ETV Bharat / state

Dengue Scare in School : দীর্ঘদিন সংস্কার হয়নি স্কুলের মধ্যে থাকা পুকুরের, বাড়ছে ডেঙ্গির আশঙ্কা - dengue Scare in a school at duttapukur

স্কুল কর্তৃপক্ষের দাবি দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে হয়নি স্কুলের ভিতরে থাকা পুকুরের সংস্কার ৷ তাই সেটি মশার আঁতুড় ঘরে পরিণত হয়েছে , বাড়ছে ডেঙ্গির আশঙ্কা (Dengue Scare in School) ৷

Dengue Scare
স্কুলে ডেঙ্গির প্রকোপের আশঙ্কা
author img

By

Published : Feb 5, 2022, 8:53 PM IST

দত্তপুকুর, 5 ফেব্রুয়ারি : স্কুলের ভিতরেই ডেঙ্গির আঁতুড়ঘর ৷ দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার ফলে হয়নি স্কুলের ভিতরে থাকা পুকুরের সংস্কার ৷ সেখানে জমা হয়েছে আবর্জনা, নোংরা জল ৷ ঘটনা দত্তপুকুর নিবাধই উচ্চবিদ্যালয়ের ৷ স্কুলের শিক্ষকদের আশঙ্কা, দ্রুত এই পুকুর সংস্কার না হলে এখান থেকেই মশার সংখ্যা ও ডেঙ্গির প্রকোপ (Dengue Scare in School) বাড়তে পারে ৷ স্কুল কর্তৃপক্ষের দাবি, অনেকদিন আগে এই পুকুর সংস্কার হয়েছিল, তারপর আর তা হয়নি ৷ মাঝে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় নোংরায় ভরেছে সেটি ৷

সরকারের নির্দেশে রাজ্যের অন্যান্য স্কুলের মতো বৃহস্পতিবার থেকে খুলেছে উত্তর 24 পরগনার বারাসাত ব্লক 1 এর দত্তপুকুর নিবাধই উচ্চবিদ্যালয় ৷ কোভিড বিধি মেনেই চলবে ক্লাস ৷ কিন্তু কোভিডের পাশাপাশি এখন ডেঙ্গির আতঙ্কও গ্রাস করছে এই স্কুল কর্তৃপক্ষকে ৷ উত্তর 24 পরগনার এই অংশে প্রতি বছরই মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা যায় ৷ তাই এই পচা পুকুরের কারণে মশা বাড়লে কী করে পড়ুয়াদের নিয়ে ক্লাস হবে, সেটা ভাবাচ্ছে শিক্ষকদের ৷

স্কুলের ভেতর ডেঙ্গির আঁতুড়ঘর

আরও পড়ুন : রাজবাঁধে রেললাইনের ফিশপ্লেট চুরি, আরপিএফের হাতে ধরা পড়ল দু‘জন

যদিও তারা বিষয়টা জানতেন না বলেই দাবি এলাকার জনস্বাস্থ্য কারিগরি আধিকারিক অরিন্দম ভট্টাচার্যের ৷ পুকুরটি সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি ৷

দত্তপুকুর, 5 ফেব্রুয়ারি : স্কুলের ভিতরেই ডেঙ্গির আঁতুড়ঘর ৷ দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার ফলে হয়নি স্কুলের ভিতরে থাকা পুকুরের সংস্কার ৷ সেখানে জমা হয়েছে আবর্জনা, নোংরা জল ৷ ঘটনা দত্তপুকুর নিবাধই উচ্চবিদ্যালয়ের ৷ স্কুলের শিক্ষকদের আশঙ্কা, দ্রুত এই পুকুর সংস্কার না হলে এখান থেকেই মশার সংখ্যা ও ডেঙ্গির প্রকোপ (Dengue Scare in School) বাড়তে পারে ৷ স্কুল কর্তৃপক্ষের দাবি, অনেকদিন আগে এই পুকুর সংস্কার হয়েছিল, তারপর আর তা হয়নি ৷ মাঝে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় নোংরায় ভরেছে সেটি ৷

সরকারের নির্দেশে রাজ্যের অন্যান্য স্কুলের মতো বৃহস্পতিবার থেকে খুলেছে উত্তর 24 পরগনার বারাসাত ব্লক 1 এর দত্তপুকুর নিবাধই উচ্চবিদ্যালয় ৷ কোভিড বিধি মেনেই চলবে ক্লাস ৷ কিন্তু কোভিডের পাশাপাশি এখন ডেঙ্গির আতঙ্কও গ্রাস করছে এই স্কুল কর্তৃপক্ষকে ৷ উত্তর 24 পরগনার এই অংশে প্রতি বছরই মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা যায় ৷ তাই এই পচা পুকুরের কারণে মশা বাড়লে কী করে পড়ুয়াদের নিয়ে ক্লাস হবে, সেটা ভাবাচ্ছে শিক্ষকদের ৷

স্কুলের ভেতর ডেঙ্গির আঁতুড়ঘর

আরও পড়ুন : রাজবাঁধে রেললাইনের ফিশপ্লেট চুরি, আরপিএফের হাতে ধরা পড়ল দু‘জন

যদিও তারা বিষয়টা জানতেন না বলেই দাবি এলাকার জনস্বাস্থ্য কারিগরি আধিকারিক অরিন্দম ভট্টাচার্যের ৷ পুকুরটি সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.