বারাসত, 5 জুন: জটিলতা এড়িয়ে শেষ পর্যন্ত ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত হল সিপিএমের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলী (CPIM Secretariat Committee)। যা দেখা যায়নি জেলা কমিটি গঠনের ক্ষেত্রে । সেই কমিটি গঠন করতে গিয়ে বিস্তর জলঘোলা এবং জটিলতা তৈরি হয়েছিল জেলা সিপিএমের অন্দরে । এমনকী ভোটাভুটি পর্যন্ত করতে হয়েছিল জেলা কমিটি গঠন করতে গিয়ে । তা থেকে শিক্ষা নিয়েই কি ঐক্যমত্যের ভিত্তিতে জেলা সম্পাদক মণ্ডলী গঠনের পথে হাঁটল সিপিআইএম নেতৃত্ব ? উত্তর না মিললেও এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।
দলীয় সূত্রে খবর, 17 জনের জেলা সম্পাদক মণ্ডলীতে এ বার স্থান হয়নি সিপিএমের পরিচিত মুখ, দুই বর্ষীয়ান নেতা গৌতম দেব এবং নেপালদেব ভট্টাচার্যের ।তাঁদের বাদ দিয়েই শনিবার সিপিএমের নতুন জেলা সম্পাদক মণ্ডলী গঠন করা হয়েছে । তবে অভিজ্ঞ এবং দলের তীক্ষ্ম নেতৃত্ব হিসেবে পরিচিত গৌতম দেবকে জেলা সম্পাদক মণ্ডলীতে রাখার পক্ষে সওয়াল করেছিলেন কয়েকজন । যদিও তা ধোপে টেকেনি শেষ পর্যন্ত ।
দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে রাজনীতির মূল স্রোত থেকে বাইরে রয়েছেন সিপিআইএম নেতা গৌতম দেব । দলীয় কর্মসূচিতেও তাঁকে আর আগের মতো নেতৃত্ব দিতে দেখা যায় না । অসুস্থতা এবং বয়সের কারণে রাজ্য কমিটিতেও জায়গা হয়নি এই নেতার । একইসঙ্গে রাজ্য কমিটি থেকে বাদ যান সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর নেতা নেপালদেব ভট্টাচার্যও । এ বার সিপিআইএমের এই দুই নেতাই বাদ পড়লেন জেলা সম্পাদক মণ্ডলী থেকে ।
জেলা সম্পাদক মণ্ডলী গঠনের সময় শনিবার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে হাজির ছিলেন দলের দুই রাজ্য নেতা সুজন চক্রবর্তী এবং শ্রীদীপ ভট্টাচার্য । সূত্রের খবর, তাঁদের সামনেই জেলা কমিটি গঠন নিয়ে অসন্তোষ ও ক্ষোভের কথা তুলে ধরেন কয়েকজন । তবে এতকিছুর পরও মসৃণ ভাবেই মিটেছে জেলা সম্পাদক মণ্ডলী গঠন প্রক্রিয়া ।
দলীয় সূত্রে জানা গিয়েছে, 17 জনের নতুন জেলা সম্পাদক মণ্ডলীতে আমন্ত্রিত সদস্য দু'জন । নতুন মুখের মধ্যে রয়েছেন সিপিএমের যুব সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র, প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, মহিলা নেত্রী আত্রেয়ী গুহ, দেবশঙ্কর রায়চৌধুরী, রাজীব বিশ্বাস প্রমুখ । আমন্ত্রিত সদস্যদের মধ্যে নতুন মুখ হিসেবে তুলে আনা হয়েছে রাজু আহমেদকে ।
এ দিকে, উত্তর 24 পরগনা জেলার পরিধি এবং গুরুত্বের কথা বিচার করে পরবর্তীতে জেলা সম্পাদক মণ্ডলীতে আরও দু'জনকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে খবর সিপিএম সূত্রে ।