ETV Bharat / state

Dunlop Fire: ডানলপ মোড়ে বহুতলে ভয়াবহ আগুন - ডানলপ আগুন

ডানলপ মোড়ের একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Dunlop Fire) ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । প্রদীপের শিখা থেকে কোনওভাবে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে ।

Dunlop Fire
ডানলপ মোড়ে বহুতলে বিধ্বংসী আগুন
author img

By

Published : Nov 2, 2022, 1:57 PM IST

Updated : Nov 2, 2022, 2:23 PM IST

বরানগর, 2 নভেম্বর: সাতসকালে বিধ্বংসী আগুনে পুড়লল উত্তর 24 পরগনার ডানলপ মোড়ের একটি বহুতল ।এর জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিটি রোড সংলগ্ন এলাকায় (Dunlop Fire) ।

সূত্রের খবর, বহুতলের তিনতলা থেকে প্রথমে কালো ধোঁয়া বেরতে দেখা যায় । সেই ধোঁয়ায় ঢাকা পড়ে যায় গোটা এলাকা । কয়েক মুহূর্তের আগুন ভয়াবহ চেহারা নেয় । আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব‍্যবসায়ীরা । তাঁরাই খবর দেয় দমকলে । খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন প্রথমে আসে ঘটনাস্থলে । কিন্তু আগুন আয়ত্তে না আসায় পরে আরও একটি দমকলের ইঞ্জিনকে নিয়ে আসা হয় সেখানে । তিনটি ইঞ্জিনের সাহায্যে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতার শেষে আগুন আয়ত্তে আনতে সমর্থ্য হন ।

আগুনের জেরে বহুতলের ওই তিনতলায় বসবাসকারী কয়েকজন আটকে পড়েন ঘরের ভিতরে । তাঁদের দমকলের র‍্যাডারের মাধ্যমে নীচে নামিয়ে নিয়ে আসা হয় । বহুতলের দোতলায় একটি বেসরকারি ব‍্যাংক রয়েছে । আগুন যদি সেই ব‍্যাংকে গিয়ে পৌঁছত, তাহলে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও থাকত বলে ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের । যদিও তা হয়ে ওঠেনি কেবলমাত্র দমকলের দক্ষতায় ।

ডানলপ মোড়ে বহুতলে বিধ্বংসী আগুন

আরও পড়ুন: শালিমারের 5 নম্বর গেট এলাকায় আগুন, পুড়ে ছাই 8টি দোকান

এদিকে আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও অনুমান করা হচ্ছে, প্রদীপের শিখা থেকে কোনওভাবে আগুন লেগে থাকতে পারে ওই বহুতলে । ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ ।

বরানগর, 2 নভেম্বর: সাতসকালে বিধ্বংসী আগুনে পুড়লল উত্তর 24 পরগনার ডানলপ মোড়ের একটি বহুতল ।এর জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিটি রোড সংলগ্ন এলাকায় (Dunlop Fire) ।

সূত্রের খবর, বহুতলের তিনতলা থেকে প্রথমে কালো ধোঁয়া বেরতে দেখা যায় । সেই ধোঁয়ায় ঢাকা পড়ে যায় গোটা এলাকা । কয়েক মুহূর্তের আগুন ভয়াবহ চেহারা নেয় । আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব‍্যবসায়ীরা । তাঁরাই খবর দেয় দমকলে । খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন প্রথমে আসে ঘটনাস্থলে । কিন্তু আগুন আয়ত্তে না আসায় পরে আরও একটি দমকলের ইঞ্জিনকে নিয়ে আসা হয় সেখানে । তিনটি ইঞ্জিনের সাহায্যে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতার শেষে আগুন আয়ত্তে আনতে সমর্থ্য হন ।

আগুনের জেরে বহুতলের ওই তিনতলায় বসবাসকারী কয়েকজন আটকে পড়েন ঘরের ভিতরে । তাঁদের দমকলের র‍্যাডারের মাধ্যমে নীচে নামিয়ে নিয়ে আসা হয় । বহুতলের দোতলায় একটি বেসরকারি ব‍্যাংক রয়েছে । আগুন যদি সেই ব‍্যাংকে গিয়ে পৌঁছত, তাহলে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও থাকত বলে ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের । যদিও তা হয়ে ওঠেনি কেবলমাত্র দমকলের দক্ষতায় ।

ডানলপ মোড়ে বহুতলে বিধ্বংসী আগুন

আরও পড়ুন: শালিমারের 5 নম্বর গেট এলাকায় আগুন, পুড়ে ছাই 8টি দোকান

এদিকে আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও অনুমান করা হচ্ছে, প্রদীপের শিখা থেকে কোনওভাবে আগুন লেগে থাকতে পারে ওই বহুতলে । ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : Nov 2, 2022, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.