ETV Bharat / state

নোয়াপাড়ায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা - miscreants

ব্যারাকপুর লোকসভা নির্বাচনে নোয়াপাড়া কেন্দ্রের 66 নম্বর বুথে তৃণমূল এজেন্ট হিসাবে কাজ করছিলেন রাজু সিং ।

তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা
author img

By

Published : May 9, 2019, 4:17 AM IST

ব্যারাকপুর, 9 মে : এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা । জখম তৃণমূল কর্মীর নাম রাজু সিং ( 35 ) । গতকাল সন্ধেবেলা ঘটনাটি ঘটে নোয়াপাড়ার পিনকল মোড়ে । গুরুতর জখম অবস্থায় রাজু সিংকে প্রথমে ব্যারাকপুর B N বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত রাজু সিং । তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নোয়াপাড়া 66 নম্বর বুথে তৃণমূলের এজেন্ট ছিলেন । সন্ধেবেলা পিনকল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন । সেসময় 3 জন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে ধারালো অস্ত্রের কোর মারে । একাধিকবার কোপ মারা হয় । তারপর দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় ।

জগদ্দল থানার পুলিশ সূত্রে খবর, কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা এখনও তদন্তকারীরা জানতে পারেননি । তবে ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে । এদিকে এই খবর চাউর হতেই ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে । স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা কয়েকটি দোকানে ভাঙচুর চালায় ।

ব্যারাকপুর, 9 মে : এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা । জখম তৃণমূল কর্মীর নাম রাজু সিং ( 35 ) । গতকাল সন্ধেবেলা ঘটনাটি ঘটে নোয়াপাড়ার পিনকল মোড়ে । গুরুতর জখম অবস্থায় রাজু সিংকে প্রথমে ব্যারাকপুর B N বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত রাজু সিং । তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নোয়াপাড়া 66 নম্বর বুথে তৃণমূলের এজেন্ট ছিলেন । সন্ধেবেলা পিনকল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন । সেসময় 3 জন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে ধারালো অস্ত্রের কোর মারে । একাধিকবার কোপ মারা হয় । তারপর দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় ।

জগদ্দল থানার পুলিশ সূত্রে খবর, কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা এখনও তদন্তকারীরা জানতে পারেননি । তবে ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে । এদিকে এই খবর চাউর হতেই ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে । স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা কয়েকটি দোকানে ভাঙচুর চালায় ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.