ETV Bharat / state

জমির দখল ঘিরে সংঘর্ষ, 2 মহিলা সহ 6 জন আহত শাসনে - The two sides surrounded the land

জমির দখল ঘিরে দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত উত্তর 24 পরগনার শাসন । আহত ২ মহিলা সহ ৬ জন । ঘটনার পরই এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছে শাসন থানায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

image
জমি নিয়ে সংঘর্ষ
author img

By

Published : Nov 27, 2019, 4:49 PM IST

শাসন, 27 নভেম্বর : জমির দখল ঘিরে দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত উত্তর 24 পরগনার শাসন । সংঘর্ষে আহত হয়েছেন ২ মহিলা সহ ৬ জন । আহতদের ভর্তি করা হয়েছে বারাসাত জেলা হাসপাতালে । শাসন থানায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাসনের শিমুলগাছি গ্রামে আবদুল মালেকের প্রায় সাড়ে তিন বিঘা জমি রয়েছে । বেশ কিছুদিন ধরে গ্রামের কিছু লোক জোর করে সেই জমির দখল নিতে চাইছে বলে অভিযোগ । বুধবার সকালে লাঠি, রড, কুড়ুল নিয়ে সেই জমির দখল নিতে আসে তারা । সেই সময় জমিতে চাষের কাজ করছিলেন আবদুল মালেকের পরিবার । জমির দখল নিতে আসলে বাধা দেওয়া হয় । সংঘর্ষ বেধে যায় দু'পক্ষের মধ্যে । নিমেষে গোটা এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে । সংঘর্ষে ২ মহিলা সহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন ।

জমি নিয়ে বিবাদ

অভিযোগ, হামলার সময় আগ্নেয়াস্ত্র বের করে খুনের হুমকিও দেওয়া হয় । শুধু তাই নয়, আহতদের গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফের হামলার অভিযোগ ওঠে । প্রায় একঘণ্টা রাস্তাতেই গাড়ি আটকে রাখা হয় । এরপর, গ্রামবাসীরা একজোট হলে পালিয়ে যায় হামলাকারীরা । তারপরই, আহতদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় । হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে চার জনের আঘাত গুরুতর ।

শাসন, 27 নভেম্বর : জমির দখল ঘিরে দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত উত্তর 24 পরগনার শাসন । সংঘর্ষে আহত হয়েছেন ২ মহিলা সহ ৬ জন । আহতদের ভর্তি করা হয়েছে বারাসাত জেলা হাসপাতালে । শাসন থানায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাসনের শিমুলগাছি গ্রামে আবদুল মালেকের প্রায় সাড়ে তিন বিঘা জমি রয়েছে । বেশ কিছুদিন ধরে গ্রামের কিছু লোক জোর করে সেই জমির দখল নিতে চাইছে বলে অভিযোগ । বুধবার সকালে লাঠি, রড, কুড়ুল নিয়ে সেই জমির দখল নিতে আসে তারা । সেই সময় জমিতে চাষের কাজ করছিলেন আবদুল মালেকের পরিবার । জমির দখল নিতে আসলে বাধা দেওয়া হয় । সংঘর্ষ বেধে যায় দু'পক্ষের মধ্যে । নিমেষে গোটা এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে । সংঘর্ষে ২ মহিলা সহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন ।

জমি নিয়ে বিবাদ

অভিযোগ, হামলার সময় আগ্নেয়াস্ত্র বের করে খুনের হুমকিও দেওয়া হয় । শুধু তাই নয়, আহতদের গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফের হামলার অভিযোগ ওঠে । প্রায় একঘণ্টা রাস্তাতেই গাড়ি আটকে রাখা হয় । এরপর, গ্রামবাসীরা একজোট হলে পালিয়ে যায় হামলাকারীরা । তারপরই, আহতদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় । হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে চার জনের আঘাত গুরুতর ।

Intro:জমির দখল ঘিরে দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত উত্তর 24 পরগনার শাসন। আহত ২ মহিলা সহ ৬ জন। তাদের ভর্তি করা হয়েছে বারাসাত হাসপাতালে। ঘটনার পরই এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছে শাসন থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।Body:রাজু বিশ্বাস,বারাসতঃ- জমির দখল ঘিরে দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত উত্তর 24 পরগনার শাসন।সংঘর্ষে আহত হয়েছেন ২ মহিলা সহ ৬ জন।আহতদের ভর্তি করা হয়েছে বারাসাত জেলা হাসপাতালে।শাসন থানায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছেন।ঘটনার তদন্ত শুরু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাসনের শিমুল গাছি গ্রামে আব্দুল মালেকের প্রায় সাড়ে তিন বিঘা জমি রয়েছে।বেশ কিছুদিন ধরে গ্রামের কিছু লোক জোর করে সেই জমির দখল নিতে চাইছে বলে অভিযোগ।বুধবার সকালে লাঠি,রড, কুড়ুল নিয়ে সেই জমির দখল নিতে আসে তারা।সেই সময় জমিতে আল দেওয়ার কাজ করছিলেন আব্দুল মালেকের পরিবার।জমির দখল নিতে আসলে বাধা দেওয়া হয়।সংঘর্ষ বেধে যায় দু'পক্ষের মধ্যে।নিমেষে গোটা এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।পরে,পুলিশ আসলে পরিস্থিতি আয়ত্তে আসে।সংঘর্ষে ২ মহিলা সহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন। অভিযোগ, হামলার সময় আগ্নেয়াস্ত্র বের করে খুনের হুমকিও দেওয়া হয়।শুধু তাই নয়, আহতদের গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফের হামলার অভিযোগ ওঠে।প্রায় একঘন্টা রাস্তাতেই গাড়ি আটকে রাখা হয়।এরপর, গ্রামবাসীরা একজোট হলে পালিয়ে যায় হামলাকারীরা।তারপরই,আহতদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে জুলফিকার, ইফতিকার সহ চারজনের আঘাত গুরুতর।তাদের কারোর পেটে, মাথায় আবার কারোর হাতে আঘাত রয়েছে। আহত জুলফিকার বলেন," এদিন সকালে জমিতে আল দেওয়ার কাজ করছিলাম।সেই সময় গ্রামের মেহেদি, ময়না, বাহারুল,সফিক সহ আরও বেশ কয়েকজন আচমকাই আমাদের ওপর হামলা চালায়।আগ্নেয়াস্ত্র বের করে বাট দিয়ে মারধর করে"। জুলফিকারের আত্মীয় রফিকুল ইসলাম বলেন,"মোট সাড়ে ১০ বিঘা বিঘা জমির মধ্যে সাড়ে তিন বিঘা জমি আমাদের।এই জমির আসল মালিক আব্দুল মালেক, জুলফিকার ও ইফতিকার।তা সত্বেও সাড়ে তিন বিঘা জমি জোর করে দখল নিতে চাইছে গ্রামের কিছু কতিপয় লোক। এদিন বাধা দেওয়ায় ২০-৫০ জন মিলে দা, কুড়ুল, রড,নিয়ে হামলা চালায়।তাতে আহত হন পরিবারের ৬ জন"।এদিকে ঘটনার পরই শাসন থানায় হামলার অভিযোগ দায়ের করে আব্দুল মালেকের পরিবার। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।Conclusion:পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.