ETV Bharat / state

লকডাউন অমান্য করে বউভাতের প্রীতিভোজ, গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য - লকডাউন

মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা না করেই লকডাউনের মাঝে নিজের বউভাতের অনুষ্ঠানের আয়োজন করল দলেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য । উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সভাপতিও ।

Lockdown violating
গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য
author img

By

Published : Apr 10, 2020, 10:20 AM IST

শাসন, 10 এপ্রিল : মুখ্যমন্ত্রী বার বার বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে । সবরকমের জমায়েত এডিয়ে চলতে । অথচ তাঁর দলেরই সদস্যদের উপস্থিতিতে বউভাতের অনুষ্ঠানে মেতে উঠল মানুষ । প্রীতিভোজ খেল 300 জন । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বর তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে । উত্তর 24 পরগনার শাসন এলাকার ঘটনা ।

গতকাল লকডাউন অমান্য করে শাসনে নিজের বউভাতের অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এখলাছ উদ্দিন । ছাদের উপর মণ্ডপ তৈরি করে ব্যবস্থা করা হয় আমন্ত্রিতদের খাওয়া-দাওয়ার । উপস্থিত ছিলেন স্থানীয় বেলিয়াঘাটা পঞ্চায়েতের প্রধান নজিবুল রহমান, সভাপতি মেহেদি হাসান-সহ অন্যান্য সদস্যরা । তাঁদের উপস্থিতিতে জমায়েত করে 300 জন । পরে খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ । ততক্ষণে অবশ্য চম্পট দেয় আমন্ত্রিতরা । গ্রেপ্তার করা হয় বরকে ।

Lockdown violating
বউভাতের অনুষ্ঠানে আমন্ত্রিতরা

অভিযুক্ত এখলাছের বক্তব্য, "অনুষ্ঠানে কোনও ভিড় ছিল না । আমন্ত্রিতরা সামাজিক দূরত্ব বজায় রেখেই খাওয়া-দাওয়া করে নববধূকে আশীর্বাদ দিয়ে চলে গেছে ।" বিষয়টি নিয়ে বেলিয়াঘাটা পঞ্চায়েতের প্রধান নজিবুল রহমান ও সভাপতি মেহেদি হাসানের দাবি, তাঁরা অনুষ্ঠানে যোগ দিতে যাননি । বরং, অনুষ্ঠান বন্ধ করতে গিয়েছিলেন ।

শাসন, 10 এপ্রিল : মুখ্যমন্ত্রী বার বার বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে । সবরকমের জমায়েত এডিয়ে চলতে । অথচ তাঁর দলেরই সদস্যদের উপস্থিতিতে বউভাতের অনুষ্ঠানে মেতে উঠল মানুষ । প্রীতিভোজ খেল 300 জন । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বর তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে । উত্তর 24 পরগনার শাসন এলাকার ঘটনা ।

গতকাল লকডাউন অমান্য করে শাসনে নিজের বউভাতের অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এখলাছ উদ্দিন । ছাদের উপর মণ্ডপ তৈরি করে ব্যবস্থা করা হয় আমন্ত্রিতদের খাওয়া-দাওয়ার । উপস্থিত ছিলেন স্থানীয় বেলিয়াঘাটা পঞ্চায়েতের প্রধান নজিবুল রহমান, সভাপতি মেহেদি হাসান-সহ অন্যান্য সদস্যরা । তাঁদের উপস্থিতিতে জমায়েত করে 300 জন । পরে খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ । ততক্ষণে অবশ্য চম্পট দেয় আমন্ত্রিতরা । গ্রেপ্তার করা হয় বরকে ।

Lockdown violating
বউভাতের অনুষ্ঠানে আমন্ত্রিতরা

অভিযুক্ত এখলাছের বক্তব্য, "অনুষ্ঠানে কোনও ভিড় ছিল না । আমন্ত্রিতরা সামাজিক দূরত্ব বজায় রেখেই খাওয়া-দাওয়া করে নববধূকে আশীর্বাদ দিয়ে চলে গেছে ।" বিষয়টি নিয়ে বেলিয়াঘাটা পঞ্চায়েতের প্রধান নজিবুল রহমান ও সভাপতি মেহেদি হাসানের দাবি, তাঁরা অনুষ্ঠানে যোগ দিতে যাননি । বরং, অনুষ্ঠান বন্ধ করতে গিয়েছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.