বারাসত(উত্তর 24 পরগনা), 9 মে : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী উদযাপন করল বারাসাত 1নং ব্লকে দত্তপুকুর কালীবাড়ি স্পোর্টিং ক্লাব ৷ করোনাবিধি মেনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করলেন স্থানীয়রা ৷
আরও পড়ুন : গোটা দেশটাকে শ্মশানে পরিণত করেছেন প্রধানমন্ত্রী, তোপ ফিরহাদের
করোনার কারণে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান ধূমধম করে পালনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ৷ সেই নিয়ম লাগু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী উদযাপনেও ৷ সেই কারণে এবছর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে না ৷ সেই প্রভাব দেখা গেল উত্তর 24 পরগনার দত্তপুকুর কালীবাড়ি স্পোর্টিং ক্লাবেও ৷ করোনাবিধি মেনে এ বছর রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করলেন ক্লাবের সদস্যরা ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয় ৷ সেই সঙ্গে ক্লাবের তরফে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নেওয়া হয় ৷