বারাসত, ১ মে : "২৩ মের পর ব্যারাকপুর লোকসভায় আগামী ৫০ বছরের জন্য কোনও বাঘ, সিংহ থাকবে না । ওটা মেরে দেব ।" আমডাঙার সাধনপুর হাইস্কুল মাঠে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে এভাবেই BJP প্রার্থী অর্জুন সিংকে কটাক্ষ করেন তৃণমূল নেতা মদন মিত্র ।
গতকাল অর্জুন সিংকে কটাক্ষ করে মদন মিত্র বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে কথা দিয়েছি, কথা বলব একদিন । সেটা ২৩ মে ।" তিনি আরও বলেন, "আজকে শের এত ভয় পেয়েছে যে নিজেই রিভলভার বের করে গুলি চালাচ্ছে । আবার বক্তৃতায় বলছে, আমি মহাভারতের মধ্যম পুত্র, দ্বিতীয় পুত্র । কিন্তু ও নিজেই জানে না যে কোন পুত্র ।" মদনবাবু আরও বলেন, "যদি জিততে না পারি, তাহলে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব । কিন্তু দাঙ্গাবাজদের কাছে আত্মসমর্পণ করব না ।"
তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর জয় নিয়ে আত্মবিশ্বাসী মদন মিত্র । বলেন, "অভিষেকের বলা ২ লাখের উপর আরও ১ লাখ ডিভিডেন্ড করলে মোট ৩ লাখ ভোটে জিতবে দীনেশ ত্রিবেদী ।"
পরিচিত একটি গানের লাইন তুলে ধরে তিনি বলেন, "হাল ছেড়ো না বন্ধু, শুধু কণ্ঠ ছাড়ে জোরে । দেখা হবে তোমার আমার, দিল্লির নতুন ভোরে ।" কমিশনকে আক্রমণ করে তিনি বলেন, "নির্বাচন কমিশন জেনে রাখুন, আপনি কিচ্ছু করতে পারবেন না ।" ২৩ মে'র পর বাংলার ও ভারতবর্ষের ইতিহাস কোন দিকে যাবে তা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন বলেও মন্তব্য করেন মদন মিত্র ।