ETV Bharat / state

শেষ ২ দিনে ৬ কোটির বই বিক্রি কলকাতা বইমেলায়

শেষ হল ৪৩ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

কলকাতা বইমেলার সমাপ্তি অনুষ্ঠান
author img

By

Published : Feb 12, 2019, 12:15 PM IST

বিধাননগর, ১২ ফেব্রুয়ারি : শেষ হল কলকাতা বইমেলা। শেষ দু'দিনে বিক্রি হল ৬ কোটি টাকার বই। গিল্ডের তরফে একথা জানানো হয়েছে।

৩১ জানুয়ারি উদ্বোধন হয় ৪৩ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এবছর সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার আয়োজন করা হয়েছিল। আয়তনে ছোটো হলেও এবছর বই বিক্রির পরিমাণ বেড়েছে বলে দাবি বইমেলা কর্তৃপক্ষের। এবছর প্রায় ২৩ লাখ মানুষের সমাগম হয় বইমেলায়। বিক্রি হয়েছে ২১ কোটি টাকার বই। যার মধ্যে শেষ দু'দিনেই বিক্রি হয়েছে ৬ কোটি টাকার বই। ইংরেজি ও হিন্দির থেকেও বাংলা বই বেশি বিক্রি হয়েছে।

গিল্ড সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি জানান, এবছর যেভাবে কোনওরকম বাধা ছাড়াই বইমেলা শেষ হয়েছে তাতে তাঁরা খুশি। প্রতিবার আগুন, বই চুরির মতো কিছু ঘটনা ঘটে। কিন্তু, এবছর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বইয়ের বিক্রিও বেড়েছে।

আগামী বছর বইমেলার থিম কান্ট্রি রাশিয়া।

বিধাননগর, ১২ ফেব্রুয়ারি : শেষ হল কলকাতা বইমেলা। শেষ দু'দিনে বিক্রি হল ৬ কোটি টাকার বই। গিল্ডের তরফে একথা জানানো হয়েছে।

৩১ জানুয়ারি উদ্বোধন হয় ৪৩ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এবছর সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার আয়োজন করা হয়েছিল। আয়তনে ছোটো হলেও এবছর বই বিক্রির পরিমাণ বেড়েছে বলে দাবি বইমেলা কর্তৃপক্ষের। এবছর প্রায় ২৩ লাখ মানুষের সমাগম হয় বইমেলায়। বিক্রি হয়েছে ২১ কোটি টাকার বই। যার মধ্যে শেষ দু'দিনেই বিক্রি হয়েছে ৬ কোটি টাকার বই। ইংরেজি ও হিন্দির থেকেও বাংলা বই বেশি বিক্রি হয়েছে।

গিল্ড সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি জানান, এবছর যেভাবে কোনওরকম বাধা ছাড়াই বইমেলা শেষ হয়েছে তাতে তাঁরা খুশি। প্রতিবার আগুন, বই চুরির মতো কিছু ঘটনা ঘটে। কিন্তু, এবছর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বইয়ের বিক্রিও বেড়েছে।

আগামী বছর বইমেলার থিম কান্ট্রি রাশিয়া।

Lucknow (Uttar Pradesh), Feb 11 (ANI): Congress president Rahul Gandhi and general secretary for Uttar Pradesh East Priyanka Gandhi Vadra paid floral tribute to Sardar Vallabhbhai Patel's statue in Uttar Pradesh's Lucknow on Monday. Both the leaders were accompanied by general secretary for Uttar Pradesh West Jyotiraditya Scindia and party state president Raj Babbar. Congress is holding a massive roadshow in Lucknow.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.