ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গাড়ি, প্রাণে বাঁচলেন চালক - উত্তর 24 পরগনা

গাড়ি দুর্ঘটনায় প্রত্য়ক্ষদর্শীদের মতে, বুধবার সকালে বারাসতের দিক থেকে 34 নং জাতীয় সড়ক ধরে এই গাড়িটি জাগুলিয়ার দিকে যাচ্ছিল ৷ সেই সময়ই আচমকা গাড়িটি বাঁ দিকে বেঁকে খালে পড়ে যায় ৷ প্রত্য়ক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না ৷ চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা ৷

car_fall_down_to_a_cannal_in_34_natinal_highway_while_the_driver_was_safely_resqued_by_locals_in_north_24_pargana
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গাড়ি, প্রাণে বাঁচলেন চালক
author img

By

Published : Nov 25, 2020, 3:11 PM IST

Updated : Nov 25, 2020, 5:35 PM IST

আমডাঙা, 25 নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে 34নং জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে উল্টে গেল একটি গাড়ি ৷ তবে, দুর্ঘটনার সময় গাড়িতে কোনও যাত্রী না থাকায় বড় কোনও ক্ষতি হয়নি ৷ এই দুর্ঘটনায় সামান্য় আহত হয়েছেন গাড়ির চালক ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার আমডাঙার খেলিয়া মোড়ে ৷ স্থানীয়রাই গাড়ির ভিতর থেকে চালককে উদ্ধার করেন ৷

এই গাড়ি দুর্ঘটনায় প্রত্য়ক্ষদর্শীদের মতে, বুধবার সকালে বারাসতের দিক থেকে 34 নং জাতীয় সড়ক ধরে এই গাড়িটি জাগুলিয়ার দিকে যাচ্ছিল ৷ সেই সময়ই আচমকা গাড়িটি বাঁ দিকে বেঁকে খালে পড়ে যায় ৷ প্রত্য়ক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না ৷ চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন বলে অনুমান স্থানীয়দের ৷ যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ গাড়িটি খালে পড়ে যাওয়ার পরেই স্থানীয়রা দ্রুত গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে আসেন ৷ তিনি সামান্য় আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ তবে, গাড়িতে আর কোনও সওয়ারি না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে ৷ পরে পুলিশ এসে ক্রেনের সাহায্য়ে গাড়িটিকে খাল থেকে তোলার ব্য়বস্থা করে ৷

আমডাঙা, 25 নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে 34নং জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে উল্টে গেল একটি গাড়ি ৷ তবে, দুর্ঘটনার সময় গাড়িতে কোনও যাত্রী না থাকায় বড় কোনও ক্ষতি হয়নি ৷ এই দুর্ঘটনায় সামান্য় আহত হয়েছেন গাড়ির চালক ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার আমডাঙার খেলিয়া মোড়ে ৷ স্থানীয়রাই গাড়ির ভিতর থেকে চালককে উদ্ধার করেন ৷

এই গাড়ি দুর্ঘটনায় প্রত্য়ক্ষদর্শীদের মতে, বুধবার সকালে বারাসতের দিক থেকে 34 নং জাতীয় সড়ক ধরে এই গাড়িটি জাগুলিয়ার দিকে যাচ্ছিল ৷ সেই সময়ই আচমকা গাড়িটি বাঁ দিকে বেঁকে খালে পড়ে যায় ৷ প্রত্য়ক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না ৷ চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন বলে অনুমান স্থানীয়দের ৷ যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ গাড়িটি খালে পড়ে যাওয়ার পরেই স্থানীয়রা দ্রুত গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে আসেন ৷ তিনি সামান্য় আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ তবে, গাড়িতে আর কোনও সওয়ারি না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে ৷ পরে পুলিশ এসে ক্রেনের সাহায্য়ে গাড়িটিকে খাল থেকে তোলার ব্য়বস্থা করে ৷

Last Updated : Nov 25, 2020, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.