শাসন, 27 নভেম্বর : জমির দখল ঘিরে দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত উত্তর 24 পরগনার শাসন । সংঘর্ষে আহত হয়েছেন ২ মহিলা সহ ৬ জন । আহতদের ভর্তি করা হয়েছে বারাসাত জেলা হাসপাতালে । শাসন থানায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাসনের শিমুলগাছি গ্রামে আবদুল মালেকের প্রায় সাড়ে তিন বিঘা জমি রয়েছে । বেশ কিছুদিন ধরে গ্রামের কিছু লোক জোর করে সেই জমির দখল নিতে চাইছে বলে অভিযোগ । বুধবার সকালে লাঠি, রড, কুড়ুল নিয়ে সেই জমির দখল নিতে আসে তারা । সেই সময় জমিতে চাষের কাজ করছিলেন আবদুল মালেকের পরিবার । জমির দখল নিতে আসলে বাধা দেওয়া হয় । সংঘর্ষ বেধে যায় দু'পক্ষের মধ্যে । নিমেষে গোটা এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে । সংঘর্ষে ২ মহিলা সহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন ।
অভিযোগ, হামলার সময় আগ্নেয়াস্ত্র বের করে খুনের হুমকিও দেওয়া হয় । শুধু তাই নয়, আহতদের গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফের হামলার অভিযোগ ওঠে । প্রায় একঘণ্টা রাস্তাতেই গাড়ি আটকে রাখা হয় । এরপর, গ্রামবাসীরা একজোট হলে পালিয়ে যায় হামলাকারীরা । তারপরই, আহতদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় । হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে চার জনের আঘাত গুরুতর ।