ETV Bharat / state

কমিশনের আধিকারিকদের উপর হামলায় ঘটনায় গ্রেফতার 2 আইএসএফ কর্মী

author img

By

Published : Mar 23, 2021, 7:17 PM IST

নির্বাচন কমিশনের আধিকারিকদের উপর হামলার অভিযোগ এবং তাঁদের গাড়ি ভাঙচুর করায় দুই আইএসএফ কর্মীকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ ৷ অভিযোগ, গতকাল নির্বাচন কমিশনের আধিকারিকরা বেআইনি পোস্টার সরাতে গেলে, তাঁদের উপর হামলা চালায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী ৷ সেই ঘটনাতেই এদের গ্রেফতার করা হয়েছে ৷

bengal election 2021 2 ISF worker arrested in connection with the attack on commission officials in haroa north 24 pargana
কমিশনের আধিকারিকদের উপর হামলায় ঘটনায় গ্রেফতার 2 আইএসএফ কর্মী

হাড়োয়া (উত্তর 24 পরগনা), 23 মার্চ : নির্বাচন কমিশনের গাড়ি ভাঙচুর এবং আধিকারিকদের হেনস্থার অভিযোগে দুই আইএসএফ কর্মীকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ। ধৃতদের নাম হাসান গাজী ও মীর হোসেন মণ্ডল । মঙ্গলবার ভোররাতে হাড়োয়ার আমড়াডাঙ্গী গ্রাম থেকে পাকড়াও করা হয় ওই দুই আইএসএফ কর্মীকে । পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি কাজে নিযুক্ত কর্মীদের হেনস্থা সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, সোমবার বিকেলে পুলিশকে সঙ্গে নিয়ে কমিশনের আধিকারিকরা হাড়োয়ার গোপালপুর এক নম্বর পঞ্চায়েতের আমড়াডাঙ্গী গ্রামে যান রাজনৈতিক দলের বেআইনি ব্যানার খুলতে ৷ নির্বাচন কমিশনের নিয়ম মেনেই ব্যানার, হোর্ডিং খুলছিলেন আধিকারিকরা । অভিযোগ, সেই সময় আইএসএফের কর্মী-সমর্থকরা সেখানে এসে বাধা দেয় ৷ প্রথমে কমিশনের লোকজন বোঝানোর চেষ্টা করেন তাদের। কিন্তু তাঁদের কথায় আমল না দিয়েই কমিশনের লোকজনকে নিগৃহীত করা হয় বলে অভিযোগ। তাঁদের হেনস্থা করারও অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে । পরে, উত্তেজিত কর্মী-সমর্থকরা ভাঙচুর চালায় কমিশনের গাড়িতে। যে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাড়োয়া থানার বিশাল পুলিশবাহিনী। যদিও তাঁদের আসার আগেই সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা ।

আরও পড়ুন : নজরে শান্তিপূর্ণ নির্বাচন, আজ উত্তরবঙ্গে বৈঠকে কমিশনের প্রতিনিধিদল

এদিকে, গোটা ঘটনাটি লিখিত আকারে হাড়োয়া থানায় অভিযোগ জানান স্থানীয় বিডিও সমি রঞ্জন মান্না। জানানো হয় রাজ্য নির্বাচন কমিশনকেও। এর পরেই পুলিশ তৎপর হয়ে হামলাকারীদের খুঁজতে নামে ৷ সেই মতোই আজ ভোররাতে দুই আইএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে ৷

হাড়োয়া (উত্তর 24 পরগনা), 23 মার্চ : নির্বাচন কমিশনের গাড়ি ভাঙচুর এবং আধিকারিকদের হেনস্থার অভিযোগে দুই আইএসএফ কর্মীকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ। ধৃতদের নাম হাসান গাজী ও মীর হোসেন মণ্ডল । মঙ্গলবার ভোররাতে হাড়োয়ার আমড়াডাঙ্গী গ্রাম থেকে পাকড়াও করা হয় ওই দুই আইএসএফ কর্মীকে । পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি কাজে নিযুক্ত কর্মীদের হেনস্থা সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, সোমবার বিকেলে পুলিশকে সঙ্গে নিয়ে কমিশনের আধিকারিকরা হাড়োয়ার গোপালপুর এক নম্বর পঞ্চায়েতের আমড়াডাঙ্গী গ্রামে যান রাজনৈতিক দলের বেআইনি ব্যানার খুলতে ৷ নির্বাচন কমিশনের নিয়ম মেনেই ব্যানার, হোর্ডিং খুলছিলেন আধিকারিকরা । অভিযোগ, সেই সময় আইএসএফের কর্মী-সমর্থকরা সেখানে এসে বাধা দেয় ৷ প্রথমে কমিশনের লোকজন বোঝানোর চেষ্টা করেন তাদের। কিন্তু তাঁদের কথায় আমল না দিয়েই কমিশনের লোকজনকে নিগৃহীত করা হয় বলে অভিযোগ। তাঁদের হেনস্থা করারও অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে । পরে, উত্তেজিত কর্মী-সমর্থকরা ভাঙচুর চালায় কমিশনের গাড়িতে। যে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাড়োয়া থানার বিশাল পুলিশবাহিনী। যদিও তাঁদের আসার আগেই সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা ।

আরও পড়ুন : নজরে শান্তিপূর্ণ নির্বাচন, আজ উত্তরবঙ্গে বৈঠকে কমিশনের প্রতিনিধিদল

এদিকে, গোটা ঘটনাটি লিখিত আকারে হাড়োয়া থানায় অভিযোগ জানান স্থানীয় বিডিও সমি রঞ্জন মান্না। জানানো হয় রাজ্য নির্বাচন কমিশনকেও। এর পরেই পুলিশ তৎপর হয়ে হামলাকারীদের খুঁজতে নামে ৷ সেই মতোই আজ ভোররাতে দুই আইএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.