ETV Bharat / state

Madan Mitra Criticises Suvendu: পণ করেছি কোনও পাপিষ্ঠর নাম নেব না, শুভেন্দুকে কটাক্ষ মদনের - দিদির দূত

দিদির দূত প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে পাপি বলে নিশানা করলেন মদন মিত্র (Madan Mitra Criticises Suvendu Adhikari As Sinner) ৷ তবে, বিরোধী দলনেতার নাম মুখে আনবেন না বলে পণ করেছেন কামারহাটির বিধায়ক ৷

Madan Mitra Criticises Suvendu ETV BHARAT
Madan Mitra Criticises Suvendu ETV BHARAT
author img

By

Published : Jan 9, 2023, 9:03 PM IST

শুভেন্দু অধিকারীকে পাপিষ্ঠ বলে নিশানা মদনের

কামারহাটি, 9 জানুয়ারি: শুভেন্দু অধিকারীকে পাপিষ্ঠ বলে কটাক্ষ করলেন বিধায়ক মদন মিত্র (Madan Mitra Criticises Suvendu Adhikari As Sinner) ৷ কামারহাটিতে ‘দিদির সুরক্ষা কবচ’-(Didir Suraksha Kavach) এর প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারীকে এভাবেই নিশানা করলেন তিনি ৷ প্রসঙ্গত, গত কয়েকদিনে দুর্নীতি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারেবারে নিশানা করছেন শুভেন্দু ৷ এমনকি ‘দিদির দূত’ কর্মসূচিকেও বিকৃত করার অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে মদনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আজ আমি কৃষ্ণ নাম নেব ৷ আমি আজ কোন পাপি, নরাধমের নাম নেব না ৷ যাতে না আমার দিনটা নষ্ট হয়ে যায় ৷’’

প্রসঙ্গত, এদিন কামারহাটি বিধানসভায় ‘দিদির দূত’ অ্যাপ নিয়ে সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে গিয়েছিলেন বিধায়ক মদন মিত্র ৷ সেখানেই তৃণমূলের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বোঝান তিনি ৷ এমনকি এও জানান, সরকারি প্রকল্পগুলি নিয়ে প্রশ্ন থাকলে ‘দিদির সুরক্ষা কবচ’ অ্যাপ থেকে সেই সম্পর্কে সব তথ্য জেনে নিতে পারবেন সাধারণ মানুষ ৷ এখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তবে কী শুভেন্দু অধিকারীকেও ওই অ্যাপ থেকে সরকারি সব কাজের খতিয়ান নেওয়ার পরামর্শ দেবেন তিনি ?

এর জবাবে, পাপিষ্ঠ বলে নিশানা করেন মদন মিত্র ৷ বলেন, ‘‘আজ আমি কৃষ্ণ নাম নেব ৷ আমি আজ কোন পাপি, নরাধমের নাম নেব না ৷ যাতে না আমার দিনটা নষ্ট হয়ে যায় ৷’’ এমনকি শুভেন্দু অধিকারীর নাম সমাজে উল্লেখ করার মতো নয় বলে কটাক্ষ করেন কামারহাটির বিধায়ক ৷ পাশাপাশি, দুর্নীতির ইস্যুতে পালটা শুভেন্দুকে চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি ৷ দাবি করেছেন, শুভেন্দুর মতো তিনিও সময় এলে ডেটলাইন দেবে ৷ সেই ডেটলাইনে শুভেন্দুর সব কালো টাকা কোথায় এবং কার কাছে আছে তার হদিশ দেবেন মদন মিত্র ৷

আরও পড়ুন: দূত দেবাশিস, পার্থর কেন্দ্রে শুরু 'দিদির সুরক্ষা কবচ'

পাশাপাশি, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে মদন মিত্র বলেন, পশ্চিমবঙ্গে এমন ঘটনা ঘটেনি (যদিও, গতকাল বীরভূম ও আজকে হুগলি ও বর্ধমানের মাঝে পশ্চিমবঙ্গের সীমানায় বন্দে ভারতের উপরে হামলা হয়েছে) ৷ এ নিয়ে রেলের সুরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন তিনি ৷ মদনের কটাক্ষ, দেশের ভিতরের পাথরের ছাপ বের করতে কেন ব্যর্থ কেন্দ্র !

শুভেন্দু অধিকারীকে পাপিষ্ঠ বলে নিশানা মদনের

কামারহাটি, 9 জানুয়ারি: শুভেন্দু অধিকারীকে পাপিষ্ঠ বলে কটাক্ষ করলেন বিধায়ক মদন মিত্র (Madan Mitra Criticises Suvendu Adhikari As Sinner) ৷ কামারহাটিতে ‘দিদির সুরক্ষা কবচ’-(Didir Suraksha Kavach) এর প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারীকে এভাবেই নিশানা করলেন তিনি ৷ প্রসঙ্গত, গত কয়েকদিনে দুর্নীতি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারেবারে নিশানা করছেন শুভেন্দু ৷ এমনকি ‘দিদির দূত’ কর্মসূচিকেও বিকৃত করার অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে মদনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আজ আমি কৃষ্ণ নাম নেব ৷ আমি আজ কোন পাপি, নরাধমের নাম নেব না ৷ যাতে না আমার দিনটা নষ্ট হয়ে যায় ৷’’

প্রসঙ্গত, এদিন কামারহাটি বিধানসভায় ‘দিদির দূত’ অ্যাপ নিয়ে সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে গিয়েছিলেন বিধায়ক মদন মিত্র ৷ সেখানেই তৃণমূলের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বোঝান তিনি ৷ এমনকি এও জানান, সরকারি প্রকল্পগুলি নিয়ে প্রশ্ন থাকলে ‘দিদির সুরক্ষা কবচ’ অ্যাপ থেকে সেই সম্পর্কে সব তথ্য জেনে নিতে পারবেন সাধারণ মানুষ ৷ এখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তবে কী শুভেন্দু অধিকারীকেও ওই অ্যাপ থেকে সরকারি সব কাজের খতিয়ান নেওয়ার পরামর্শ দেবেন তিনি ?

এর জবাবে, পাপিষ্ঠ বলে নিশানা করেন মদন মিত্র ৷ বলেন, ‘‘আজ আমি কৃষ্ণ নাম নেব ৷ আমি আজ কোন পাপি, নরাধমের নাম নেব না ৷ যাতে না আমার দিনটা নষ্ট হয়ে যায় ৷’’ এমনকি শুভেন্দু অধিকারীর নাম সমাজে উল্লেখ করার মতো নয় বলে কটাক্ষ করেন কামারহাটির বিধায়ক ৷ পাশাপাশি, দুর্নীতির ইস্যুতে পালটা শুভেন্দুকে চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি ৷ দাবি করেছেন, শুভেন্দুর মতো তিনিও সময় এলে ডেটলাইন দেবে ৷ সেই ডেটলাইনে শুভেন্দুর সব কালো টাকা কোথায় এবং কার কাছে আছে তার হদিশ দেবেন মদন মিত্র ৷

আরও পড়ুন: দূত দেবাশিস, পার্থর কেন্দ্রে শুরু 'দিদির সুরক্ষা কবচ'

পাশাপাশি, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে মদন মিত্র বলেন, পশ্চিমবঙ্গে এমন ঘটনা ঘটেনি (যদিও, গতকাল বীরভূম ও আজকে হুগলি ও বর্ধমানের মাঝে পশ্চিমবঙ্গের সীমানায় বন্দে ভারতের উপরে হামলা হয়েছে) ৷ এ নিয়ে রেলের সুরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন তিনি ৷ মদনের কটাক্ষ, দেশের ভিতরের পাথরের ছাপ বের করতে কেন ব্যর্থ কেন্দ্র !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.