ETV Bharat / state

উনি মানসিক ভারসাম্যহীন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে মামলা করব : অর্জুন - supreme court

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে PIL করবেন বলে জানালেন BJP সাংসদ অর্জুন সিং ।

অর্জুন সিং
author img

By

Published : Jun 15, 2019, 9:11 PM IST

বারাসত, 15 জুন : "আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে PIL (জনস্বার্থ মামলা) দায়ের করব ।" আজ একথা বলেন BJP সাংসদ অর্জুন সিং ।

আজ বারাসতের বিশেষ আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন অর্জুন সিং । আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের তিনি বলেন, "কোথাও বাঙালি-বিহারি করছেন । কোথাও হিন্দু-মুসলিম করছেন । কখনও বলছেন বখাটে ছেলেদের চাকরি করে দেব । ভালো ছেলেদের চাকরি দিচ্ছেন না । ডাক্তারদের মার খাওয়াচ্ছেন । আর বলছেন বদমায়েশ ছেলেদের চাকরি দেবেন । সত্যি ওঁকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলতে লজ্জা হয় আমার ।"

গতকাল কাঁচরাপাড়ায় তৃণমূলের কর্মিসভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলায় থাকতে হলে বাংলা ভাষায় কথা বলতে হবে ।" আজ এই প্রসঙ্গে BJP সাংসদকে জিজ্ঞাসা করা হয় । তিনি বলেন, "বাংলা ভাষায় কথা বলতে বলা দোষ নয় । কিন্তু একজন মুখ্যমন্ত্রী একথা বলবেন কেন ? যে ভাষায় ইচ্ছা সে ভাষায় বলুক । পশ্চিমবঙ্গে কত মানুষ ব্যবসা করতে আসেন । তাঁরা নিজেদের জন্য বাংলা ভাষা শিখে নেন । IPS, IAS-রা যে রাজ্যে যান সেখানকার ভাষা শিখে নেন নিজেদের কাজের সুবিধার জন্য । কিন্তু একজন নেত্রী কেন এগুলো বলবেন ? ভোটের রাজনীতিকে সংকীর্ণ রাজনীতিতে নিয়ে যাচ্ছেন ।"

অর্জুন বলেন, "সামনে ভোট আসছে । বেশিদিন তো বাকি নেই । আর ছ'মাস বাকি । এই সরকার তো টিকবে না । একজন মানসিক ভারসাম্যহীন যদি সাংবিধানিক পদে বসেন তাহলে সরকার টিকবে কী করে ? এই পদে ওঁর বসা উচিত কি না তার জন্য আমি সুপ্রিমকোর্টে PIL(জনস্বার্থ মামলা) করছি । কী করব ? এরকম একটা পদে বসে যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ আদালত ছাড়া তো অন্য কোথাও যেতে পারব না । উনি যে ধরনের বাতাবরণ তৈরি করছেন তাতে তো গৃহযুদ্ধ লাগিয়ে দেবেন ।"

জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গে অর্জুন সিং বলেন, "সংকীর্ণ রাজনীতির জন্য উনি জুনিয়র ডাক্তারদের মরার মুখে ফেলে দিয়েছেন । জুনিয়র ডাক্তারদের দাবি, নিরপত্তা দিতে হবে । উনি চোরদের নিরাপত্তা দিতে পারছেন । ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছেন না । শাহজাহান (সন্দেশখালি প্রসঙ্গ তুলে বলেন)- যে প্রকাশ্যে খুন করছে তাকে নিরাপত্তা দিচ্ছেন । আর যারা মানুষকে বাঁচাচ্ছেন তাঁদের দেবেন না ? মুখ্যমন্ত্রী বাংলাকে মৃত্যুর মুখে ফেলে দেবেন । কাল তো উনি স্পষ্ট বলে দিয়েছেন, 'বখাটে ছেলেদের নিয়ে আসুন । আমি চাকরি দেব ।' আবার বলছেন কারখানা বন্ধ করে দেবেন । সব জুটমিল বন্ধ করে দেবেন ।"

সন্দেশখালি প্রসঙ্গে তিনি বলেন, "ঘটনার তদন্ত এই মুহূর্তে NIA-কে দেওয়া উচিত । কেন ওখানে রোহিঙ্গাদের এনে খুন করানো হয়েছে ? এটার পুরোপুরি তদন্ত হওয়া দরকার । যেটা মমতা ব্যানার্জির পুলিশ করবে না । যারা নিখোঁজ তাদেরকে মাটিতে পুঁতে দিয়েছে । তাই আমরা এই ঘটনার NIA তদন্ত দাবি করছি ।"

বারাসত, 15 জুন : "আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে PIL (জনস্বার্থ মামলা) দায়ের করব ।" আজ একথা বলেন BJP সাংসদ অর্জুন সিং ।

আজ বারাসতের বিশেষ আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন অর্জুন সিং । আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের তিনি বলেন, "কোথাও বাঙালি-বিহারি করছেন । কোথাও হিন্দু-মুসলিম করছেন । কখনও বলছেন বখাটে ছেলেদের চাকরি করে দেব । ভালো ছেলেদের চাকরি দিচ্ছেন না । ডাক্তারদের মার খাওয়াচ্ছেন । আর বলছেন বদমায়েশ ছেলেদের চাকরি দেবেন । সত্যি ওঁকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলতে লজ্জা হয় আমার ।"

গতকাল কাঁচরাপাড়ায় তৃণমূলের কর্মিসভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলায় থাকতে হলে বাংলা ভাষায় কথা বলতে হবে ।" আজ এই প্রসঙ্গে BJP সাংসদকে জিজ্ঞাসা করা হয় । তিনি বলেন, "বাংলা ভাষায় কথা বলতে বলা দোষ নয় । কিন্তু একজন মুখ্যমন্ত্রী একথা বলবেন কেন ? যে ভাষায় ইচ্ছা সে ভাষায় বলুক । পশ্চিমবঙ্গে কত মানুষ ব্যবসা করতে আসেন । তাঁরা নিজেদের জন্য বাংলা ভাষা শিখে নেন । IPS, IAS-রা যে রাজ্যে যান সেখানকার ভাষা শিখে নেন নিজেদের কাজের সুবিধার জন্য । কিন্তু একজন নেত্রী কেন এগুলো বলবেন ? ভোটের রাজনীতিকে সংকীর্ণ রাজনীতিতে নিয়ে যাচ্ছেন ।"

অর্জুন বলেন, "সামনে ভোট আসছে । বেশিদিন তো বাকি নেই । আর ছ'মাস বাকি । এই সরকার তো টিকবে না । একজন মানসিক ভারসাম্যহীন যদি সাংবিধানিক পদে বসেন তাহলে সরকার টিকবে কী করে ? এই পদে ওঁর বসা উচিত কি না তার জন্য আমি সুপ্রিমকোর্টে PIL(জনস্বার্থ মামলা) করছি । কী করব ? এরকম একটা পদে বসে যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ আদালত ছাড়া তো অন্য কোথাও যেতে পারব না । উনি যে ধরনের বাতাবরণ তৈরি করছেন তাতে তো গৃহযুদ্ধ লাগিয়ে দেবেন ।"

জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গে অর্জুন সিং বলেন, "সংকীর্ণ রাজনীতির জন্য উনি জুনিয়র ডাক্তারদের মরার মুখে ফেলে দিয়েছেন । জুনিয়র ডাক্তারদের দাবি, নিরপত্তা দিতে হবে । উনি চোরদের নিরাপত্তা দিতে পারছেন । ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছেন না । শাহজাহান (সন্দেশখালি প্রসঙ্গ তুলে বলেন)- যে প্রকাশ্যে খুন করছে তাকে নিরাপত্তা দিচ্ছেন । আর যারা মানুষকে বাঁচাচ্ছেন তাঁদের দেবেন না ? মুখ্যমন্ত্রী বাংলাকে মৃত্যুর মুখে ফেলে দেবেন । কাল তো উনি স্পষ্ট বলে দিয়েছেন, 'বখাটে ছেলেদের নিয়ে আসুন । আমি চাকরি দেব ।' আবার বলছেন কারখানা বন্ধ করে দেবেন । সব জুটমিল বন্ধ করে দেবেন ।"

সন্দেশখালি প্রসঙ্গে তিনি বলেন, "ঘটনার তদন্ত এই মুহূর্তে NIA-কে দেওয়া উচিত । কেন ওখানে রোহিঙ্গাদের এনে খুন করানো হয়েছে ? এটার পুরোপুরি তদন্ত হওয়া দরকার । যেটা মমতা ব্যানার্জির পুলিশ করবে না । যারা নিখোঁজ তাদেরকে মাটিতে পুঁতে দিয়েছে । তাই আমরা এই ঘটনার NIA তদন্ত দাবি করছি ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.