বনগাঁ, 29 জুলাই: সোমবারই বনগাঁ হাসপাতালর সুপার শংকরপ্রসাদ মাহাত ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন । কিন্তু, তাতে খুশি নয় স্বাস্থ্যদপ্তর । মঙ্গলবার স্বাস্থ্যদপ্তরের এক প্রতিনিধি দল বনগাঁ হাসপাতালে আসে ।
শনিবার রাতে বনগাঁ মহকুমা হাসপাতালে অ্যাম্বুল্যান্সে তোলার আগেই মৃত্যু হয় মাধব নারায়ণ দত্ত নামে নামে এক রোগীর । তাঁকে অন্য হাসপাতাল স্থানান্তরিত করা হয় ৷ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলেও কোরোনা সন্দেহে তাঁকে তুলতে কেউ সাহায্য করেনি । মাধববাবুর স্ত্রী অলপনাদেবী কাতর আবেদনে করলেও হাসপাতাল কর্মী থেকে কেউ কর্ণপাত করেনি । অবশেষে হাসপাতালের সামনেই পড়ে থেকে মৃত্যু হয় মাধব নারায়ণ দত্তর । ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে ।
মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে মঙ্গলবার জেলা স্বাস্থ্যদপ্তর থেকে ঘটনার তদন্তে বনগাঁ হাসপাতালে আসেন তিন সদস্যের প্রতিনিধি দল । জরুরি বিভাগ, পুরুষ বিভাগ থেকে মৃতদেহ যেখানে পড়েছিল, সেই জায়গা ঘুরে দেখে দলটি ৷ ওই দিন ডিউটিতে থাকা সকলের সঙ্গে কথাও বলে তারা । পরে হাসপাতাল সুপার শংকরপ্রসাদ মাহাতের সঙ্গে বৈঠক করে । তদন্তকারী দলটি রিপোর্ট জমা দেবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায়ের কাছে ।
এদিকে, ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গড়েছেন হাসপাতাল সুপারও । বুধবার সেই কমিটির রিপোর্ট জমা পড়বে হাসপাতাল সুপারের কাছে । অন্যদিকে স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধিদের রিপোর্ট দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।