ডানলপ, 7 ফেব্রুয়ারি : ডানলপের একটি সিনেমাহলে আগুন ৷ শো চলাকালীন আগুন লাগে ৷ দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷
সিনেমাহলের এক কর্মী সঞ্জয় সুরের বক্তব্য, হঠাৎ নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ৷ সেইসঙ্গে কোনও কিছু ফাটার শব্দও হচ্ছিল ৷ দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েছিল ৷ ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের হল থেকে বের করে দেওয়া হয় ৷ প্রাথমিক পর্যায়ে টের পাওয়া গেছিল বলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ৷
খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় ৷ প্রায় দু'ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ দমকল সূত্রে খবর, সিনেমাহলের বেসমেন্টের মিটার বক্সে আগুন লাগে ৷ সেই আগুন ছড়িয়ে পড়েছিল ৷ বিদ্যুতের ওভারলোডের কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান ৷ তবে সিনেমাহলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে ৷