ETV Bharat / state

Arjun Singh : "প্রয়োজন হলে সরাসরি সংঘাতে নামব", ত্রিপাক্ষিক বৈঠকে না ডাকায় সরব অর্জুন - Arjun Singh not invited for Tripartite Meeting

পাট শিল্পের সমস্যা নিয়ে বৈঠকে বসছে কেন্দ্র, রাজ্যের শ্রমদফতর এবং চটকল মালিকপক্ষ । অথচ সেই বৈঠকে ডাক পেলেন না ব‍্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh not invited for Tripartite Meeting) ৷ তবে কি কারণে তিনি ডাক পাননি সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ৷

Arjun Singh press conference
ত্রিপাক্ষিক বৈঠকে ডাক না পেয়ে সরব অর্জুন সিং
author img

By

Published : May 9, 2022, 7:22 PM IST

ব‍্যারাকপুর, 9 মে : "শ্রমিকদের বাঁচাতে যার সঙ্গে সংঘাতে যেতে হয় যাব । তা নাহলে বাংলার পাটশিল্প বাঁচবে না ।" কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে ডাক না পেয়ে ফের সরব হলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh not invited for Tripartite Meeting) । সোমবার বিকেলে পাট শিল্পের সমস্যা নিয়ে বৈঠকে বসছে কেন্দ্র, রাজ্যের শ্রমদফতর এবং চটকল মালিকপক্ষ । অথচ সেই বৈঠকে ডাক পাননি পাট শিল্পের দুরবস্থা নিয়ে গত কয়েকদিন ধরে সরব হওয়া ব‍্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং । বৈঠকের আগে তা নিয়ে কিছুটা হলেও আক্ষেপের সুর শোনা গিয়েছে বিজেপি সাংসদের গলাতে ।

এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে এদিন অর্জুন সিং বলেন, "ত্রিপাক্ষিক বৈঠকে ডাকা উচিত ছিল আমাকে । না ডাকলে কীভাবে যাব ! বৈঠকে ডাকলে ভুল হলে শুধরে দিতে পারতাম । হয়ত ওরা ভেবেছে নিজেরাই ঠিক করে নেবেন । ডাকলে ভাল হত, এটুকু বলতে পারি । দেখা যাক কি হয় ৷" তবে কি কারণে তাঁকে ডাকা হল না, সেবিষয়ে প্রশ্ন করা হলে বিজেপি সাংসদ বলেন, "এর পিছনে উপরের কারও নির্দেশ রয়েছে ৷" বৈঠকের পর যা বলার বলব ৷" যদিও সেই নির্দেশের পিছনে কার হাত রয়েছে তা নিয়ে অবশ্য এদিন স্পষ্ট করেননি অর্জুন সিং ।

আরও পড়ুন : Arjun Singh : পাট-রাজনীতির হাত ধরে কি এবার ঘরে ফেরা নিশ্চিত করতে চান অর্জুন ?

এদিকে ত্রিপাক্ষিক বৈঠকে ভালো কিছু হওয়ার আশা রয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের । তাঁর কথায়, "পাট শিল্পের বিষয়টি কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়ে দেখছে । বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হলে আন্দোলনের পথ তো খোলা রয়েইছে ৷" তাহলে কি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘাতে নামবেন ? এই প্রশ্নের উত্তরে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, "প্রয়োজন হলে সংঘাতে নামব । শ্রমিকদের বাঁচাতে এছাড়া আর কোনও উপায় নেই ৷" পাট শিল্পের দুরবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকার তার দায় এড়াতে পারে না বলেও মনে করছেন তিনি।

প্রসঙ্গত, পাটের দামে ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া নিয়ে নিজের দলের বিরুদ্ধেই কয়েকদিন ধরে বেসুরো গাইতে শুরু করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং । এই নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে নিশানা করতেও ছাড়েননি তিনি । বেসুরো অর্জুন সিংকে শান্ত করতে শেষে দিল্লিতে ডেকে পাঠানো হয় তাঁকে । সেখানে আলোচনা করেন বস্ত্রমন্ত্রী এবং বস্ত্র সচিবের সঙ্গে । কিন্তু তারপরও অর্জুনবাবু সুর নরম করেননি । উল্টে আন্দোলনের ডাক দিয়ে তাঁর দল বিজেপির বিড়ম্বনা বাড়িয়েছেন তিনি । এসবের মধ্যেই আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে চিঠি দিয়ে তাঁর প্রশংসাও করতে দেখা গিয়েছে বিজেপি সাংসদকে । ফলে অর্জুন সিংকে নিয়ে জল্পনা বেড়ে চলেছে বিজেপির অন্দরে । তাহলে তিনি কি শেষ পর্যন্ত বিজেপি ত্যাগ করে ফিরে আসবেন তাঁর পুরনো দল তৃণমূলে? উত্তর মিলবে সময়েই ৷

ব‍্যারাকপুর, 9 মে : "শ্রমিকদের বাঁচাতে যার সঙ্গে সংঘাতে যেতে হয় যাব । তা নাহলে বাংলার পাটশিল্প বাঁচবে না ।" কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে ডাক না পেয়ে ফের সরব হলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh not invited for Tripartite Meeting) । সোমবার বিকেলে পাট শিল্পের সমস্যা নিয়ে বৈঠকে বসছে কেন্দ্র, রাজ্যের শ্রমদফতর এবং চটকল মালিকপক্ষ । অথচ সেই বৈঠকে ডাক পাননি পাট শিল্পের দুরবস্থা নিয়ে গত কয়েকদিন ধরে সরব হওয়া ব‍্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং । বৈঠকের আগে তা নিয়ে কিছুটা হলেও আক্ষেপের সুর শোনা গিয়েছে বিজেপি সাংসদের গলাতে ।

এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে এদিন অর্জুন সিং বলেন, "ত্রিপাক্ষিক বৈঠকে ডাকা উচিত ছিল আমাকে । না ডাকলে কীভাবে যাব ! বৈঠকে ডাকলে ভুল হলে শুধরে দিতে পারতাম । হয়ত ওরা ভেবেছে নিজেরাই ঠিক করে নেবেন । ডাকলে ভাল হত, এটুকু বলতে পারি । দেখা যাক কি হয় ৷" তবে কি কারণে তাঁকে ডাকা হল না, সেবিষয়ে প্রশ্ন করা হলে বিজেপি সাংসদ বলেন, "এর পিছনে উপরের কারও নির্দেশ রয়েছে ৷" বৈঠকের পর যা বলার বলব ৷" যদিও সেই নির্দেশের পিছনে কার হাত রয়েছে তা নিয়ে অবশ্য এদিন স্পষ্ট করেননি অর্জুন সিং ।

আরও পড়ুন : Arjun Singh : পাট-রাজনীতির হাত ধরে কি এবার ঘরে ফেরা নিশ্চিত করতে চান অর্জুন ?

এদিকে ত্রিপাক্ষিক বৈঠকে ভালো কিছু হওয়ার আশা রয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের । তাঁর কথায়, "পাট শিল্পের বিষয়টি কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়ে দেখছে । বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হলে আন্দোলনের পথ তো খোলা রয়েইছে ৷" তাহলে কি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘাতে নামবেন ? এই প্রশ্নের উত্তরে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, "প্রয়োজন হলে সংঘাতে নামব । শ্রমিকদের বাঁচাতে এছাড়া আর কোনও উপায় নেই ৷" পাট শিল্পের দুরবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকার তার দায় এড়াতে পারে না বলেও মনে করছেন তিনি।

প্রসঙ্গত, পাটের দামে ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া নিয়ে নিজের দলের বিরুদ্ধেই কয়েকদিন ধরে বেসুরো গাইতে শুরু করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং । এই নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে নিশানা করতেও ছাড়েননি তিনি । বেসুরো অর্জুন সিংকে শান্ত করতে শেষে দিল্লিতে ডেকে পাঠানো হয় তাঁকে । সেখানে আলোচনা করেন বস্ত্রমন্ত্রী এবং বস্ত্র সচিবের সঙ্গে । কিন্তু তারপরও অর্জুনবাবু সুর নরম করেননি । উল্টে আন্দোলনের ডাক দিয়ে তাঁর দল বিজেপির বিড়ম্বনা বাড়িয়েছেন তিনি । এসবের মধ্যেই আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে চিঠি দিয়ে তাঁর প্রশংসাও করতে দেখা গিয়েছে বিজেপি সাংসদকে । ফলে অর্জুন সিংকে নিয়ে জল্পনা বেড়ে চলেছে বিজেপির অন্দরে । তাহলে তিনি কি শেষ পর্যন্ত বিজেপি ত্যাগ করে ফিরে আসবেন তাঁর পুরনো দল তৃণমূলে? উত্তর মিলবে সময়েই ৷

For All Latest Updates

TAGGED:

Arjun Singh
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.