ETV Bharat / international

'অতিরঞ্জিত করা হচ্ছে', বাংলাদেশে হিন্দুদের উপর হামলা প্রসঙ্গে মন্তব্য ইউনুসের - MUHAMMAD YUNUS

ভারতের অভিযোগ উড়িয়ে দিলেন মহম্মদ ইউনুস ৷ তাঁর দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনাকে 'অতিরঞ্জিত' করে দেখানো হচ্ছে ৷

MUHAMMAD YUNUS
মহম্মদ ইউনুস (আইএএনএস)
author img

By PTI

Published : Nov 18, 2024, 9:04 AM IST

ঢাকা, 18 নভেম্বর: সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনাকে 'অতিরঞ্জিত' করে দেখানো হচ্ছে ৷ ভারতের উদ্বেগের উত্তরে এমনটাই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ৷ তাঁর দাবি, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ঠিকই ৷ তবে যেভাবে বিষয়টি দেখানো হয়েছে, তা ঠিক নয় ৷

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা নিয়ে সরব সারা বিশ্ব ৷ উদ্বেগ প্রকাশ করে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কাছে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর্জিও জানায় ভারত ৷ সেই পরিপ্রেক্ষিতে ইউনুসের দাবি, "অন্তর্বর্তী সরকার গঠনের আগে যে পরিস্থিতি ছিল, তা এখন নিয়ন্ত্রিত ৷ কয়েকটি ঘটনা ঘটেছে ৷ তবে বেশিরভাগ ঘটনাই রাজনৈতিক কারণে ঘটেছে ৷ শুধু সংখ্যালঘু নয়, দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম চেষ্টা করা হচ্ছে ৷" এরপরই তিনি বলেন, "পুরো বিষয়টিকে অতিরঞ্জির সঙ্গে পরিবেশন করা হচ্ছে ৷"

গণআন্দোলনের জেরে গত 5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে ৷ এরপর বাংলাদেশের ক্ষমতায় আসে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ৷ অভিযোগ, তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে ৷ সংখ্যালঘুদের বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে ৷ একের পর এক হিংসার ঘটনা সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছে সারা বিশ্ব ৷ এই আবহে রবিবার 100 দিন পূর্ণ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ৷ সেই উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন মহম্মদ ইউনুস ৷ তিনি বলেন, "সংখ্য়ালঘুদের উপর অত্যাচারের ঘটনায় সঙ্গে ধর্মের কোনও যোগ নেই ৷ পুরোটাই রাজনৈতিক ৷" তিনি আরও জানান, ক্ষমতায় আসার দু'মাসের মধ্যেই দেশজুড়ে 32 হাজার দুর্গাপুজোর আয়োজন করা হয় ৷

উল্লেখ্য, গণঅভ্যুথানের পর দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এরপর ভারতে এসে আত্মগোপন করেছেন বলে মনে করা হয় ৷ এদিন, সেই প্রসঙ্গে ভারত সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানান ইউনুস ৷ তিনি বলেন, "গণআন্দোলনে প্রতিটি মৃত্যুর হিসেব রয়েছে আমার সরকারের কাছে ৷ সব মৃত্যুর বিচার করা হবে ৷ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য খুব শীঘ্রই ভারত সরকারের সঙ্গে কথা বলব ৷"

পড়ুন: সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায় ? বাংলাদেশে প্রতিবাদে পথে প্রায় 30 হাজার হিন্দু

ঢাকা, 18 নভেম্বর: সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনাকে 'অতিরঞ্জিত' করে দেখানো হচ্ছে ৷ ভারতের উদ্বেগের উত্তরে এমনটাই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ৷ তাঁর দাবি, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ঠিকই ৷ তবে যেভাবে বিষয়টি দেখানো হয়েছে, তা ঠিক নয় ৷

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা নিয়ে সরব সারা বিশ্ব ৷ উদ্বেগ প্রকাশ করে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কাছে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর্জিও জানায় ভারত ৷ সেই পরিপ্রেক্ষিতে ইউনুসের দাবি, "অন্তর্বর্তী সরকার গঠনের আগে যে পরিস্থিতি ছিল, তা এখন নিয়ন্ত্রিত ৷ কয়েকটি ঘটনা ঘটেছে ৷ তবে বেশিরভাগ ঘটনাই রাজনৈতিক কারণে ঘটেছে ৷ শুধু সংখ্যালঘু নয়, দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম চেষ্টা করা হচ্ছে ৷" এরপরই তিনি বলেন, "পুরো বিষয়টিকে অতিরঞ্জির সঙ্গে পরিবেশন করা হচ্ছে ৷"

গণআন্দোলনের জেরে গত 5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে ৷ এরপর বাংলাদেশের ক্ষমতায় আসে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ৷ অভিযোগ, তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে ৷ সংখ্যালঘুদের বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে ৷ একের পর এক হিংসার ঘটনা সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছে সারা বিশ্ব ৷ এই আবহে রবিবার 100 দিন পূর্ণ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ৷ সেই উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন মহম্মদ ইউনুস ৷ তিনি বলেন, "সংখ্য়ালঘুদের উপর অত্যাচারের ঘটনায় সঙ্গে ধর্মের কোনও যোগ নেই ৷ পুরোটাই রাজনৈতিক ৷" তিনি আরও জানান, ক্ষমতায় আসার দু'মাসের মধ্যেই দেশজুড়ে 32 হাজার দুর্গাপুজোর আয়োজন করা হয় ৷

উল্লেখ্য, গণঅভ্যুথানের পর দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এরপর ভারতে এসে আত্মগোপন করেছেন বলে মনে করা হয় ৷ এদিন, সেই প্রসঙ্গে ভারত সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানান ইউনুস ৷ তিনি বলেন, "গণআন্দোলনে প্রতিটি মৃত্যুর হিসেব রয়েছে আমার সরকারের কাছে ৷ সব মৃত্যুর বিচার করা হবে ৷ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য খুব শীঘ্রই ভারত সরকারের সঙ্গে কথা বলব ৷"

পড়ুন: সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায় ? বাংলাদেশে প্রতিবাদে পথে প্রায় 30 হাজার হিন্দু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.