএসএফ এর 118 নম্বর ব্যাটেলিয়ানের 4 নম্বর বিওপিতে পোস্টিং রয়েছেন তাঁর ৷ বাদুড়িয়ার লক্ষ্মীনাথপুরের বাসিন্দা অঙ্কিতার সঙ্গে কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল রূপম সরকারের ৷ বিয়ের প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল বলে পুলিশকে জানিয়েছে অঙ্কিতার পরিবার ৷ কিন্তু, তারপর থেকেই দাম্পত্য কলহ শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে ৷ ইদানিং তা অনেকটাই বেড়ে যায় ৷

অভিযোগ, প্রায়ই অঙ্কিতার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতেন বিএসএফ জওয়ান স্বামী ৷ বিষয়টির মীমাংসা করতে দুই পরিবারের তরফে একাধিকবার আলোচনাও হয়েছিল ৷ কিন্তু, তাতেও কোনও সমাধান হয়নি ৷ শেষমেশ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে, বাদুড়িয়ায় বাপের বাড়িতে চলে আসেন অঙ্কিতা ৷ পরে, রূপম সরকারের অনুরোধে ফের বসিরহাটে শ্বশুরবাড়িতে ফিরে যান তিনি ৷ মাঝে বিএসএফ এর 118 নম্বর ব্যাটেলিয়ানের 4 নম্বর বিওপিতে পোস্টিংয়ে চলে গিয়েছিলেন রূপম ৷ এর পর গত বৃহস্পতিবার ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন তিনি ৷ শুক্রবার রাতে ফের অশান্তি শুরু হয় দু’জনের মধ্যে ৷

আরও পড়ুন: মেয়ের সামনেই মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার দুই বিএসএফ জওয়ান

অভিযোগ, বচসা চলাকালীন স্ত্রীকে প্রথমে মারধর করেন রূপম ৷ এর পর, অঙ্কিতার শ্বাসরোধ করে তাঁকে খুন করেন ওই বিএসএফ জওয়ান ৷ অঙ্কিতার বাপের বাড়ির তরফে অভিযোগ করে হয়েছে, খুনের পর তাঁর দেহ দড়ি দিয়ে ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দিয়েছিলেন রূপম ৷ যাতে সকলের ধারণা হয়, তিনি নিজেই আত্মহত্যা করেছেন ৷ অঙ্কিতার পরিবারের লোকেদেরও বলা হয় তিনি আত্মহত্যা করেছেন ৷

যদিও, দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখে অঙ্কিতার বাপের বাড়ির সদস্যদের সন্দেহ হওয়ায়, তাঁরা বসিরহাট থানায় খুনের অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ অভিযুক্ত রূপম সরকারকে গ্রেফতার করেছে ৷ তবে, খুন না আত্মহত্যা তা, এখনই নিশ্চিত করে পুলিশ কিছু জানায়নি ৷ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

বসিরহাট, 28 অগস্ট: স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে (Police Arrests BSF Jawan for Alleged Murder of Wife) ৷ মৃত ওই মহিলার নাম অঙ্কিতা সরকার ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটে ৷ মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হলে, ওই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বসিরহাটের ইটিন্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রূপম সরকার বিএসএফে কর্মরত ৷ বিএসএফ এর 118 নম্বর ব্যাটেলিয়ানের 4 নম্বর বিওপিতে পোস্টিং রয়েছেন তাঁর ৷ বাদুড়িয়ার লক্ষ্মীনাথপুরের বাসিন্দা অঙ্কিতার সঙ্গে কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল রূপম সরকারের ৷ বিয়ের প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল বলে পুলিশকে জানিয়েছে অঙ্কিতার পরিবার ৷ কিন্তু, তারপর থেকেই দাম্পত্য কলহ শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে ৷ ইদানিং তা অনেকটাই বেড়ে যায় ৷

অভিযোগ, প্রায়ই অঙ্কিতার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতেন বিএসএফ জওয়ান স্বামী ৷ বিষয়টির মীমাংসা করতে দুই পরিবারের তরফে একাধিকবার আলোচনাও হয়েছিল ৷ কিন্তু, তাতেও কোনও সমাধান হয়নি ৷ শেষমেশ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে, বাদুড়িয়ায় বাপের বাড়িতে চলে আসেন অঙ্কিতা ৷ পরে, রূপম সরকারের অনুরোধে ফের বসিরহাটে শ্বশুরবাড়িতে ফিরে যান তিনি ৷ মাঝে বিএসএফ এর 118 নম্বর ব্যাটেলিয়ানের 4 নম্বর বিওপিতে পোস্টিংয়ে চলে গিয়েছিলেন রূপম ৷ এর পর গত বৃহস্পতিবার ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন তিনি ৷ শুক্রবার রাতে ফের অশান্তি শুরু হয় দু’জনের মধ্যে ৷

আরও পড়ুন: মেয়ের সামনেই মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার দুই বিএসএফ জওয়ান

অভিযোগ, বচসা চলাকালীন স্ত্রীকে প্রথমে মারধর করেন রূপম ৷ এর পর, অঙ্কিতার শ্বাসরোধ করে তাঁকে খুন করেন ওই বিএসএফ জওয়ান ৷ অঙ্কিতার বাপের বাড়ির তরফে অভিযোগ করে হয়েছে, খুনের পর তাঁর দেহ দড়ি দিয়ে ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দিয়েছিলেন রূপম ৷ যাতে সকলের ধারণা হয়, তিনি নিজেই আত্মহত্যা করেছেন ৷ অঙ্কিতার পরিবারের লোকেদেরও বলা হয় তিনি আত্মহত্যা করেছেন ৷

যদিও, দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখে অঙ্কিতার বাপের বাড়ির সদস্যদের সন্দেহ হওয়ায়, তাঁরা বসিরহাট থানায় খুনের অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ অভিযুক্ত রূপম সরকারকে গ্রেফতার করেছে ৷ তবে, খুন না আত্মহত্যা তা, এখনই নিশ্চিত করে পুলিশ কিছু জানায়নি ৷ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.