বারাসত, 27 নভেম্বর : অসুস্থ বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে বারাসত হাসপাতালে ভরতি করলেন তৃণমূল নেতা একেএম ফারহাদ । শুধু হাসপাতালে ভরতি করাই নয়,অসুস্থ ওই বৃদ্ধার চিকিৎসার যাবতীয় ব্যবস্থাও করেন ৷ তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বারাসত জেলা পারিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষের দায়িত্বেও রয়েছেন তিনি।
গতকাল দুপুরে গাড়িতে করে দেগঙ্গার বাড়ি থেকে বারাসতে জেলা পারিষদ ভবনে আসছিলেন এই তৃণমূল নেতা৷ সেই সময় রাস্তার ধারে এক বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি৷ গাড়ি থামিয়ে ওই বৃদ্ধার কাছে যান৷ নাম, পরিচয় জিজ্ঞাসা করেন। কিন্তু শারীরিক সমস্যা থাকায় কথা বলতে পারছিলেন না ওই বৃদ্ধা। এরপরই নিজের গাড়িতে করে বৃদ্ধাকে বারাসত হাসপাতালে নিয়ে যান তিনি। হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভরতির ব্যবস্থা করেন।
হাসপাতালে সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে ভুগছেন ওই বৃদ্ধা।তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। এবিষয়ে একেএম ফারহাদ বলেন, "মানুষ হিসেবে ওই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছি।তাঁর পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। উনি একটু সুস্থ হলে পরিচয় জেনে বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। আগামী দিনেও এভাবেই মানুষের পাশে থাকতে চাই৷"