বসিরহাট, 29 নভেম্বর: মুখ্যমন্ত্রীর ধমককের পরেই তড়িঘড়ি বিডিও অফিস থেকে শীতবস্ত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল কম্বল বোঝাই গাড়ি । বরাত জোরে প্রাণে বাঁচলেন গাড়ির চালক । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের ঘোষপাড়ায় (matador loaded with winter wears overturned in Hingalganj)। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে ।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ম্যাটাডোর গাড়িটির গতিবেগ ছিল যথেষ্ট । তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে কম্বল বোঝাই ওই গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের লাইট পোস্টে । ফলে গাড়ির সামনে ও পিছনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে । গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছে লাইট পোস্ট-ও । দুর্ঘটনায় বেশকিছু শীতবস্ত্র পড়ে যায় গাড়ি থেকে । পরে সেগুলি ফের নির্দিষ্ট স্থানে পাঠানোর প্রক্রিয়া শুরু করে প্রশাসন (matador overturned in Hingalganj)৷
আরও পড়ুন: সামসেরনগরে বিতরণের শীতবস্ত্র মঞ্চে না পৌঁছানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে হিঙ্গলগঞ্জের সামসেরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সরকারি কর্মসূচি ছিল ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে শীতবস্ত্র বিতরণের কথা ছিল তাঁর ৷ কিন্তু তাঁর অনুষ্ঠান শুরু হয়ে গেলেও তখনও সেখানে পৌঁছয়নি 15 হাজার শীতবস্ত্র ৷ এই বিষয়টি জানতে পেরেই প্রকাশ্যে মুখ্যমন্ত্রী ধমক দেন আধিকারিকদের । কোথায় গেল শীতবস্ত্র ? কোথায় রাখা হয়েছে সেগুলি ? এইসব প্রশ্ন তুলে আইসি, বিডিও এবং ডিএম-কে রীতিমতো ভর্ৎসনা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান । তারই মধ্যে মুখ্যমন্ত্রী জানতে পারেন, তাঁর দেওয়া শীতবস্ত্র মজুত করে রাখা হয়েছে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে । বিডিও-কে তড়িঘড়ি সেই শীতবস্ত্র নিয়ে আসার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
যতক্ষণ না শীতবস্ত্র মঞ্চে এসে পৌঁছচ্ছে ততক্ষণ তিনি মঞ্চেই বসে থাকবেন বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আমিও বসলাম । আপনারাও বসে পড়ুন।" এর মিনিট পনেরো পর এক হাজার শীতবস্ত্র এনে মুখ্যমন্ত্রীর মানভঞ্জনের চেষ্টা করা হয় কোনও রকমে । তখনকার মতো হাজার খানেক শীতবস্ত্র উপভোক্তার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী । বাকি শীতবস্ত্র-ই বিডিও অফিস থেকে এদিন বিকেলে দুটি ম্যাটাডোর করে নিয়ে যাওয়া হচ্ছিল সামসেরনগরের দিকে । হাসনাবাদ-লেবুখালি রোড দিয়ে যাওয়ার সময় আচমকাই বিপত্তি ঘটে পিছনের গাড়িটিতে । নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গাড়িটি গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে লাইট পোস্টে । বিকট শব্দে শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায় । পরে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও । এই বিষয়ে হারান ঘোষ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, "মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে তাড়াহুড়ো করে শীতবস্ত্র নিয়ে যেতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।"