ETV Bharat / state

Netaji statue vandalised : কাঁচরাপাড়ায় নেতাজির মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা - Netaji statue vandalised

কাঁচরাপাড়া 10 নম্বর ওয়ার্ড সংলগ্ন বিনোদ নগর খেলার মাঠে থাকা নেতাজির আবক্ষ মূর্তিটি গভীর রাতে কেউ বা কারা ভেঙে টুকরো টুকরো করে দেয় ৷ সকালবেলায় এই দৃশ্য দেখে চোখ কপালে ওঠে স্থানীয়দের ৷

netaji subhas chandra bose statue vandalised
কাঁচরাপাড়ায় নেতাজির মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা
author img

By

Published : Dec 13, 2021, 6:31 PM IST

Updated : Dec 13, 2021, 9:14 PM IST

কাঁচরাপাড়া, 13 ডিসেম্বর : আবারও মণীষিদের মূর্তি ভাঙার ঘটনা ঘটল এ রাজ্যে ৷ সোমবার উত্তর 24 পরগনার কাঁচড়াপাড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা ৷ কাঁচরাপাড়ার বিনোদ নগর খেলার মাঠে রয়েছে মূর্তিটি ৷

কাঁচরাপাড়া 10 নম্বর ওয়ার্ড সংলগ্ন বিনোদ নগর খেলার মাঠে নেতাজির আবক্ষ মূর্তিটি গভীর রাতে কেউ বা কারা ভেঙে টুকরো টুকরো করে দেয় ৷ সকালবেলায় এই দৃশ্য দেখে চোখ কপালে ওঠে স্থানীয়দের ৷ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষরা ৷ কালো কাপড় বেঁধে, মোমবাতি জ্বালিয়ে ধিক্কার জানান স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার পুলিশ । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Netaji death mystery : নেতাজি কি জীবিত ? আট সপ্তাহের মধ্যে কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রাতের অন্ধকারে যারাই এই কাজ করে থাকুক তারা খুবই অন্যায় করেছে । এভাবে একজন দেশনায়কের মূর্তি ভেঙে ফেলা মানে তাঁকে অপমান করা । দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ৷

কাঁচরাপাড়া, 13 ডিসেম্বর : আবারও মণীষিদের মূর্তি ভাঙার ঘটনা ঘটল এ রাজ্যে ৷ সোমবার উত্তর 24 পরগনার কাঁচড়াপাড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা ৷ কাঁচরাপাড়ার বিনোদ নগর খেলার মাঠে রয়েছে মূর্তিটি ৷

কাঁচরাপাড়া 10 নম্বর ওয়ার্ড সংলগ্ন বিনোদ নগর খেলার মাঠে নেতাজির আবক্ষ মূর্তিটি গভীর রাতে কেউ বা কারা ভেঙে টুকরো টুকরো করে দেয় ৷ সকালবেলায় এই দৃশ্য দেখে চোখ কপালে ওঠে স্থানীয়দের ৷ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষরা ৷ কালো কাপড় বেঁধে, মোমবাতি জ্বালিয়ে ধিক্কার জানান স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার পুলিশ । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Netaji death mystery : নেতাজি কি জীবিত ? আট সপ্তাহের মধ্যে কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রাতের অন্ধকারে যারাই এই কাজ করে থাকুক তারা খুবই অন্যায় করেছে । এভাবে একজন দেশনায়কের মূর্তি ভেঙে ফেলা মানে তাঁকে অপমান করা । দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ৷

Last Updated : Dec 13, 2021, 9:14 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.