ETV Bharat / state

Containment Zone in Barrackpore : ব্যারাকপুর পৌরসভায় 17টি জায়গায় কন্টেনমেন্ট জোন

ব্যারাকপুর পৌর এলাকায় 17টি কন্টেনমেন্ট জোন (Containment Zone in Barrackpore) ৷ সবচেয়ে বেশি সংক্রমণ বেড়েছে 8নং ওয়ার্ডে ৷ তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন পৌরসভার মুখ্য প্রশাসক ৷ এই মুহূর্তে 6 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন (New Covid Ward in BN Bose Sub Divisional Hospital) ৷

Containment Zone in Barrackpore
Containment Zone in Barrackpore
author img

By

Published : Jan 4, 2022, 5:23 PM IST

ব্যারাকপুর, 4 জানুয়ারি : ব্যারাকপুর পৌরসভার 17টি জায়গা কন্টেনমেন্ট ও মাইক্র কন্টেনমেন্ট জোন করা হল (Containment Zone in Barrackpore) ৷ যার মধ্যে পৌরসভার 8নং ওয়ার্ডে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছে পৌর প্রশাসন ৷ আর করোনা আক্রান্তদের মধ্যে 6 জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ বাকিরা প্রায় সবাই উপসর্গহীন বলে জানা গিয়েছে ৷

পৌর প্রশাসক উত্তম দাস জানিয়েছেন, সংক্রমিত এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে ৷ সেই সঙ্গে আক্রান্ত প্রত্যেককে আশ্বস্ত করা হয়েছে ৷ তাঁদের যে কোনও প্রয়োজনে পৌরসভা সবসময় পাশে থাকবে ৷ এমনকি আক্রান্তদের জরুরি ক্ষেত্রে সাহায্যের জন্য একটি ফোন নম্বরও দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি ব্যারাকপুর পৌরসভার তরফে সেফ হোম তৈরি করা হয়েছে ৷ প্রয়োজনে সেখানেও রোগীদের নিয়ে যাওয়া হতে পারে ৷ তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ব্যারাকপুর পৌরসভার মুখ্য প্রশাসক ৷

ব্যারাকপুর পৌরসভার 17টি জায়গায় কন্টেনমেন্ট জোন

আরও পড়ুন : Barasat police on covid awarness : পুলিশ দেখেই মুখে কম্বল চাপা ! বারাসতে মাস্কবিহীনদের সবক শেখাতে পথে পুলিশ সুপার

পাশাপাশি ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে আজ থেকে করোনা চিকিৎসার জন্য 60 শয্যার একটি বিভাগ চালু করা হয়েছে (New Covid Ward in BN Bose Sub Divisional Hospital) ৷

ব্যারাকপুর, 4 জানুয়ারি : ব্যারাকপুর পৌরসভার 17টি জায়গা কন্টেনমেন্ট ও মাইক্র কন্টেনমেন্ট জোন করা হল (Containment Zone in Barrackpore) ৷ যার মধ্যে পৌরসভার 8নং ওয়ার্ডে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছে পৌর প্রশাসন ৷ আর করোনা আক্রান্তদের মধ্যে 6 জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ বাকিরা প্রায় সবাই উপসর্গহীন বলে জানা গিয়েছে ৷

পৌর প্রশাসক উত্তম দাস জানিয়েছেন, সংক্রমিত এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে ৷ সেই সঙ্গে আক্রান্ত প্রত্যেককে আশ্বস্ত করা হয়েছে ৷ তাঁদের যে কোনও প্রয়োজনে পৌরসভা সবসময় পাশে থাকবে ৷ এমনকি আক্রান্তদের জরুরি ক্ষেত্রে সাহায্যের জন্য একটি ফোন নম্বরও দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি ব্যারাকপুর পৌরসভার তরফে সেফ হোম তৈরি করা হয়েছে ৷ প্রয়োজনে সেখানেও রোগীদের নিয়ে যাওয়া হতে পারে ৷ তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ব্যারাকপুর পৌরসভার মুখ্য প্রশাসক ৷

ব্যারাকপুর পৌরসভার 17টি জায়গায় কন্টেনমেন্ট জোন

আরও পড়ুন : Barasat police on covid awarness : পুলিশ দেখেই মুখে কম্বল চাপা ! বারাসতে মাস্কবিহীনদের সবক শেখাতে পথে পুলিশ সুপার

পাশাপাশি ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে আজ থেকে করোনা চিকিৎসার জন্য 60 শয্যার একটি বিভাগ চালু করা হয়েছে (New Covid Ward in BN Bose Sub Divisional Hospital) ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.