ETV Bharat / state

আদালতের হস্তক্ষেপে পরিণতি পেল ভালবাসা, এজলাসের সামনেই এক হল চার হাত

বনগাঁর বাবুপাড়ার কৃষ্ণেন্দু সাহার বনগাঁ কুড়ির মাঠ এলাকার এক যুবতীর সঙ্গে 12 বছরের প্রেমের সম্পর্ক ছিল । ছ’মাস আগে প্রেমিকা বিয়ের প্রস্তাব দিতে বিয়ে করতে অস্বীকার করেন ওই যুবক । প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার মামলা দায়ের করেন প্রেমিকা ।

couple-tie-knot-at-court-premises-of-bongaon
আদালতের হস্তক্ষেপে পরিণতি পেল ভালোবাসা, এজলাসের সামনেই এক হল চার হাত
author img

By

Published : Aug 6, 2021, 7:52 PM IST

Updated : Aug 6, 2021, 9:07 PM IST

বনগাঁ, 6 অগস্ট : দীর্ঘ 12 বছরের ভালবাসার সম্পর্ক তাঁদের । প্রেমিকার চোখে চোখ রেখে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেমিক । কথা দিয়েছিলেন বিয়ে করবেন তাঁকে । প্রেমিকের প্রতিশ্রুতিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বহুবার একান্তে ঘনিষ্ঠও হয়েছিলেন তাঁরা । সংসার করার স্বপ্ন দেখেছিলেন বছর 26-এর প্রেমিকা ।

কিন্তু স্বপ্ন ভাঙে বিয়ের কথা উঠতেই । ছ’মাস আগে প্রেমিকা তাঁর 27 বছর বয়সের প্রেমিক কৃষ্ণেন্দু সাহাকে বিয়ে করতে বললে তিনি বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ ৷ জল গড়ায় থানা-পুলিশ পর্যন্ত । শেষ পর্যন্ত আদালতের অনুমতিতে বিয়ে হল তাঁদের । শুক্রবার অভিনব এই বিয়ের আসর বসেছিল উত্তর 24 পরগনার বনগাঁ আদালত চত্বরে । যার সাক্ষী থাকলেন আইনজীবীরাও ।

আরও পড়ুন : ashoknagar fraud case : অশোকনগর চেক জালিয়াতি কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার

সূত্রের খবর, বনগাঁর বাবুপাড়ার 27 বছরের যুবক কৃষ্ণেন্দু সাহা 12 বছর আগে বনগাঁ কুড়ির মাঠ এলাকার এক যুবতীর প্রেমে পড়েন । ছ’মাস আগে প্রেমিকা বিয়ের প্রস্তাব দিতে বিয়ে করতে অস্বীকার করেন ওই যুবক । তখন প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে ওই যুবকের বাড়িতে যায় । বিয়ের কথা উঠতেই শুরু হয় বাকবিতণ্ডা । দু'পক্ষের ঝামেলা সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় পুলিশকে ।

পরবর্তীতে প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার মামলা দায়ের করেন প্রেমিকা । যুবতীর অভিযোগের ভিত্তিতে কৃষ্ণেন্দুকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ । বনগাঁ এডিজে কোর্টের বিচারক শান্তনু মুখোপাধ্যায়ের এজলাসে বিচার শুরু হয় ।

আরও পড়ুন : স্বামীর মৃত্যুর কারণে পরকীয়া সন্দেহে গৃহবধূর চুল কেটে নিল স্থানীয়রা

কয়েকদিন মধ্যে বিচারকের কাছে বিয়ে করবেন বলে আবেদন জমা দেন অভিযুক্ত যুবক ও অভিযোগকারিণী । তাঁদের আবেদনের ভিত্তিতে এদিন দু'পক্ষের উপস্থিতিতে বিয়ের সিদ্ধান্ত হয় । দু'পক্ষের মধ্যে শুরু হয় বিয়ের তোড়জোড় । ম্যারেজ রেজিস্ট্রারের উপস্থিতিতে শুরু হয় বিবাহ প্রক্রিয়া । মালাবদল থেকে সিঁদুর দান সবটাই হল আদালত চত্বরে ।

বিয়ের পরে যুবতী বলেন, ‘‘10-12 বছরের সম্পর্ক৷ আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল । সেই কারণে আমি আদালতের দ্বারস্থ হয়েছিলাম । এখন ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে । আদালতের অনুমতিতে দুই পরিবার থেকে আমাদের বিয়ে হয়েছে । আদালতের অনুমতিতে বিয়ে হলেও আমি খুব খুশি ।"

আরও পড়ুন : Vaccine case : অশোকনগর ভ্যাকসিন কাণ্ডে সাসপেন্ড এএসআই

যুবকের কাকা সুকমল সাহা বলেন, "ওদের মধ্যে প্রেম ভালবাসা ছিল । প্রথমে আমার ভাইপো বিয়ে করতে রাজি হচ্ছিল না । এই নিয়ে কোর্ট-কাছারি হয়েছে । এখন ভাইপো বিয়ে করতে রাজি, তাই আমরাও রাজি । এই ভাবে বিয়ে হয়েছে তাতে কী । বাড়ির আর পাঁচটা বউয়ের মতো এই বউও থাকবে ।"

বনগাঁ মহকুমার মুখ্য আইনজীবী সমীর দাস বলেন, "কিছুদিন আগে মেয়েটি বনগাঁ থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, প্রতারণা ও ভয়-ভীতি দেখানোর অভিযোগ দায়ের করেছিলেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ কৃষ্ণেন্দুকে গ্রেফতার করে । দু'দিন আগে তাঁরা দু'জনে বিচারকের কাছে বিয়ে করতে চাই জানিয়ে একটি পিটিশন জমা দেয় । তার ভিত্তিতে দু'পক্ষের উপস্থিতিতে কোর্টের অনুমতিতে আজ বিয়ে হয় । পাশাপাশি এবং কৃষ্ণেন্দু আজ জামিনে মুক্তি পায় ।"

আরও পড়ুন : Habra murder attempted: ঘর ছাড়ায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ স্বামীর

বনগাঁ, 6 অগস্ট : দীর্ঘ 12 বছরের ভালবাসার সম্পর্ক তাঁদের । প্রেমিকার চোখে চোখ রেখে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেমিক । কথা দিয়েছিলেন বিয়ে করবেন তাঁকে । প্রেমিকের প্রতিশ্রুতিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বহুবার একান্তে ঘনিষ্ঠও হয়েছিলেন তাঁরা । সংসার করার স্বপ্ন দেখেছিলেন বছর 26-এর প্রেমিকা ।

কিন্তু স্বপ্ন ভাঙে বিয়ের কথা উঠতেই । ছ’মাস আগে প্রেমিকা তাঁর 27 বছর বয়সের প্রেমিক কৃষ্ণেন্দু সাহাকে বিয়ে করতে বললে তিনি বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ ৷ জল গড়ায় থানা-পুলিশ পর্যন্ত । শেষ পর্যন্ত আদালতের অনুমতিতে বিয়ে হল তাঁদের । শুক্রবার অভিনব এই বিয়ের আসর বসেছিল উত্তর 24 পরগনার বনগাঁ আদালত চত্বরে । যার সাক্ষী থাকলেন আইনজীবীরাও ।

আরও পড়ুন : ashoknagar fraud case : অশোকনগর চেক জালিয়াতি কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার

সূত্রের খবর, বনগাঁর বাবুপাড়ার 27 বছরের যুবক কৃষ্ণেন্দু সাহা 12 বছর আগে বনগাঁ কুড়ির মাঠ এলাকার এক যুবতীর প্রেমে পড়েন । ছ’মাস আগে প্রেমিকা বিয়ের প্রস্তাব দিতে বিয়ে করতে অস্বীকার করেন ওই যুবক । তখন প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে ওই যুবকের বাড়িতে যায় । বিয়ের কথা উঠতেই শুরু হয় বাকবিতণ্ডা । দু'পক্ষের ঝামেলা সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় পুলিশকে ।

পরবর্তীতে প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার মামলা দায়ের করেন প্রেমিকা । যুবতীর অভিযোগের ভিত্তিতে কৃষ্ণেন্দুকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ । বনগাঁ এডিজে কোর্টের বিচারক শান্তনু মুখোপাধ্যায়ের এজলাসে বিচার শুরু হয় ।

আরও পড়ুন : স্বামীর মৃত্যুর কারণে পরকীয়া সন্দেহে গৃহবধূর চুল কেটে নিল স্থানীয়রা

কয়েকদিন মধ্যে বিচারকের কাছে বিয়ে করবেন বলে আবেদন জমা দেন অভিযুক্ত যুবক ও অভিযোগকারিণী । তাঁদের আবেদনের ভিত্তিতে এদিন দু'পক্ষের উপস্থিতিতে বিয়ের সিদ্ধান্ত হয় । দু'পক্ষের মধ্যে শুরু হয় বিয়ের তোড়জোড় । ম্যারেজ রেজিস্ট্রারের উপস্থিতিতে শুরু হয় বিবাহ প্রক্রিয়া । মালাবদল থেকে সিঁদুর দান সবটাই হল আদালত চত্বরে ।

বিয়ের পরে যুবতী বলেন, ‘‘10-12 বছরের সম্পর্ক৷ আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল । সেই কারণে আমি আদালতের দ্বারস্থ হয়েছিলাম । এখন ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে । আদালতের অনুমতিতে দুই পরিবার থেকে আমাদের বিয়ে হয়েছে । আদালতের অনুমতিতে বিয়ে হলেও আমি খুব খুশি ।"

আরও পড়ুন : Vaccine case : অশোকনগর ভ্যাকসিন কাণ্ডে সাসপেন্ড এএসআই

যুবকের কাকা সুকমল সাহা বলেন, "ওদের মধ্যে প্রেম ভালবাসা ছিল । প্রথমে আমার ভাইপো বিয়ে করতে রাজি হচ্ছিল না । এই নিয়ে কোর্ট-কাছারি হয়েছে । এখন ভাইপো বিয়ে করতে রাজি, তাই আমরাও রাজি । এই ভাবে বিয়ে হয়েছে তাতে কী । বাড়ির আর পাঁচটা বউয়ের মতো এই বউও থাকবে ।"

বনগাঁ মহকুমার মুখ্য আইনজীবী সমীর দাস বলেন, "কিছুদিন আগে মেয়েটি বনগাঁ থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, প্রতারণা ও ভয়-ভীতি দেখানোর অভিযোগ দায়ের করেছিলেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ কৃষ্ণেন্দুকে গ্রেফতার করে । দু'দিন আগে তাঁরা দু'জনে বিচারকের কাছে বিয়ে করতে চাই জানিয়ে একটি পিটিশন জমা দেয় । তার ভিত্তিতে দু'পক্ষের উপস্থিতিতে কোর্টের অনুমতিতে আজ বিয়ে হয় । পাশাপাশি এবং কৃষ্ণেন্দু আজ জামিনে মুক্তি পায় ।"

আরও পড়ুন : Habra murder attempted: ঘর ছাড়ায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ স্বামীর

Last Updated : Aug 6, 2021, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.