কল্যাণী, 18 নভেম্বর: ঝাড়খণ্ডের বিরুদ্ধে চার গোলে দাপুটে জয়ে শুরু হয়েছে অভিযান ৷ সন্তোষ ট্রফিতে সোমবার বাংলার প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। পুরো পয়েন্ট বাংলাকে মূলপর্বের দোরগোড়ায় পৌঁছে দেবে। যে মূলপর্বের যোগ্যতা অর্জনে গতবছর ব্যর্থ হয়েছিল 32 বারের চ্যাম্পিয়নরা ৷ ফলত উত্তরপ্রদেশের বিরুদ্ধে নামার আগে সতর্কতা বাংলা শিবিরে। কোচ সঞ্জয় সেন প্রথম ম্যাচে বড় জয়কে আপাতত মাথায় রাখতে রাজি নন। প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বের প্রতিটি ম্যাচকেই নক-আউট হিসেবে দেখছেন তিনি।
উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের আগে ফুটবলারদের সতর্ক করছেন আইলিগ জয়ী কোচ। তার মতে সকলেই পরের পর্বে যাওয়ার দৌড়ে রয়েছে। তাই ছোট ভুলে বড় ক্ষতির আশঙ্কা থেকেই যায়। বাংলা কোচের মতে, একটি জয়ে কাজ শেষ হয়নি; বরং বেড়েছে। একদিনের ব্যবধানে কঠিন ম্যাচ খেলার ঝক্কি সামলাতে হচ্ছে। স্বাভাবিকভাবেই ফিটনেস বড় পরীক্ষা। সেকথা মাথায় রেখেই প্রস্তুতি শিবিরে ফিটনেসের ওপর জোর দিয়েছিলেন। যার ফলও মিলেছে ৷ ঝাড়খণ্ডের বিরুদ্ধে পুরো দলটাই গতিশীল ফুটবল খেলেছে। উত্তরপ্রদেশ ম্যাচেও একই গতিতে ফুটবল খেলার কথা সঞ্জয় সেনের গলায়।
নরহরি শ্রেষ্ঠা প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে গোল পেয়েছেন। রবি হাঁসদা জোড়া গোল করে নজর করেছেন। সঞ্জয় সেনও বলে গেলেন, "রবি, নরহরিরা ভালো স্ট্রাইকার।" তবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দলে রোটেশন পদ্ধতি দেখা যেতে পারে বলে ইঙ্গিত বাংলা কোচের। তাই বেশ কয়েকটি বদল আসতে পারে। সেন বলেন, "আমার দলের প্রতিটি ফুটবলার সবরকম চ্যালেঞ্জ নিতে তৈরি। উত্তরপ্রদেশের বিরুদ্ধে যে ফুটবলারই খেলুক না কেন, সেই একই আগ্রাসন নিয়ে খেলবে। আমরা যে কোনও চ্যালেঞ্জ সামলাতে তৈরি ৷"
একইসঙ্গে তিনি যোগ করেছেন, "সব ম্যাচই কঠিন। প্রতিপক্ষকে হাল্কাভাবে নেওয়ার কারণ নেই।" এই ম্যাচেও ঘর সামলেই আক্রমণের ছক কষছে বাংলা। শূন্য হাতে ফেরার ভাবনা নেই। প্রথম ম্যাচে বড় জয় চাপ কিছুটা কমিয়েছে। সে কথা মানছেন চাকু মাণ্ডি, নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদাদের হেডস্যার। সবমিলিয়ে জয়ের ধারা বজায় রেখে সন্তোষ ট্রফির নকআউট নিশ্চিত করতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে পুরো পয়েন্টে চোখ বাংলার ৷
আরও পড়ুন: |