আমডাঙা, 10 এপ্রিল : ভোট প্রচারে গিয়ে আক্রান্ত হলেন আমডাঙার বিজেপি প্রার্থী জয়দেব মান্না । বিজেপির তরফ থেকে এমনই অভিযোগ উঠেছে, তৃণমূলের বিরুদ্ধে । ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা । খবর পেয়ে পুলিশ এলে তাদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা । শেষে পুলিশের আশ্বাসে প্রায় দেড়ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় । যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
জানা গিয়েছে, শুক্রবার বিকেলে আমডাঙার হরপাড়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী জয়দেব মান্না । সঙ্গে ছিলেন দলের কর্মী-সমর্থকরাও । সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ । বাঁশ, লোহার রড দিয়ে বিজেপির কয়েকজন কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে । তাঁদের বাঁচাতে গিয়েই হামলাকারীদের হাতে আক্রান্ত হন বিজেপি প্রার্থী জয়দেব মান্না । তাঁর বুকে ও কোমরে আঘাত লেগেছে দাবি বিজেপি প্রার্থীর । ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠে এলাকা । ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা । এরপর রাতে দোষীদের গ্রেফতারের দাবিতে শুরু হয় অবরোধ । বারাসত-ব্যারাকপুর রোডের নীলগঞ্জ মোড় এবং আমডাঙার সন্তোষপুরে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । পরে পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পর অবরোধমুক্ত হয় ওই দুই গুরুত্বপূর্ণ রোড ।
আরও পড়ুন : শীতলকুচিতে ভোটের লাইনে গুলি, মৃত যুবক
অন্যদিকে,ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব । অভিযোগ অস্বীকার করে তারা বল ঠেলেছেন বিজেপির আভ্যন্তরীণ কোন্দলের দিকেই।