বসিরহাট, 17 নভেম্বর : রাস উৎসবের জন্য তৈরি করা হচ্ছিল মূর্তি ৷ সেই মূর্তিই ভাঙার অভিযোগ উঠল উত্তর 24 পরগনার স্বরূপনগরে ৷ পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ঘটনাটি ঘটে ৷ এর জেরে এলাকার পরিস্থিতি থমথমে ৷
পুলিশের দাবি, ভাঙা মূর্তি সরিয়ে নেওয়া হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে ৷ এখনও কেউ গ্রেফতার হয়নি ৷
আরও পড়ুন : Bangaon Bjp-Mla : প্রকাশ্যে তৃণমূল কর্মীদের হাত-পা গুঁড়িয়ে দেওয়ার নিদান বনগাঁর বিজেপি বিধায়কের
স্বরূপনগর থানা উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত ৷ সেখানকার পুলিশ সুপার জবি টমাস সংবাদসংস্থার কাছে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের আধিকারিকরা রয়েছেন ৷ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷
এই ঘটনার জেরে ওই এলাকায় বুধবার সকালে উত্তেজনা ছড়ায় ৷ স্থানীয় মানুষ দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান ৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে তিনি জানিয়েছেন ৷
আরও পড়ুন : Tmc Leader Alo Rani Sarkar : গোঁজ প্রার্থী দিলে চামড়া গুটিয়ে নেব, বনগাঁয় হুঁশিয়ারি জেলা তৃণমূল নেত্রীর