ETV Bharat / state

টোটোয় চেপে মদ বিক্রি, পুলিশ আসার আগেই পালাল অভিযুক্ত - n24

বেয়াড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুলাল এভাবে মদ বিক্রি করছে । আগেও তাকে গ্রেপ্তার করেছিল বাগদা থানার পুলিশ । সম্প্রতি সে ফের এই ব্যবসা শুরু করেছিল ।

alcohol
author img

By

Published : Oct 16, 2019, 4:53 AM IST

Updated : Oct 16, 2019, 7:58 PM IST

বাগদা, 16 অক্টোবর : উত্তর 24 পরগনার বাগদা থানার বেয়াড়া এলাকায় দুলাল বিশ্বাস নামে এক ব্যক্তি টোটোয় চেপে বেআইনিভাবে মদ বিক্রি করত বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দারা গতকাল দুলালের টোটো আটক করেন । গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হয় দেশি ও বিদেশি মদের একাধিক বোতল । দুলালকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা । কিন্তু পুলিশ আসার আগেই সবার চোখে ধুলো দিয়ে সে পালিয়ে যায়। বাগদা থানার পুলিশ এসে মদের বোতল ও টোটো বাজেয়াপ্ত করে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও দুলাল পুলিশে হাতে ধরা পড়েছিল । তাকে বার বার নিষেধ করা সত্ত্বেও সে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে ।

বেয়াড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুলাল এভাবে মদ বিক্রি করছে । আগেও তাকে গ্রেপ্তার করেছিল বাগদা থানার পুলিশ । সম্প্রতি সে ফের এই ব্যবসা শুরু করেছিল ।

স্থানীয়দের অভিযোগ, দুলাল এভাবে মদ বিক্রি করায় এলাকার যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ছে । বারবার নিষেধ করা সত্ত্বেও দুলাল এই ব্যবসা চালিয়ে যাচ্ছে । পুলিশের কাছে তারা দুলালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন ।

বাগদা, 16 অক্টোবর : উত্তর 24 পরগনার বাগদা থানার বেয়াড়া এলাকায় দুলাল বিশ্বাস নামে এক ব্যক্তি টোটোয় চেপে বেআইনিভাবে মদ বিক্রি করত বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দারা গতকাল দুলালের টোটো আটক করেন । গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হয় দেশি ও বিদেশি মদের একাধিক বোতল । দুলালকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা । কিন্তু পুলিশ আসার আগেই সবার চোখে ধুলো দিয়ে সে পালিয়ে যায়। বাগদা থানার পুলিশ এসে মদের বোতল ও টোটো বাজেয়াপ্ত করে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও দুলাল পুলিশে হাতে ধরা পড়েছিল । তাকে বার বার নিষেধ করা সত্ত্বেও সে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে ।

বেয়াড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুলাল এভাবে মদ বিক্রি করছে । আগেও তাকে গ্রেপ্তার করেছিল বাগদা থানার পুলিশ । সম্প্রতি সে ফের এই ব্যবসা শুরু করেছিল ।

স্থানীয়দের অভিযোগ, দুলাল এভাবে মদ বিক্রি করায় এলাকার যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ছে । বারবার নিষেধ করা সত্ত্বেও দুলাল এই ব্যবসা চালিয়ে যাচ্ছে । পুলিশের কাছে তারা দুলালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন ।

Intro:বাগদায় বেআইনি মদ বিক্রেতার মদ আটক করে পুলিশের হাতে তুলে দিল জনতা l

উত্তর 24 পরগনার বাগদা থানার বেয়াড়া এলাকায় দুলাল বিশ্বাস নামে এক ব্যক্তি টোটো গাড়িতে করে গ্রামের বিভিন্ন প্রান্তে ও নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রি করে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা l স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগেও অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ l সাম্প্রতিক আবার বেআইনিভাবে মদ বিক্রির কাজ শুরু করেন দুলাল l আজ স্থানীয় বাসিন্দারা দুলাল বিশ্বাসের টোটো গাড়ি আটক করেন l গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হয় দেশি ও বিদেশি প্রচুর মদ l ক্ষুব্দ স্থানীয় বাসিন্দারা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন l পুলিশ আসার আগেই বাসিন্দাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান দুলাল তেমনি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের l পরবর্তীতে টোটো গাড়ি সহ মদ তুলে দেয়া হয় বাগদা থানা পুলিশের হাতে l স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেআইনি ভাবে মদ বিক্রির জন্য এলাকার যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ছে l বারবার নিষেধ করা সত্ত্বেও দুলাল এই ব্যবসা চালিয়ে যাচ্ছে l পুলিশের কাছে তারা দুলালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন lBody:বাগদায় বেআইনি মদ বিক্রেতার মদ আটক করে পুলিশের হাতে তুলে দিল জনতা l

উত্তর 24 পরগনার বাগদা থানার বেয়াড়া এলাকায় দুলাল বিশ্বাস নামে এক ব্যক্তি টোটো গাড়িতে করে গ্রামের বিভিন্ন প্রান্তে ও নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রি করে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা l স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগেও অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ l সাম্প্রতিক আবার বেআইনিভাবে মদ বিক্রির কাজ শুরু করেন দুলাল l আজ স্থানীয় বাসিন্দারা দুলাল বিশ্বাসের টোটো গাড়ি আটক করেন l গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হয় দেশি ও বিদেশি প্রচুর মদ l ক্ষুব্দ স্থানীয় বাসিন্দারা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন l পুলিশ আসার আগেই বাসিন্দাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান দুলাল তেমনি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের l পরবর্তীতে টোটো গাড়ি সহ মদ তুলে দেয়া হয় বাগদা থানা পুলিশের হাতে l স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেআইনি ভাবে মদ বিক্রির জন্য এলাকার যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ছে l বারবার নিষেধ করা সত্ত্বেও দুলাল এই ব্যবসা চালিয়ে যাচ্ছে l পুলিশের কাছে তারা দুলালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন lConclusion:বাগদায় বেআইনি মদ বিক্রেতার মদ আটক করে পুলিশের হাতে তুলে দিল জনতা l

উত্তর 24 পরগনার বাগদা থানার বেয়াড়া এলাকায় দুলাল বিশ্বাস নামে এক ব্যক্তি টোটো গাড়িতে করে গ্রামের বিভিন্ন প্রান্তে ও নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রি করে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা l স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগেও অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ l সাম্প্রতিক আবার বেআইনিভাবে মদ বিক্রির কাজ শুরু করেন দুলাল l আজ স্থানীয় বাসিন্দারা দুলাল বিশ্বাসের টোটো গাড়ি আটক করেন l গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হয় দেশি ও বিদেশি প্রচুর মদ l ক্ষুব্দ স্থানীয় বাসিন্দারা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন l পুলিশ আসার আগেই বাসিন্দাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান দুলাল তেমনি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের l পরবর্তীতে টোটো গাড়ি সহ মদ তুলে দেয়া হয় বাগদা থানা পুলিশের হাতে l স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেআইনি ভাবে মদ বিক্রির জন্য এলাকার যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ছে l বারবার নিষেধ করা সত্ত্বেও দুলাল এই ব্যবসা চালিয়ে যাচ্ছে l পুলিশের কাছে তারা দুলালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন l
Last Updated : Oct 16, 2019, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.