ETV Bharat / state

খুনের ঘটনা অতীত, রবীন্দ্র নৃত্যনাট্যকে আঁকড়ে ধরে নিজেকে চেনাচ্ছে বারাসতের মনুয়া - Burdwan jail

'ক্ষমা করো নাথ, ক্ষমা করো, এ পাপের যে অভিসম্পাত হোক বিধাতার হাতে নিদারুণতার', নাচের তালে নিজেকে নতুন করে চেনাচ্ছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মনুয়া মজুমদার ৷

Monua Majumdar
মনুয়া মজুমদার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 10:48 PM IST

Updated : Dec 4, 2023, 6:57 PM IST

রবীন্দ্র নৃত্যনাট্যকে আঁকড়ে ধরে নিজেকে চেনাচ্ছে বারাসতের মনুয়া

বর্ধমান, 3 ডিসেম্বর: 2017 সালে বারাসতের হৃদয়পুরে প্রেমিকের সঙ্গে যোগসাজস করে স্বামীকে খুন করেছিল মনুয়া মজুমদার । সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল ৷ খবরের শিরোনামে উঠে এসেছিল মনুয়া ৷ তবে সেই খুনের ঘটনা আজ অতীত, রবীন্দ্র নৃত্যনাট্যকে আঁকড়ে ধরে নিজেকে নতুন করে চেনাচ্ছে এই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৷ বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারেই বর্তমানে ঠাঁই হয়েছে 32 বছরের মনুয়ার ৷ চার দেওয়ালের মাঝে নৃত্যের তালে নিজের অতীতকে ভুলতে চাইছে সে ।

রবীন্দ্র ও আধুনিক নৃত্যের পাশাপাশি লেখালেখি কিংবা সংশোধনাগারের কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই আজ মনুয়া মজুমদার । তার নেতৃত্বেই চলে অনুষ্ঠানের মহড়া । 'ক্ষমা করো নাথ, ক্ষমা করো, এ পাপের যে অভিসম্পাত হোক বিধাতার হাতে নিদারুণতার', 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে' কিংবা 'আলোকের এই ঝরণা ধারায় ধুইয়ে দাও'-এর গানের তালে মনুয়ার পরিবেশনকে উপভোগ করে দর্শকও । মনুয়ার এই প্রতিভায় খুশি তার নাচের প্রশিক্ষক থেকে জেল কর্তৃপক্ষ সকলেই ।

সংশোধনাগারের নৃত্য প্রশিক্ষক মেহবুব হাসান জানান, মনুয়া মজুমদার বছর দেড়েক আগে বর্ধমান কেন্দ্রীয় সংশোধাগারে আসে । মনুয়া অন্যান্যদের চেয়ে বেশ ভালো নৃত্যশিল্পী । ছোট থেকেই সে নাচের মধ্যে আছে । এখানে ক্লাসিকাল নাচের তো বিশেষ চর্চা হয় না। মূলত রবীন্দ্রনৃত্য, আধুনিক গানের উপর নৃত্য, ফোক ড্যান্স করানো হয় এখানে । সেগুলো মনুয়া খুব তাড়াতাড়ি রপ্ত করে নেয় । অন্যদের সঙ্গে তার তফাত হচ্ছে অন্যান্যদের মতো তাকে শেখাতে বিশেষ পরিশ্রম করতে হয় না ।

Burdwan Central Correctional Home
বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের সঙ্গে নৃত্য মনুয়ার

তিনি বলেন,"আমার তো মনে হয় সে যখন সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে সমাজের মূল স্রোতে ফিরবে তখন নৃত্য নিয়ে নিজের কেরিয়ার গড়ার কথা ভাবতে পারে । রবীন্দ্র নৃত্যের প্রতি তার খুব আগ্রহ । আমরা 'শ্যামা' নৃত্যনাট্য নিয়ে আপাতত রিহের্সাল করছি । শ্যামার চরিত্রে মনুয়াই আছে । এর আগে 'চন্ডালিকা' ও 'চিত্রাঙ্গদা'তে সফলভাবে নৃত্য পরিবেশন করেছে মনুয়া ।"

Burdwan Central Correctional Home
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মনুয়া মজুমদারের নৃত্য পরিবেশন

ডি আইজি বহরমপুর নবীনকুমার সাহা বলেন, "মানুষের মনের পরিবর্তন আনার জন্য জেল কর্তৃপক্ষ সচেষ্ট আছে । আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষের একটা স্বাভাবিক সততা আছে । মানুষ বিভিন্নরকম পরিস্থিতিতে অপরাধ করে ফেলে । কিন্তু তার মানেই যে তার জীবন শেষ হয়ে গেল সেটা আমরা মনে করি না । সেই প্রতিভাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আবাসিকদের নাচ গান-সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি ভোকেশনাল ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয় । সংশোধনাগারের পক্ষ থেকে বিভিন্ন উৎসব, মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবাসিকরা অংশ নেয় । মনুয়ার মতো যারা এখানে আছেন তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য ।"

প্রসঙ্গত, 2017 সালের মে মাসে বারাসতের হৃদয়পুরের নিজের বাড়িতে খুন হন অনুপম সিংহ । সেই ঘটনায় 2019 সালের 26 জুলাই অনুপমের স্ত্রী মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় বারাসত আদালত ।

আরও পড়ুন:

  1. অনুপম হত্যা মামলা : মনুয়া ও অজিতের যাবজ্জীবন
  2. অনুপম হত্যা মামলায় দোষীসাব্যস্ত মনুয়া-অজিত, কাল সাজা ঘোষণা
  3. মনমরা মনুয়া, রাগে ফুঁসছিল অজিত !

রবীন্দ্র নৃত্যনাট্যকে আঁকড়ে ধরে নিজেকে চেনাচ্ছে বারাসতের মনুয়া

বর্ধমান, 3 ডিসেম্বর: 2017 সালে বারাসতের হৃদয়পুরে প্রেমিকের সঙ্গে যোগসাজস করে স্বামীকে খুন করেছিল মনুয়া মজুমদার । সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল ৷ খবরের শিরোনামে উঠে এসেছিল মনুয়া ৷ তবে সেই খুনের ঘটনা আজ অতীত, রবীন্দ্র নৃত্যনাট্যকে আঁকড়ে ধরে নিজেকে নতুন করে চেনাচ্ছে এই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৷ বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারেই বর্তমানে ঠাঁই হয়েছে 32 বছরের মনুয়ার ৷ চার দেওয়ালের মাঝে নৃত্যের তালে নিজের অতীতকে ভুলতে চাইছে সে ।

রবীন্দ্র ও আধুনিক নৃত্যের পাশাপাশি লেখালেখি কিংবা সংশোধনাগারের কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই আজ মনুয়া মজুমদার । তার নেতৃত্বেই চলে অনুষ্ঠানের মহড়া । 'ক্ষমা করো নাথ, ক্ষমা করো, এ পাপের যে অভিসম্পাত হোক বিধাতার হাতে নিদারুণতার', 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে' কিংবা 'আলোকের এই ঝরণা ধারায় ধুইয়ে দাও'-এর গানের তালে মনুয়ার পরিবেশনকে উপভোগ করে দর্শকও । মনুয়ার এই প্রতিভায় খুশি তার নাচের প্রশিক্ষক থেকে জেল কর্তৃপক্ষ সকলেই ।

সংশোধনাগারের নৃত্য প্রশিক্ষক মেহবুব হাসান জানান, মনুয়া মজুমদার বছর দেড়েক আগে বর্ধমান কেন্দ্রীয় সংশোধাগারে আসে । মনুয়া অন্যান্যদের চেয়ে বেশ ভালো নৃত্যশিল্পী । ছোট থেকেই সে নাচের মধ্যে আছে । এখানে ক্লাসিকাল নাচের তো বিশেষ চর্চা হয় না। মূলত রবীন্দ্রনৃত্য, আধুনিক গানের উপর নৃত্য, ফোক ড্যান্স করানো হয় এখানে । সেগুলো মনুয়া খুব তাড়াতাড়ি রপ্ত করে নেয় । অন্যদের সঙ্গে তার তফাত হচ্ছে অন্যান্যদের মতো তাকে শেখাতে বিশেষ পরিশ্রম করতে হয় না ।

Burdwan Central Correctional Home
বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের সঙ্গে নৃত্য মনুয়ার

তিনি বলেন,"আমার তো মনে হয় সে যখন সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে সমাজের মূল স্রোতে ফিরবে তখন নৃত্য নিয়ে নিজের কেরিয়ার গড়ার কথা ভাবতে পারে । রবীন্দ্র নৃত্যের প্রতি তার খুব আগ্রহ । আমরা 'শ্যামা' নৃত্যনাট্য নিয়ে আপাতত রিহের্সাল করছি । শ্যামার চরিত্রে মনুয়াই আছে । এর আগে 'চন্ডালিকা' ও 'চিত্রাঙ্গদা'তে সফলভাবে নৃত্য পরিবেশন করেছে মনুয়া ।"

Burdwan Central Correctional Home
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মনুয়া মজুমদারের নৃত্য পরিবেশন

ডি আইজি বহরমপুর নবীনকুমার সাহা বলেন, "মানুষের মনের পরিবর্তন আনার জন্য জেল কর্তৃপক্ষ সচেষ্ট আছে । আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষের একটা স্বাভাবিক সততা আছে । মানুষ বিভিন্নরকম পরিস্থিতিতে অপরাধ করে ফেলে । কিন্তু তার মানেই যে তার জীবন শেষ হয়ে গেল সেটা আমরা মনে করি না । সেই প্রতিভাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আবাসিকদের নাচ গান-সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি ভোকেশনাল ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয় । সংশোধনাগারের পক্ষ থেকে বিভিন্ন উৎসব, মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবাসিকরা অংশ নেয় । মনুয়ার মতো যারা এখানে আছেন তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য ।"

প্রসঙ্গত, 2017 সালের মে মাসে বারাসতের হৃদয়পুরের নিজের বাড়িতে খুন হন অনুপম সিংহ । সেই ঘটনায় 2019 সালের 26 জুলাই অনুপমের স্ত্রী মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় বারাসত আদালত ।

আরও পড়ুন:

  1. অনুপম হত্যা মামলা : মনুয়া ও অজিতের যাবজ্জীবন
  2. অনুপম হত্যা মামলায় দোষীসাব্যস্ত মনুয়া-অজিত, কাল সাজা ঘোষণা
  3. মনমরা মনুয়া, রাগে ফুঁসছিল অজিত !
Last Updated : Dec 4, 2023, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.