ETV Bharat / state

CPIM Secretariat Committee : উত্তর 24 পরগনায় সিপিএমের নয়া সম্পাদক মণ্ডলীতে নেই গৌতম-নেপাল - উত্তর 24 পরগনা সিপিআইএম

জেলা কমিটি গঠন থেকে শিক্ষা (CPIM Secretariat Committee)? জটিলতা এড়িয়ে ঐক‍্যমত্যের ভিত্তিতে গঠিত হল সিপিএমের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলী (North 24 parganas CPIM)। বাদ পড়লেন গৌতম দেব এবং নেপালদেব ভট্টাচার্য ।

new-secretariat-committee-of-cpim-formed-for-north-24-parganas
উত্তর 24 পরগনায় সিপিএমের নয়া সম্পাদক মণ্ডলীতে নেই গৌতম-নেপাল
author img

By

Published : Jun 5, 2022, 3:32 PM IST

বারাসত, 5 জুন: জটিলতা এড়িয়ে শেষ পর্যন্ত ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত হল সিপিএমের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলী (CPIM Secretariat Committee)। যা দেখা যায়নি জেলা কমিটি গঠনের ক্ষেত্রে । সেই কমিটি গঠন করতে গিয়ে বিস্তর জলঘোলা এবং জটিলতা তৈরি হয়েছিল জেলা সিপিএমের অন্দরে । এমনকী ভোটাভুটি পর্যন্ত করতে হয়েছিল জেলা কমিটি গঠন করতে গিয়ে । তা থেকে শিক্ষা নিয়েই কি ঐক্যমত্যের ভিত্তিতে জেলা সম্পাদক মণ্ডলী গঠনের পথে হাঁটল সিপিআইএম নেতৃত্ব ? উত্তর না মিললেও এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

দলীয় সূত্রে খবর, 17 জনের জেলা সম্পাদক মণ্ডলীতে এ বার স্থান হয়নি সিপিএমের পরিচিত মুখ, দুই বর্ষীয়ান নেতা গৌতম দেব এবং নেপালদেব ভট্টাচার্যের ।তাঁদের বাদ দিয়েই শনিবার সিপিএমের নতুন জেলা সম্পাদক মণ্ডলী গঠন করা হয়েছে । তবে অভিজ্ঞ এবং দলের তীক্ষ্ম নেতৃত্ব হিসেবে পরিচিত গৌতম দেবকে জেলা সম্পাদক মণ্ডলীতে রাখার পক্ষে সওয়াল করেছিলেন কয়েকজন । যদিও তা ধোপে টেকেনি শেষ পর্যন্ত ।

দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে রাজনীতির মূল স্রোত থেকে বাইরে রয়েছেন সিপিআইএম নেতা গৌতম দেব । দলীয় কর্মসূচিতেও তাঁকে আর আগের মতো নেতৃত্ব দিতে দেখা যায় না । অসুস্থতা এবং বয়সের কারণে রাজ্য কমিটিতেও জায়গা হয়নি এই নেতার । একইসঙ্গে রাজ্য কমিটি থেকে বাদ যান সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর নেতা নেপালদেব ভট্টাচার্যও । এ বার সিপিআইএমের এই দুই নেতাই বাদ পড়লেন জেলা সম্পাদক মণ্ডলী থেকে ।

আরও পড়ুন: Salim Criticises CM : শিল্প প্রতিশ্রুতির নামে মিথ্যাচার, সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা সেলিমের

জেলা সম্পাদক মণ্ডলী গঠনের সময় শনিবার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে হাজির ছিলেন দলের দুই রাজ্য নেতা সুজন চক্রবর্তী এবং শ্রীদীপ ভট্টাচার্য । সূত্রের খবর, তাঁদের সামনেই জেলা কমিটি গঠন নিয়ে অসন্তোষ ও ক্ষোভের কথা তুলে ধরেন কয়েকজন । তবে এতকিছুর পরও মসৃণ ভাবেই মিটেছে জেলা সম্পাদক মণ্ডলী গঠন প্রক্রিয়া ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, 17 জনের নতুন জেলা সম্পাদক মণ্ডলীতে আমন্ত্রিত সদস্য দু'জন । নতুন মুখের মধ্যে রয়েছেন সিপিএমের যুব সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র, প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, মহিলা নেত্রী আত্রেয়ী গুহ, দেবশঙ্কর রায়চৌধুরী, রাজীব বিশ্বাস প্রমুখ । আমন্ত্রিত সদস্যদের মধ্যে নতুন মুখ হিসেবে তুলে আনা হয়েছে রাজু আহমেদকে ।

এ দিকে, উত্তর 24 পরগনা জেলার পরিধি এবং গুরুত্বের কথা বিচার করে পরবর্তীতে জেলা সম্পাদক মণ্ডলীতে আরও দু'জনকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে খবর সিপিএম সূত্রে ।

বারাসত, 5 জুন: জটিলতা এড়িয়ে শেষ পর্যন্ত ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত হল সিপিএমের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলী (CPIM Secretariat Committee)। যা দেখা যায়নি জেলা কমিটি গঠনের ক্ষেত্রে । সেই কমিটি গঠন করতে গিয়ে বিস্তর জলঘোলা এবং জটিলতা তৈরি হয়েছিল জেলা সিপিএমের অন্দরে । এমনকী ভোটাভুটি পর্যন্ত করতে হয়েছিল জেলা কমিটি গঠন করতে গিয়ে । তা থেকে শিক্ষা নিয়েই কি ঐক্যমত্যের ভিত্তিতে জেলা সম্পাদক মণ্ডলী গঠনের পথে হাঁটল সিপিআইএম নেতৃত্ব ? উত্তর না মিললেও এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

দলীয় সূত্রে খবর, 17 জনের জেলা সম্পাদক মণ্ডলীতে এ বার স্থান হয়নি সিপিএমের পরিচিত মুখ, দুই বর্ষীয়ান নেতা গৌতম দেব এবং নেপালদেব ভট্টাচার্যের ।তাঁদের বাদ দিয়েই শনিবার সিপিএমের নতুন জেলা সম্পাদক মণ্ডলী গঠন করা হয়েছে । তবে অভিজ্ঞ এবং দলের তীক্ষ্ম নেতৃত্ব হিসেবে পরিচিত গৌতম দেবকে জেলা সম্পাদক মণ্ডলীতে রাখার পক্ষে সওয়াল করেছিলেন কয়েকজন । যদিও তা ধোপে টেকেনি শেষ পর্যন্ত ।

দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে রাজনীতির মূল স্রোত থেকে বাইরে রয়েছেন সিপিআইএম নেতা গৌতম দেব । দলীয় কর্মসূচিতেও তাঁকে আর আগের মতো নেতৃত্ব দিতে দেখা যায় না । অসুস্থতা এবং বয়সের কারণে রাজ্য কমিটিতেও জায়গা হয়নি এই নেতার । একইসঙ্গে রাজ্য কমিটি থেকে বাদ যান সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর নেতা নেপালদেব ভট্টাচার্যও । এ বার সিপিআইএমের এই দুই নেতাই বাদ পড়লেন জেলা সম্পাদক মণ্ডলী থেকে ।

আরও পড়ুন: Salim Criticises CM : শিল্প প্রতিশ্রুতির নামে মিথ্যাচার, সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা সেলিমের

জেলা সম্পাদক মণ্ডলী গঠনের সময় শনিবার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে হাজির ছিলেন দলের দুই রাজ্য নেতা সুজন চক্রবর্তী এবং শ্রীদীপ ভট্টাচার্য । সূত্রের খবর, তাঁদের সামনেই জেলা কমিটি গঠন নিয়ে অসন্তোষ ও ক্ষোভের কথা তুলে ধরেন কয়েকজন । তবে এতকিছুর পরও মসৃণ ভাবেই মিটেছে জেলা সম্পাদক মণ্ডলী গঠন প্রক্রিয়া ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, 17 জনের নতুন জেলা সম্পাদক মণ্ডলীতে আমন্ত্রিত সদস্য দু'জন । নতুন মুখের মধ্যে রয়েছেন সিপিএমের যুব সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র, প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, মহিলা নেত্রী আত্রেয়ী গুহ, দেবশঙ্কর রায়চৌধুরী, রাজীব বিশ্বাস প্রমুখ । আমন্ত্রিত সদস্যদের মধ্যে নতুন মুখ হিসেবে তুলে আনা হয়েছে রাজু আহমেদকে ।

এ দিকে, উত্তর 24 পরগনা জেলার পরিধি এবং গুরুত্বের কথা বিচার করে পরবর্তীতে জেলা সম্পাদক মণ্ডলীতে আরও দু'জনকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে খবর সিপিএম সূত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.